মেয়েটা অসত্বী পর্ব/ ৭

0
2461

মেয়েটা অসত্বী পর্ব/ ৭
লেখক/ ছোট ছেলে

••••••••••••••••••••••
রিমি/ এই নেন চা

নীলা আপু আপনারটা তে মিষ্টি একটু বেশি দিলাম

নীলা/ এত সময় লাগে দুকাপ চা বানিয়ে আনতে
যতসব অকর্মা

আমি/ ওহহহহ হো…. বাদ দাওতো ঐসব

এই তুমি যাওতো এখান থেকে

নীলা/ জানু আমার চা’টা তুমি খাও তোমারটা আমি খাই

আমি/ আরে না ঐসব আবার কেন

নীলা/ জানু কালরাতের কথা মনে নেই যখন তোমার ঠোঁটে আমার ঠোঁট ছিলো

এখন চা খেলে সমস্যা কি

আমি/ আরে না কোন সমস্যা নেই
দাও

রিমি/ না না সাহেব ঐটা আপনি খাবেন না

নীলা/ কেন খেলে তোমার কি

রিমি/ কারন… আপনার চায়ে মিষ্টি বেশি দিছি ওনার তো মিষ্টি খাওয়া নিষেধ তাই

নীলা/ ওহহহহ তাই নাকি
কই ধ্রুব তুমিতো আমাকে বললেনা

আমি/ মা…….নে

রিমি/ আপনাকে কিভাবে বলবে আপনি তো আর ওনার বউ নয়

আপনি তো হলেন……

নীলা/ কি….

রিমি/ টাকায় কেনা একটা নষ্টা গাছের দেহ যার থেকে শুধু

যে গাছে শুধু ফুল হয় ফল নয়

নীলা কেঁদে কেঁদে আমাকে বলতে লাগলো

নীলা/ দেখলে ধ্রুব তোমার বউ তোমার সামনে আমাকে কি বললো

আর তুমি এখনও চুপ করে রইলে

আমি/ তুমি এভাবে কথাটা না বললেও পারতে

ও আমার বন্ধু আমার সম্পর্কে সবকিছু জানার অধিকার তার আছে

রিমি/ ও আপনার বন্ধু আর আমি আপনার বউ

বাহিরের মেয়ের চেয়ে ঘরের বউয়ের অধিকার একটু বেশি থাকে

এটা নিশ্চয় জানেন

আমি/ দেখ আমি এতকিছু বুঝিনা

তুমি নীলার থেকে ক্ষমা চেয়ে নাও

রিমি/ শুধুই ক্ষমা

আমি/ মানে

রিমি/ মানে যদি জীবনটা চাইতেন সেটাও দিয়ে দিতাম

সরি আমি বুঝতে পারিনি আপনাকে আঘাত করলে যে তা আমার স্বামীর বুকে আঘাত লাগে আমাকে ক্ষমা করে দিন

নীলা মুখ বাঁকা করে অন্যদিকে বসে আছে

আমি/ ঠিক আছে এবার এখান থেকে যাও

রিমি চলে যাচ্ছে সন্ধ্যাও প্রায় হয়ে গেলো

নীলা/ এই শোন তুমি এই মেয়েটাকে তালাক দিয়ে দাও

এমন বউ নিয়ে কেউ সংসার করে নাকি

আমি/ এসব তুমি কি বলো

নীলা/ যা বলছি ঠিক-ই বলছি

আমি চাইনা আমার ভালোবাসার ভাগ অন্যকাউকে দিতে

তুমি শুধুই আমার শুধুই আমার

আমি/ ওহহহহ সত্যি তুমি আমাকে এত ভালাবাসো

নীলা/ হুমমমমম অনেক ভালোবাসি বলে
আমাকে জড়িয়ে ধরলো

আমি/ আচ্ছা ঠিক আছে তুমি কি এখন থাকবে নাকি চলে যাবে

নীলা/ মানে কি তুমি কি আমাকে তাড়িয়ে দিবে নাকি

তাড়াতে হলে ঐ মেয়েকে তাড়াও আমি পারবনা তোমাকে ছাড়া থাকতে

আমি/ না তা নয় এমনি বললাম

একটু পরে রিমি আসলো

নীলা/ কি ব্যপার তুমি এখানে

রিমি/ বাড়িটা যখন আমার তখন আমার যেখানে ইচ্ছা সেখানে যেতে পারবো আমার মনে হয়না কোন বাহিরের মেয়ে সেখানে আমায় বাঁধা দিতে পারবে

নীলা/ তোমার বাড়ি হা হা হা
শোন ধ্রুব কি বলে

রিমি/ ধ্রুব কি বলবে সে তো এক মুখোশধারী দেহলোভী পুরুষ

যে শুধু মজা নিতে জানে কাউকে ভালোবাসতে নয়

নীলা/ কি আমার সামনে আমার জানুকে এতবড় কথা

তোকে আজ আমি মেরে ফেলবো

নীলা রিমিকে ২টা চড় মেরে দিলো

আর বললো

কখনও আমাদের দুজনের মাঝে কথা বলতে আসবিনা

আমি/ ঠিক বলছো চলো

রিমি বসে বসে কাঁদে

আমি আর নীলা আমার ঘরে গেলাম

নীলা/ দেখ আমি আর কাল থেকে এই বাড়িতে আসবোনা

এত অপমানও হতে পারবনা

আমি/ উফফফফ….. ছাড়োতো ওর কথা এটা তোমার বাড়ি তোমার ঘর তুমি যা বলবে তাই হবে

নীলা/ সত্যি

আমি/ হুমমম সত্যি।
তুমি শুধু আমাকে…….

নীলা/ সেটা আর বলতে হবেনা
এই মন প্রাণ দেহ সব-ই তোমার

আমি/ জানিতো তাইতো তোমাকে সবসময় কাছাকাছি রাখি

দুজনে কিছুক্ষণ শুয়ে থাকার পরে

নীলা/ খুব ক্ষুধা লাগছে জানু তোমার বউকে বলো খাবার দিতে

আমি/ তুমিও না কি তোমাকে না বললাম এটা তোমার বাড়ি তোমার ঘর তুমি যা বলবে তাই হবে

এসবে আবার আমাকে কেন জড়াও

আমিতো শুধু তোমাকে চাই

নীলা/ রিমি এই রিমি

রিমি/ আমাকে ডেকেছেন

নীলা/ হুমমমম
যা তাড়াতাড়ি আমাদের খাবার দে

রিমি/ আচ্ছা

কিছুক্ষণ পরে রিমি এসে
ডেকে বললো খাবার দিয়েছে

নীলা/ চলো সোনা খেয়ে আসি

আমি আর নীলা খেতে বসলাম পাশে রিমি দাঁড়িয়ে আছে

নীলা/ এই এখানে দাঁড়িয়ে কি করিস চলে যা এখান থেকে

রিমি/ না মা…..নে যদি আপনাদের কিছু লাগে

আমি/ আরে থাকুকনা থাকলে সমস্যা কি

নীলা/ এসব কি রান্না করেছিস এগুলো কি খাওয়া যায়

রিমি/ কুকুরের জন্য এরচেয়ে ভালো খাবার হয় কিনা আমার জানা নেই

নীলা/ কি আমরা কুকুর ছিঃ ছিঃ ধ্রুব ছিঃ

এতটা অপমানিতো হতে হবে আমি ভাবতেও পারিনি

রিমির কথা শুনে মাথা গরম হয়ে

তাই ইচ্ছে মত তাকে মারধর করেছি

নীলা/ থাক থাক অনেক হয়েছে আর না

চলো আমরা ঘুমিয়ে পড়ি

চলবে….???

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে