মৃত ভ্রূণ – কলমে-আব্দুল_রহিম

0
489

#গল্পপোকা_লিখন_কবিতা_প্রতিযোগিতা
শিরোনাম -মৃত ভ্রূণ
কলমে-আব্দুল_রহিম
তারিখ-০৬/০৯/২০২০
———————————-
যৌবনের অতৃপ্ত রসে তৃপ্তি পেতে মাতলে তুমি পাঁচ মিনিটের আবেগে, স্বাধীনতার মানচিত্রে পারধীনতার আঁচ না লাগাতে ছুঁড়ে দিলে মোরে।।

সকাল হতে না হতে মুখে রুমাল ধরে কত মানুষ ভিড় করে, অট্টহাসি হেসে কটুক্তির ছলে
মুখ বাঁকিয়ে কতজন না গেল জ্ঞানের কথা বলে
কিন্তু রাত্রি হলে আবার তারাই নেবে হাতে কসাইয়ের মানদণ্ড তুলে ।।

প্রেমিকার প্রমাণ দিতে নিজ সতীত্ব দিলে বিসর্জন,নারী হয়েও নারীজাতি”কে করলে তুমি উলঙ্গ, শাক দিয়ে মাছ ঢাকতে হাজার মায়ের কপালে দিলে কলঙ্কের আঁচ টেনে, এই তো তুমি প্রেমী।।

হে জনম দুখিনী মা তুমি কেন হলে পাপী, কেন হলে খুনি,তার মাসুল কিন্তু মৃত‍্যুর পরেও আমি গুনি
মানুষ একহাতে করে অতৃপ্ত প্রেমের মুক্তির পূজা
আর এক হাতে করে প্রাণ হত‍্যা,এই বুঝি মানব ধর্ম,এই বুঝি মানব ধর্মের স্বার্থকতা,।।

আমি লাল রক্ত জর্জরিত মৃত হৃৎপিণ্ড, আমি পাপী আমার রক্ত মিথ‍্যা
তবু বলি হে মানবজাতি জাগ্রত করো মানবতা
আমি ফুটপাতে, ডাস্টবিনে,পড়ে থাকা পাপের ফসল,আমি মৃত ভ্রূণ।।
—————————————
©পলাশী,নদীয়া,পাঁচখেলা,পশ্চিমবঙ্গ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে