মেয়েটা অসত্বী পর্ব/ ১০

0
2214

মেয়েটা অসত্বী পর্ব/ ১০

লেখক/ ছোট ছেলে

——————–
রিমি/ অনেক দেরি হয়ে গেছে তাইনা একটু দাঁড়ান বেশি সময় লাগবেনা রান্না করতে

আমি/ কিচ্ছু করতে হবেনা তোমাকে এখানে বসে থাকে চুপ করে

আমি খাবার আনতেছি

রিমি/ এভাবে শুয়ে থাকলে হবে নাকি

আমার আবার শুয়ে থাকতে একদম মন চায়না

উফফফফফ…. আচ্ছা জ্বালাতো এই মেয়েকে নিয়ে

আমি/ একটু বসো আমি আসতেছি

আমি রুটি আর কলা নিয়ে আসলাম

এই নাও খেয়ে ঔষধটা খেয়ে নাও

রিমি/ আপনি খেয়েছেন

আমি/ না পরে খেয়ে নিবো

আগে তুমি খেয়ে ঔষধ খেয়ে নাও

রিমি/ আচ্ছা নীলা আর আসেনি তাইনা

আমি/ হুমমমমমমম

রিমি/ আপনার পাশে রিমিকে অনেক সুন্দর মানায়

আমি/ কলা রুটি খাবে নাকি মার খাবে

কোনটা

রিমি/ দুটো

আমি/ মানে

রিমি/ মানে বুঝেন না আপনি যা খুশিমনে খাওয়াবেন সেটাই খাবো

আমি/ ওলে…. বাবা

রিমিকে নিজ হাতে খাইয়ে দিলাম

আমি/ এখন কেমন লাগছে

রিমি/ অনেক ভালো

আমি/ ব্যথা করে নাকি

রিমি/ স্বর্গে কি আর ব্যথা থাকে

আমি/ আচ্ছা ঠিক আছে এবার ঘুমিয়ে পড়ো

রিমি/ আপনি খাবেন না

আমি/ হুমমমম খাবোতো

রিমি/ খাবেন যখন আমার সামনে খান

কি আর করা জোর করেতো কিছু করতে পারবনা

তাই খেয়ে নিলাম

আমি/ এবার খুশিতো

রিমি/ হুমমমম
যান আপনিও ঘুমিয়ে পড়ুন

আমি/ আমি ঘুমাবো আগে তুমি ঘুমাও তারপর

একটু বেশি আদর সোহাগ পেয়ে রিমি ঘুমিয়ে পড়েছে

রিমির নিষ্পাপ চেহারাটা বলে দেয় সে অসত্বী নয়

সে সকালের ফুলের মত-ই পবিত্র

রাতের চাঁদের মত সুন্দর যে সবাইকে আলোকিত করে নিজে হারিয়ে যায় মেঘের আড়ালে

খারাপতো হলাম আমি

অনেক খারাপ কোন ভালো মানুষ-ই বাসায় মেয়ে এনে ফূর্তি করেনা

ভাবতে ভাবতে আমিও যে কখন রিমির পাশে ঘুমিয়ে পড়েছি তা বুঝতে পারিনি

সকাল হয়ে এলো

রিমি মাথায় হাত দিয়ে

রিমি/ এই যে শুনছেন
শুনছেন আপনি

রিমির ডাক শুনে আমার ঘুম ভাঙ্গলো
ছোঁটঁ ছেঁ লেঁ

রিমি/ আপনি ঘুমান নি সারারাত এখানে কাটালেন

আমি/ কে বলছে ঘুমাইনি তোমার ডাকেতো ঘুম ভাঙ্গলো

রিমি/ তারপরও আপনি সারারাত এখানে এভাবে কাটালেন

আমি/ তাতে কি আমি আমার বউয়ের পাশে রাত কাটালাম তাতে দোষের কি আছে

রিমি/ কি বলছেন আরেকবার বলুনতো

আমি/ বউ

রিমি/ আপনি না খুব সুন্দর করে মজা করতে পারেন

আমিতো এ বাড়ির কাজের মেয়ে বউ হলাম কখন

রিমির প্রশ্নের উত্তর আমার জানা নেই তাই মাথা নিচু করে চুপ করে রইলাম

রিমি/ আপনি হাতমুখ ধুয়ে আসুন আমি নাস্তা বানাচ্ছি

রিমিকে না বুঝতে পারলেও তার কথাটা বুঝতে পারছি

সে এখন আর আমার উপর বিশ্বাস রাখতে পারেনা

রিমি চলে গেলো আমি তার বিছানা শুয়ে রইলাম

একটু পরে রিমি এসে

রিমি/ এই যে আপনি আমার বিছানা কেন

আমি/ তোমার বিছানা
বলো আমাদের

রিমি/ সে অধিকার প্রথম রাতে হারিয়ে ফেলেছি

অপেক্ষা করুন শেষ পর্বের…..

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে