মৃত মানুষ

0
2198
আ‌মি কিছু মৃত মানুষ দে‌খে‌ছি যারা জী‌বি‌তের মত নিঃশ্বাস নেয় তারা দি‌ব্যি হেঁ‌টে বেড়ায় আ‌মি কিছু মৃত মানুষ দে‌খে‌ছি
যারা জল টলমল চোখেও হা‌সে যারা জী‌বি‌তের মত কথা ব‌লে আর্তনাদগু‌লো চাপা প‌ড়ে বু‌কের পাঁজ‌রে আমি কিছু মৃত ম‌ানুষ দে‌খে‌ছি তা‌দের প্রানবায়ু অ‌ক্সি‌জেন নয়
প্রঃশ্বা‌সে টে‌নে নেয় প্রতারনার বিষ বাষ্প যারা নিঃশ্বা‌সের বদ‌লে ফে‌লে দীর্ঘশ্বাস তা‌তে এক অনুও কার্বন ডাই অক্সাইড নেই আ‌ছে পোড়া স্বপ্ন, ভে‌ঙে যাওয়া বিশ্বাস আ‌মি কিছু মৃত মানুষ দে‌খে‌ছি যারা রা‌তের আঁধা‌রে মি‌শে যায় সম‌র্পিত কা‌লো ধোঁয়ায়
আ‌মি কিছু মৃত মানুষ দে‌খে‌ছি আমার চারপা‌শে যারা জীবন নাট‌কের শেষ অঙ্ক মঞ্চস্থ হওয়ার অ‌পেক্ষায়..

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে