রঙিন ঘুড়ি

0
1619

রঙিন ঘুড়ি
___আশা

জীবন হল রঙিন ঘুড়ি
তার নাই কোনো লাটাই।
এই ঘুড়িটা বাঁধা থাকে নানা রঙিন সুতায়।
হাসি-কান্না,সুখ-দুঃখ এই সুতায় গাঁথা,
এই ঘুড়িতে লুকিয়ে আছে অনেক স্মৃতিকথা।
রঙিন ঘুড়ি হারিয়ে যায় দূর বহুদূরে,
সুখ-দুঃখ,হাসি-কান্না থেকে যায় মনের কোণে।
তবুও মানুষ প্রত্যাশা করে সুখ দিবে একদিন ধরা,
সুখ নেই তো কী হয়েছে?
খুলে দেখ স্মৃতির পাতা।
স্মৃতির পাতায় লেখা আছে অতীতের স্মৃতিকথা।

এখনই জয়েন করুন আমাদের গল্প পোকা ফেসবুক গ্রুপে।
আর নিজের লেখা গল্প- কবিতা -পোস্ট করে অথবা অন্যের লেখা পড়ে গঠনমূলক সমালোচনা করে প্রতি সাপ্তাহে জিতে নিন বই সামগ্রী উপহার।
শুধুমাত্র আপনার লেখা মানসম্মত গল্প/কবিতাগুলোই আমাদের ওয়েবসাইটে প্রকাশিত হবে। এবং সেই সাথে আপনাদের জন্য থাকছে আকর্ষণীয় পুরষ্কার।

▶ লেখকদের জন্য পুরষ্কার-৪০০৳ থেকে ৫০০৳ মূল্যের একটি বই
▶ পাঠকদের জন্য পুরস্কার -২০০৳ থেকে ৩০০৳ মূল্যের একটি বই
আমাদের গল্পপোকা ফেসবুক গ্রুপের লিংক:
https://www.facebook.com/groups/golpopoka/

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে