যে মানুষটি সারাক্ষণ অপেক্ষা করতো আপনি কখন অনলাইনে এক্টিভ হবেন।

0
4081

যে মানুষটি সারাক্ষণ অপেক্ষা করতো আপনি কখন অনলাইনে এক্টিভ হবেন।
এই অপেক্ষায় চাতক পাখির মতো অপেক্ষা করতো।
.
অবশেষে আপনি এক্টিভ হোন বা না হোন এসএমএস দিয়ে আপনার ইনবক্সে ভরে রাখতো…
.
আর প্রশ্ন গুলো ছিল এই রকম ঐ কেমন আছেন? কই আছেন? কি করেন, খেয়েছেন কিনা, অনলাইনে আসতে এত দেরি হচ্ছে কেনো আমার ভাল লাগছে না। তারাতাড়ি অনলাইনে আসুন প্লিজ?
.
বিশ্বাস করুন এইসব কথাগুলো সম্পর্ন্ন মিথ্যে অভিনয় মাত্র—
এসএমএস করে আপনার ইনবক্সে ভরে রাখতো আর আপনি যখন অনলাইনে এসে সর্বপ্রথম তার ইনবক্সে গিয়ে তার এসএমএস গুলো পড়তেন
তখন নিজেকে খুব হ্যাপ্পি লাগতো তাইনা… হ্যাঁ সেই মুহুর্তে আপনি অনেক হ্যাপ্পিই ছিলেন।
.

এর পর হুট করেই তার পরির্বতন ঘটবে —
কি অবাগ হচ্ছেন… হ্যাঁ এটাই সত্যি যা আজ আপনাকে মানতেই হবে…
.
এরপর সেই মানুষটি একটা সময় আপনার সাথে রাতে কথা শেষে ঘুমাতো…
হয়তো সেই মানুষটি এখন অন্য কারো সাথে রাত জেগে কথা শেষ করে ঘুমায়।
.
যে মানুষটি একটা সময় আপনার সাথে কথা বলতে বলতে ভোর দেখতো…
হয়তো সেই মানুষটি এখন অন্য কারো সাথে কথা বলতে বলতে ভোর দেখে।
.
যে মানুষটি একটা সময় নিজের ছবি তুললে সবার আগে আপনার ইনবক্সে পাঠোতো…
হয়তো সেই মানুষটি এখন অন্য কারো ইনবক্সে সেই ছবি গুলো নিয়মিত ই পাঠায়।
.
যে মানুষটি রাত হতেই আপনার সাথে কথা বলার জন্য পাগল হয়ে যেত… সেই মানুষটি হয়ত এখম অন্য কারো সাথে কথা বলার জন্য পাগল।
.
কি ভাবছেন সে কি করে এইগুলি করতে পাড়লো??
.
যে মানুষটি ঘুমানো র আগে আপনকে গুড নাইট বলে ঘুমাতে যেতো সে মানুষটি আজ অন্য কাউকে গুড নাইট বলে ঘুমাতে যায়।
.
হ্যাঁ— এটাই সত্যিই।
.
যে মানুষটি আপনাকে এক মুহুর্ত অনলাইনে না দেখলে পাগল হয়ে যেতো…
সেই মানুষটি আপনার সাথে কথা বলবে না বলে ফেসবুকের চ্যাট অফ
করে রাখে যাতে আপনি বুঝতে না পারেন, এবং আপনাকে ব্লকলিষ্টে রেখে অন্য কারো সাথে কথা বলতে বলতে জন্য রাত কাটাচ্ছে।
.
হুম…. একদিন হুট করেই দেখলেন গভীররাত সে ফেসবুকে এক্টিভ আপনি ভাবছেন সে
হয়ত আপনাকে এসএমএস করবে বা কল করবে হ্যাঁ ঠিকই ভাবছেন কল এসএমএস দুটোই করবে কিন্তু আপনাকে না অন্য কাউকে।
.
লাভ নেই যে আপনার নিষ্পাপ অনুভূতিগুলোকে নিয়ে খেলা করতে পারে সে কখনো আপনাকে ভালবাসতে পারে না!
.
সময়ের সাথে সাথে সব কিছুই বদলে যায়
সময় খুবই স্বার্থপর..
আজ আপনার কাল অন্য কারো…
.
তখনও রাত্রি জাগতেন..এখনও রাত্রি জাগেন…
পার্থক্য শুধু পূর্ণতায় আর শুণ্যতায়…
.
অপেক্ষায় থাকুন সেই সময়ই বলে দিবে আপনার তার জীবন কি ছিলেন…..।
.
মনে রাখবেন যে কাঁদায় সেও কাঁদে অপেক্ষা শুধু সময়েই।
.

লেখা:— মোঃ বুলবুল আহম্মেদ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে