মেয়েটি পালিয়ে তার পছন্দের পাত্রের সাথে বিয়ে করলো।

0
1320

মেয়েটি পালিয়ে তার পছন্দের পাত্রের সাথে বিয়ে করলো।
অবশেষে সাত দিন পর যখন বাড়ি ফিরলো,
মেয়ে কে সাত দিন পর দেখে..
••••••••••••••••••••••••••••••••••
#বাবা_বললোঃ তুই যেদিন বাড়ি থেকে পরিবারের মুখে চুনকালি মাখিয়ে গেছিস, সেদিন ই তুই আমার কাছে মারা গেছিস।
আমি ভুলে গেছি যে আমার কোনো মেয়ে আছে।
..
#মা_বললোঃ মা রে.. তুই এ কাজ কিভাবে করলি যাওয়ার আগে আমার কথা এক বার ও মনে আসলো না তোর?
সুখে থাকিস।
..
#ভাই_বললোঃ শোন, তুই মা বাবা কে কাদিয়ে কখনই সুখি থাকবি না।
তোকে আমার নিজের বোন ভাবতে আজ ঘৃনা করছে।
..
সব শুনে অবশেষে মেয়েটি বললো….
আমি তোমাদের অপমান শুনব বলে এ বাড়িতে আসিনি।
আমার নোকিয়া মোবাইলের চার্জারটা ভুলে ফেলে গিয়েছিলাম ওটা নিতে এসেছি।?
#সবাই_অজ্ঞান
বোকা ছেলে❤❤❤

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে