মেঘের ভেলায় চড়ে পর্ব-২৭

0
1097

#মেঘের_ভেলায়_চড়ে
#Part_27
#Ariyana_Nur

অন্ধকার একটা রুমে বসে একের পর এক সিগারেট ফুকে চলেছে ফাহাদ।হাতে থাকা সিগারেটে শেষ টান দিয়ে সিগারেটটা ফ্লোরে কার্পেট এর উপর ছুড়ে মারল।নাক মুখ দিয়ে ধোয়া ঊড়িয়ে দিয়ে কার্পেট এর দিকে তাকিয়ে রইল।কিছুক্ষনের মধ‍্যেই সিগারেট এর আগুন থেকে কার্পেটে আগুন ধরে কার্পেটটা পুড়তে লাগলো।ফাহাদ সেদিকে তাকিয়ে বিরবির করে বলতে লাগলো,

—সিগারেটের এই সামান‍্য আগুনের স্পর্সে কি সুন্দর কার্পেট টা নিজেকে পুড়িয়ে নিচ্ছে।আমার তীব্র ভালোবাসার আগুনে কেন তুমি নিজেকে পুড়াতে পারলে না পাখি?কেন তুমি আমায় হয়েও হলে না।আই হেট ইউ পাখি আই যাষ্ট হেট ইউ।আমি তোমায় আমায় খাচায় বন্দি করতে চেয়েছিলাম আর তুমি অন‍্যের খাচায় বন্দি হয়ে গেছো।মুক্তি চেয়েছিলে না যাও মুক্ত করে দিলাম।আর কখনো তোমার পথের কাটা হব না।ভালো থেকো পাখি।স্বামী,সন্তান নিয়ে খুব ভালো থেকো।

__________

রাই জামা-কাপড় ভাজ করছে।পাশেই ফাইজা বসে রাইকে কিছু বলার জন‍্য হাফসাফ করছে।কিন্তু জড়তা কাজ করার জন‍্য সে বলতে পারছে না।সে যেই কথাটা রাইকে বলতে চাচ্ছে কথাটা শোনার পর রাই কেমন রিয়েক্ট করবে?কথাটা শুনে কি রাই ফাইজাকে ভূল বুঝবে?একটা মিথ‍্যের জন‍্যই কি তাদের বন্ধুত্ব নষ্ট হয়ে যাবে?ভাবতেই ফাইজার সব কেমন তাল গোল পাকিয়ে যাচ্ছে।রাই নিজের হাতের কাজ করছে আর আর চোখে বার বার ফাইজাকে পর্যবেক্ষণ করছে।ফাইজা যে তাকে কিছু বলতে চাচ্ছে তা রাই ভালো করেই বুঝতে পারছে।তারপরেও সে আগ বাড়িয়ে ফাইজাকে কিছু জিগ্যেস না করে নিজের মত কাজ করে চলেছে।

ফাইজা বহু কষ্টে নিজের জড়তা কাটিয়ে মিনমিনে গলায় বলল,

—রাইজু!কখনো যদি জানতে পারিস আমি তোর থেকে কিছু গোপন করেছি বা তোর সম্পর্কে তোর আগোচরে মিথ‍্যে বলেছি তাহলে কি আমায় কখনো ক্ষমা করবি?

ফাইজার কথা শুনে রাই এর হাত থেমে গেলো।সে ফাইজার দিকে তীক্ষ্ম দৃষ্টি নিক্ষেপ করে বলল,

—হঠাৎ এসব কথা কেন বলছিস?কি লুকিয়েছিস তুই আমার থেকে আর কিই বা আমায় নিয়ে মিথ‍্যে বলেছিস যার জন‍্য তুই অনুতপ্ত হচ্ছিস?

ফাইজা মাথাটা নিচু করে করুন গলায় বলল,

—আমার মাফ করে দিস রাইজু।আমি অনেক বড় একটা কথা তোর থেকে লুকিয়েছি।জানি মাফ করতে পারবি না তার পরেও মাফ চাইছি।পারলে আমায় মাফ করে দিস।

—ভনিতা না করে বলবি কি হয়েছে?

ফাইজা মাথা নিচু রেখেই মিনমিনে গলায় সব বলতে লাগলো,

—প্রথম যেদিন তোকে এই বাসায় নিয়ে আসি তখন তুই সেন্সলেস ছিলি।কোন মতেই তোর জ্ঞান ফিরানো যায় নি।তিহানের পায়ের তেরোটা তো তুই বাজিয়ে দিয়েছিলি তাই বাধ‍্য হয়ে ভাইয়া তোকে কোলে নিয়ে বাসায় প্রবেশ করে।মা দরজা খুলতেই ভাইয়ার কোলে বিয়ের পোশাকে এক রমনীকে দেখে তার বউ ভেবে বসে নিজের মত একেকটা বলতে শুরু করে।মা যে ভাইয়াকে বড় বাবা কবল থেকে ঐ শাকচুন্নিকে গলায় ঝুলানো থেকে বাচানোর জন‍্য ওসব বলেছিলো তা পরে জানতে পারি।কথায় আছে না যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যে হয়।এমনিতেই আমরা সবাই তোকে নিয়ে টেনশনে ছিলাম।মায়ের কথায় যেন আমরা সবাই আকাশ থেকে পরি।মায়ের কথা শেষ হতে না হতেই বড় বাবা আমাদের দিকে ইচ্ছেমত প্রশ্ন ছুড়ে বসে।বড় বাবার প্রশ্নের মুখে পরেই আমাদের সকলের অবস্থা নাজেহাল হয়ে যায়।তার হাজারটা প্রশ্ন শুনে আমাদের সবার মাথাই ফাকা হয়ে যায়। প্রথমে আমরা একে একে সব সত‍্যিটাই বলি কিন্তু বড় বাবা তাতে মানেন না।তার এক কথাই সে তোর বাসায় ফোন করে তোর পরিবারকে জানাবে তুই আমাদের কাছে আছিস।তোর জ্ঞান ফিরলেই তোকে বুঝিয়ে সেখানে পাঠানোর ব‍্যবস্থা করবে।তুই না মানলে পুলিশে কম্পেইন করবে।বড় বাবার কথা শুনে সবার মাথা আরো হ‍্যাং হয়ে যার।হঠাৎ তিহান ফট করে বলে উঠে,বড় বাবা এতোক্ষন বিষয়টা ধামাচাপা দিয়ে রাখতে চেয়েছিলাম।পরে ভেবেছিলাম শান্ত মাথায় সবাইকে খুলে বলল।এখন দেখছি বিষয়টা না জানালেই নয়।একটা মেয়ে কি বিয়ের আসর থেকে শুধু বান্ধবীর কারনেই পালিয়ে আসে বল।ভাবি মানে রাই আর ভাইয়া একে অপরকে ভালোবাসে।ভাবি ভাইয়ার জন‍্যই তার বাসা থেকে বিয়ের দিন পালিয়ে ভাইয়ার কাছে চলে এসেছে।তিহান এর কথা শুনে সবাই তাজ্জব বনে গেলেও বড় বাবা সাথে সাথে তিহানকে ধমক দিয়ে বলেছিল,

—তুই তো এমনিই মিথ‍্যেবাদী।তুই বানিয়ে বানিয়ে কিছু একটা বললি আর আমি বিশ্বাস করবো?তীব্র!তিহান যা বলছে তা কি সব সত‍্যি?

সেদিন ভাইয়াও সবার সামনে বলে দিয়েছিল সে তোকে ভালোবাসে।ভাইয়ার কথায় আমি যেন কথা বলার ভাষাই হাড়িয়ে ফেলেছিলাম।আমার মতে সেদিনই ভাইয়া তোকে প্রথম দেখেছিলো।প্রথম দেখায় একটা মেয়েকে বাচাতে কি কেউ এতো বড় মিথ‍্যে বলে?পরে অবশ‍্য তিহানের কাছে জেনেছি ভাইয়া নাকি আমাদের বাসায় তোকে প্রথম দেখেই নাকি তোর প্রেমে উষ্টা খেয়ে পরেছিলো।

ফাইজার কথা শেষ হতে না হতেই রাই ফাইজার দিকে প্রশ্ন ছুড়ল,

—এখানে তোর দোষ কোথায়?তুই কি করেছিস?

ফাইজা মিনমিনে গলায় বলল,

—সেদিন আমায় ও জিগ‍্যেস করেছিলো ঘটনা সত‍্যি কিনা? আমিও সেদিন সবার হ‍্যা তে হ‍্যা মিলিয়ে মিথ‍্যে বলেছিলাম।ভাইয়াকে বিয়ে করতে তোকে মিথ‍্যে অজুহাত দিয়ে জোর করেছিলাম।এতোদিন কথাগুলো তোকে বলতে চেয়েছিলাম কিন্তু পারিনি।তোকে না জানিয়ে নিজেকে কেমন তোর কাছে অপরাধী মনে হচ্ছিলো।তাই তো আজ অনেক কষ্টে কথাগুলো তোকে জানালাম। আমায় ক্ষমা করে দিস রাইজু।

কথাগুলো বলতে বলতে ফাইজার চোখ ছলছল করে উঠল।টুপ করেই চোখ দিয়ে জল গড়িয়ে পরল।রাই ফাইজার মাথা উচু করে চোখের জল মুখে দিয়ে বলল,

—ভূল তো করেছিস।মস্ত বড় ভূল করেছিস আমার মত পাজি মেয়েকে নিজের জা বানিয়ে।শাস্তি তো তোকে পেতেই হবে।তোর শাস্তি হল🤔শাস্তি সরুপ আজীবন আমার জ্বালাতন সহ‍্য করতে হবে।পারবি তো আমার জ্বালাতন সহ‍্য করতে?আমি কিন্তু অনেক জালাবো?চলবে?

রাই এর কথা শুনে মুহূর্তে ফাইজার মুখে হাসির ঝিলিক চলে এল।ফাইজা খুশিতে রাইকে জড়িয়ে বলে উঠল,

—চলবে না মানে দৌড়াবে।

__________

গাড়িতে চড়ে এয়ারপোর্ট এর দিকে যাচ্ছে দিশা।গাড়ির জানালা দিয়ে বাহিরের দিকে তাকিয়ে শেষ বারের মত নিজের দেশের রাস্তাঘাট নিজের দেশের হাওয়া শরীরে লাগিয়ে নিচ্ছে।এবার সে ঠিক করেই নিয়েছে যাই হয়ে যাক না কেন দেশের মাটিতে আর কখনো পা দিবে না।কেনই বা দেশে ফিরবে সে?যেখানে তার বাবা,মা থাকতেও আজ নেই।যেই ভালোবাসার মানুষের জন‍্য এতো কিছু করল নিজের কলিজার টুকরা বোনকে পযর্ন্ত আঘাত করল সেও আজ তার হল না।রাই সব শুনে তাকে মাফ করে দিলেও সে নিজেকে কিছুতেই মাফ করতে পারছে না।নিজের প্রতি এখন নিজের ঘৃণা কাজ করছে?কি করে পারলো সে ফাহাদ এর মত একটা মানসিক রুগি, সাইকোকে ভালোবাসতে।যার নাকি মা সমান ফুফুকেও কষ্ট দিতে তার বুক কাপেনি সে কিভাবে অন‍্যের কষ্ট বুঝবে?যেই ফুপু নিজের দু’ হাতে ছোট থেকে তাকে আদর সোহাগ দিয়ে মানুষ করেছে সেই ফুফুর হাত কেটেছে,হাত পুড়ে দিয়েছে তাতেও যেন তার শান্তি হয়নি।নিজের মনের প্রতিশোধের জ্বালা মিটাতে তাকে উপর থেকে নিচে ধাক্কা দিয়ে ফেলে আধমরা করে বেডে শুইয়ে রেখেছে।মনজুর মা যে রাইকে পালাতে সাহায্য করেছে তার জন‍্য কঠিন শাস্তি ঠিক করে রেখেছিলো।কিন্তু তাকে ফাহাদ এর হাত থেকে বাচাতে জীবত অবস্থায় সবার কাছে মৃত বানিয়ে রাখতে হচ্ছে।যাকে সে পাগলের মত ভালোবাসে বলে মুখে ফেনা তুলে ফেলে তাকেও কষ্ট দিতে পিছ পা হয় না।সব ভাবতেই দিশার বুক চিড়ে দীর্ঘ নিশ্বাস বের হয়ে এল। এয়ারপোর্ট এর সামনে গাড়ি থামতেই দিশা মনের মধ‍্যে পাথর বেধে নিজেকে শক্ত করে নিল।সে আর কোন পিছুটান রাখবে না।নতুন দেশে নতুন করে সব শুরু করবে।জানে কিছুটা কষ্ট হবে তারপরেও সে এবার আর হাড় মানবে না।প্লেন আকাশের বুকে ঊড়ে অন‍্য দেশে পাড়ি দিতেই দিশার চোখ থেকে এক ফোটা জল গড়িয়ে পরল।সাথে সাথেই দিশা চোখ মুখে নিল।রাখবে না সে আর কোন পিছুটান কাদবে সে আর কোন হৃদয়হীন মানুষের জন‍্য।যে মানুষটা মানুষের কাতারেই পরে না তাকে ভালোবেসে কান্না করা বোকামি ছাড়া আর কিছুই না।এতোদিন অনেক বোকামি করেছে সে।মরিচিকার পিছনে ছুটেছে আর কোন মরিচিকার পিছনে ছুটবে না সে।

#চলবে,

(বানান ভূলগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন?ধন‍্যবাদ)

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে