মোবাইল পোন

0
686

মোবাইল পোন (Mobile Pone)

ফেইসবুকে এক ভদ্রলোকের লেখা পড়ে খুব ভালো লাগলো । উনি লিখেছেন :

শুক্রবার অনুষ্ঠিত হয়ে গেল সরকারি চাকরির সবচেয়ে বড় পরীক্ষা বিসিএস প্রিলিমিনারি। কিন্তু, অবাক হওয়ার বিষয় হচ্ছে রাষ্ট্রের সরকারি আমলা নিয়োগের এই কঠোর নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্রেই ছিল বানানের বড় ধরনের ভুল।

যেখানে ইংরেজিতে মোবাইল ফোনের স্থলে লিখা ছিল মোবাইল পোন (Mobile Pone) !

আমার ছোট বেলার একটি ঘটনা মনে পড়ল । ইন্সপেক্টর এসেছেন স্কুলে । জিগ্গেস করলেন :

Who is the Headmaster ?

Headmaster বীরদর্পে এগিয়ে এসে বললেন : I is the Headmaster .

ইন্সপেক্টর অবাক হয়ে বললেন: Are you the Headmaster ?

Yes , I are .

লেখকের মন্তব্য: Tagore probably would have said “Ma dhoroni didha hou” [O mother earth, be split and take me in].

Tarique Huq

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে