ভুতের প্রেম। পর্ব:১

0
2212

ভুতের প্রেম। পর্ব:১
আজ নতুন বাসায় উঠালাম।।সব কিছু গুছিয়ে রাখতে
রাখতে রাত হয়ে যায় তাই বাসার মালিকদের কারো
সাথে কথা বলার সুজগ পাই নি।।
রাত ১১ টার দিকে ছাদে বসে বসে বাশি বাজাচ্ছি।।
অনেক ক্ষন পর একটি মধুর কন্ঠ সুনতে পাই।।।
কথাটা হলো বাহ খুভ সুন্দর বাশি বাজাতে পারেন
তো।।
ধন্যবাদ জানাই উনাকে।।।
উনি একজন মেয়ে ছিলেন।।।
আমিঃনাম কি আপনার?
মেয়েঃ প্রিয়া। আপনার?
আমিঃ আমি বিজয়।
আপনিও কি এই বাসায় ভাড়া উঠছেন।।
প্রিয়াঃ না বাসাটা আমাদের ই।
আমি ঃ ও।।।
আর কিছু বলার আগেই মা ডাক দিলো খাবার খাওয়ার
জন্ন্য।।।
তো আমি বায় বলে চলে আসলাম।।
পরের দিন বাড়ি ওয়ালার পরিবারের সাথে কথা বল্লাম
সাথে মেয়েটিও ছিলো কিন্তু উনি কোনো কথা
বলেন নাই।।।।।
রাতে বসে আছি আকাশের দিকে তাকিয়ে
হটাৎ সেই কন্ঠ কি দেখেন।।।
আমিঃ চাদ টাকে দেখি।।কি সুন্দর।।পুরো আপনার
মত।।।

এই কথা বলার পর প্রিয়া বল্ল্য তাই বুজি এইটা বলে
একটা হাশি দিলো।। হাসিটা অনেক সুন্দর ছিলো আমি
অই প্রথম কোনো মেয়ের হাসির উপরে ক্রাশ
খেলাম।।।।
আমিঃআপনার বফ আছে।।।
প্রিয়াঃ জি না! কেনো বলুন তো।।।
আমিঃ প্রেম করার জন্ন্য।।
প্রিয়াঃ কি বলেন?
আমিঃহ্যা।।।
আবার মায়ের ডাক তাই সেই দিন ও চলে গেলাম বায়
বলে।।।।
পরের দিন ছাদে বসে বসে ফেভু তে আমার
একটা মেয়ে বন্ধুর সাথে কথা বলছি।।।।
কথা গুলো এমন ছিলো।।।
হায়ঃ(warisha আমার বান্ধবি)
হ্যালো।।
কি করো জানু।।।
কিছু না বাবু।।।
খাইছো বাবু(ওরিশা)
না জানু, তুমি!
তোমারে ফেলে আমি খেতে পারি (আমি আর ও
এম্নি করেই কথা বলি =ওরিশা আমার বেস্ট ফ্রেন্ড
তাই এইভাবেই সব সময় কথা বলি।।।।
তারপর ও বলে কি করে আমার বাবুটা।।রিপ্লাই দিতে
যাবো তখন ই ঠাস করে একটা আওয়াজ সুনতে
পেলাম।
আমার গালে হালকা বেথা অনুভব করলাম মানে থাপ্পর
টা আমার গালেই পরছে।।
কিন্তু দারিয়ে দেখি দেখি প্রিয়া আমারে থাপ্পর
মারছে তারপর ও যা বল্ল্য আমি তো
কিছুই বুজতে পারলাম না….
চলবে

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে