মেয়েটা অসত্বী  পর্ব/ ৬

0
2189

মেয়েটা অসত্বী  পর্ব/ ৬

লেখক/ ছোট ছেলে

********
আমি আমার ঘরে এসে শুয়ে রইলাম

অনেকবেলা হয়ে গেছে
আমি বা খাবো কি আর রিমি বা কি খেয়ে ঔষধ খাবে

রান্নাতো কিছুই হয়নি

কি আর করবো বার বার দোকানে যেতে মন চায়না

তাই কোনরকম ৪-৫টা রুটি বানিয়ে নিলাম

তিনটা রিমির জন্য নিয়ে গেলাম

আমি দরজার সামনে দাঁড়িয়ে

আমি/ আসতে পারি

রিমি খুব কষ্ট করে সাড়া দিলো

রিমি/ আসুন

ভিতরে ঢুকতে আমি

রিমি/ এসব কি

আমি/ রুটি এগুলো খেয়ে ঔষধ খেয়ে নাও

খালি পেটে ঔষধ খেয়েতো কোন লাভ নেই

তুমি খাও আমি যাচ্ছি

চলে এলাম নয়তো মেয়েটা খাবেনা

আমি আমার ঘরে এসে খেতে লাগলাম

হঠাৎ রিমি

আমি/ এ কি তুমি এখানে কেন আসলে

তোমাকে না বললাম খেয়ে বিশ্রাম নিতে

রিমি/ আমাকে ক্ষমা করবেন সাহেব আজ আমার জন্য আপনাকে না খেয়ে থাকতে হলো

নীলা আপু শুনতে পেলে খুব রাগ করবে

আমি কি বলবো বুঝতেছিনা

ভরসা দিবো নাকি শাসন করবো

আমি/ ঠিক আছে ঠিক আছে যাও তুমি

রিমি চলে যাচ্ছে

আমি পিছন থেকে ডাক দিয়ে বললাম

আমি/ এইযে শোন এইটুকু করছি বলে ভেবনা আমি তোমাকে মেনে নিয়েছি

তোমাকে ভালোবেসেছি

আজ তোমার জন্য যা করছি তা কোন চাকর বাকর হলেও করতাম

আর শোন রাতে নীলা আসবে শরীর খারাপের অজুহাত ধরে আবার রাতেও না খাইয়ে রেখনা

রিমি/ না সাহেব আপনাকে ভাবতে হবেনা

আমি রাতের জন্য ঠিক-ই রান্না করে নিবো

আমি/ হুমমমম মনে থাকে যেন

উফফফ…..সারাটা দিন খুব বাজেভাবে কাটছে

এখন একটু না ঘুমালে নয়

শুয়ে রইলাম কিছুক্ষণ নীলার ফোন

নীলা/ বাবু খেয়েছে

আমি/ হুমমমম

নীলা/ কি কর এখন

আমি/ কিছুনা
তুমি সন্ধ্যায় আসবেতো

নীলা/ তুমি এসে আমায় নিয়ে যাও তাহলে যাবো নয়তো না

আমি/ আচ্ছা ঠিক আছে আমি পরে এসে নিয়ে আসবো

নীলা/ Ummmmmaaaaaa
এখন রাখি দেখা হবে বিকেলে

আমি/ আচ্ছা
টা টা???

ফোনটা রেখে চোখটা বন্ধ করলাম

কিছুক্ষণ ঘুমানোর পর চোখ খুললাম

ইসসসসস….. অনেক দেরি হয়ে গেছে যাই নীলাকে এবার নিয়ে আসি

রিমিকে একবার বলে যাই

হঠাৎ করে রিমির ঘরে যেতে দেখি মেয়েটা অনেক চেষ্টা করতেছে

তার পিঠে মলম লাগানোর জন্য

অনেক চেষ্টা করেও না দেখতে পেয়ে লাগাতে পারেনি

আমাকে দেখে

রিমি/ এ কি আপনি কিছু লাগবে

আমি/ ই…..য়ে মানে…..না কিছুনা আমি একটু বাহিরে যাচ্ছি তাই বলতে এলাম

রিমি/ ওহহহহ আচ্ছা যান

নিজের অজান্তে হেঁসে দিলাম

রিমি/ হাঁসেন কেন

আমি/ এভাবে কেউ মলম লাগায় ক্ষত জায়গা দেখে ভালো জায়গা

রিমি/ আমার তো আপন কেউ নেই যে আমায় ভালোভাবে লাগিয়ে দিবে

আমি/ দাও এদিকে দাও আমি লাগিয়ে দিচ্ছি

মলমটা নিয়ে লাগিয়ে দিলাম

আমি/ আমার দেরি হয়ে যাচ্ছে এখন আমি আসি

রিমি/ নীলা আপুকে বুঝি আনতে যাবেন

আমি/ হুমমমম কোন সমস্যা আছে তোমার

রিমি/ আকাশে বুকে চাঁদ আর মেঘ দুটো থাকবে

মেঘ এসে যদি চাঁদকে আড়াল করে রাখে তাহলে আকাশের কি করার থাকে

আমি/ মানে

রিমি/ কিছুনা যান আপনি

আমি/ আচ্ছা ঠিক আমি গেলাম

যেতে যেতে ভাবতে লাগলাম রিমির কথার মানেটা কি

না মাথায় কিছুই আসছেনা

নীলার বাসার সামনে গিয়ে নীলাকে ফোন দিলাম

আমি/ কই তুমি

নীলা/ তুমি কোথায় এত দেরি করছো কেন আসতে

আমি/ তোমার বাসার সামনে

নীলা/ ওহহহহ একটু দাঁড়াও আমি আসতেছি

কিছুক্ষণ পর নীলা আসলো

নীলা/ চলো

আমি/ কোথায় যাবে

নীলা/ তোমার বাসায় কালতো ঐ মেয়েটার জন্য কিছুই হলোনা

আমি/ আচ্ছা চলো

নীলাকে নিয়ে বাসার পথ ধরলাম

নীলা/ আচ্ছা তুমি এমন কেন

আমি/ কেমন

নীলা/ সবসময় মনমোরা হয়ে থাকো

তোমার এভাবে থাকাটা না আমাকে ভীষণ কষ্ট দেয়

আমি/ কই নাতো আমিতো সবসময় হাঁসিমুখে থাকি

নীলা/ থাক আমায় আর বোঝাতে হবেনা
কতটা সুখে আছো দেখতে পাচ্ছি
কেউ জানুক আর না জানুক ঐ অসত্বী মেয়েটার তুমি কতটা কষ্টে আছো

আমি চুপ করে রইলাম

নীলা/ কি হলো কথা বলো

আমি/ ও হ্যাঁ……. তুমি ঠিক-ই বলছ

দেখতে দেখতে বাসায় চলে এলাম

ভিতরে ঢুকে নীলা

নীলা/ বাসায় কেউ নেই আজ

আমি/ আছে

নীলা/ রিমি রিমি এই রিমি

আমি/ আহা রিমিকে আবার কেন ডাকছো

নীলা/ কেন ডাকছি মানে আমাদের কে চা দিতে বলো

কষ্ট হলেও রিমি আসলো

রিমি/ জ্বী আপু বলেন কিছু লাগবে

নীলা/ সারাদিন এভাবে শুয়ে না থেকে কিছু কাজকর্ম করলে তো পারো

যাও আমাদের জন্য চা করে নিয়ে আসো

রিমি/ আচ্ছা এখন-ই আনতেছি

নীলা/ আসো জানু আমরা গল্প করি

রিমি চা বানাতে গেলো আমি আর নীলা বসে বসে গল্প করছি

চলবে….???

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে