মধ্যবিত্ত

0
997

মধ্যবিত্ত
আশা

মাস শেষে টিউশনির ক’টা টাকা আমার কাছে আকাশের চাঁদ পাওয়ার মতো।
কারণ আমি মধ্যবিত্ত।

আমাতে জড়িত বাঁচার অবলম্বনের মতো আরও অনেক হেতু।
বাবার ওষুধ,ছোট বোনের আবদার,মায়ের সেলাই মেশিনের সুতো আরও নানান জিনিস আমার মস্তিষ্কে থাকে স্তূপাকৃত।
কারণ আমি মধ্যবিত্ত।

বন্ধুদের আড্ডার মজলিসে,
চিন্তা আর হতাশার মাঝেও মিথ্যে হাসি থাকে আমার ঠোঁটের কোণে ঝুলন্ত।
কারণ আমি মধ্যবিত্ত।

ভার্সিটির ছুটির নোটিশটা আমার মুখের প্রাণ খোলা হাসি।
হোস্টেলে থাকতে হবে না এই ভেবে,বেঁচে গেলো কিছু টাকা অন্তত।
কারণ আমি মধ্যবিত্ত।

মানিব্যাগে পড়ে থাকা চকচকে পঞ্চাশ টাকার নোটের দিকে তাকিয়ে থেকে,পায়ে হেঁটে গন্তব্যে পৌঁছানো।
এই চিন্তা করে,দিবে আমাকে অন্তত একবেলার অন্ন।
কারণ আমি মধ্যবিত্ত।

বন্ধুদের ভ্রমনের তালিকায় আমার নামটাও থাকে।
কিন্তুু ঠোঁটের কোণে শুকনো হাসি রেখে আমাকে বলতে হয়-
ভালো লাগছে না রে যেতে।আমার নামটা বাদ দিয়ে দে তো।
কারণ আমি মধ্যবিত্ত।

রাতের অন্ধকারে আমিও কিছু রঙিন স্বপ্ন বুনন করি।
এই আমিই আবার কাকা ডাকা ভোরে স্বপ্ন গুলোকে জলাঞ্জলি দিয়ে,
বাস্তবতাকে মেনে নেই অনবরত।
কারণ আমি মধ্যবিত্ত।

আমি মধ্যবিত্ত
কবির কবিতার কঠিন শব্দ।
আমি মধ্যবিত্ত
লেখকের অসংখ্য উপন্যাস আর গল্প।
আমি মধ্যবিত্ত
আমার আড়ালের বাস্তব গল্পটা বোঝা নয় সহজ অত।

তারিখঃ১৮-০৩-২০২০ইং

এখনই জয়েন করুন আমাদের গল্প পোকা ফেসবুক গ্রুপে।
আর নিজের লেখা গল্প- কবিতা -পোস্ট করে অথবা অন্যের লেখা পড়ে গঠনমূলক সমালোচনা করে প্রতি সাপ্তাহে জিতে নিন বই সামগ্রী উপহার।
শুধুমাত্র আপনার লেখা মানসম্মত গল্প/কবিতাগুলোই আমাদের ওয়েবসাইটে প্রকাশিত হবে। এবং সেই সাথে আপনাদের জন্য থাকছে আকর্ষণীয় পুরষ্কার।

▶ লেখকদের জন্য পুরষ্কার-৪০০৳ থেকে ৫০০৳ মূল্যের একটি বই
▶ পাঠকদের জন্য পুরস্কার -২০০৳ থেকে ৩০০৳ মূল্যের একটি বই
আমাদের গল্পপোকা ফেসবুক গ্রুপের লিংক:
https://www.facebook.com/groups/golpopoka/

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে