#ভালোবাসি_তোমায়
#A_mysterious_love_story
#ইরিন_নাজ
#পর্ব_১৬
আজ নিজের বাড়িতে চলে যাবে ফাইয়াজ। ফাইয়াজ এর বাবা মিস্টার ফরিদ আজ সকালেই হুরদের বাড়িতে হাজির হয়েছেন। তিন দিন আগেই নিজের সকল কাজ সম্পন্ন করে দেশে চলে এসেছেন তিনি। ছেলেকে ছাড়া মন টিকছিলো না ফরিদ সাহেবের।
ফরিদ সাহেব হুট করে আসায় কিছুই গোছগাছ হয়ে ওঠে নি ফাইয়াজ এর। তাই এখন সব গোছগাছ করছে সে। মিসেস হেনা তাকে সাহায্য করছে আর মাঝে মাঝে কেঁ’দে ফেলছে যেনো তার ছেলে তার থেকে দূরে চলে যাচ্ছে।
সারা বাড়িতে যেনো আজ শো’কের ছায়া নেমেছে। সবাই মনম’রা হয়ে আছে। লিয়াও সকাল থেকে হুরদের বাড়িতে আছে। হুর আর লিয়া আজ ভার্সিটি তে যায় নি। ফাইয়াজ আর ফরিদ সাহেব দুপুরের খাওয়ার পরই চলে যাবেন।
মিসেস হেনা রান্নার কাজে রান্নাঘরে যাওয়ার জন্য বের হতেই হুর ধীর পায়ে ফাইয়াজ এর রুমে প্রবেশ করলো। ফাইয়াজ নিজ কাজে মগ্ন। হুর নিজের হাত মোচড়াতে লাগলো।
-“কিছু বলবে মিস হুর! ”
হুট করে ফাইয়াজ এর কণ্ঠ শুনে চমকে উঠলো হুর। বুঁকের ভেতর টা কেঁ’পে উঠলো। আজ কতটা দিন পর ফাইয়াজ তার সাথে কথা বললো! হুরের গলা টা ধরে এসেছে। অনেক কিছু বলতে চাইছে সে কিন্তু কথা গুলো যেনো বেরোতে চাইছে না। হুর কাঁ’পা কাঁ’পা স্বরে অনেক ক’ষ্টে বলে উঠলো ,
-“আ,,, আবার কবে আসবেন! ”
ফাইয়াজ হুরের কথা শুনে উদাস ভঙ্গিতে বললো,
-“কেনো! আবার কবে আসবো তা জানতে চাইছো যে! আমি চলে গেলেই তো বরং ভালো হয়। আপদ দূর হবে তোমার বাড়ি থেকে। আমার মতো বিরক্তিকর, খারাপ মানুষ কে সহ্য করতে হবে না। তাইনা! ”
ফাইয়াজ এর কথা শুনে হুরের চোখ জলে ভরে উঠলো। যেকোনো সময় চোখ ফে’টে জল গড়াবে বুঝতে পেরে হুর দ্রুত ফাইয়াজ এর রুম থেকে বেরোতে নিলো। কিন্তু পিছন থেকে হাতে টান পড়ায় থেমে গেলো হুর। অশ্রুশিক্ত চোঁখে পিছনে তাকাতেই দেখতে পেলো ফাইয়াজ তার হাত ধরে আছে। কিছু বুঝে ওঠার আগেই ফাইয়াজ হেঁচকা টানে হুর কে নিজের খুব কাছে নিয়ে আসলো। নিজেকে ফাইয়াজ এর বুকে আবিষ্কার করে ধীরে ধীরে ফাইয়াজ এর মুখের দিকে ঝাঁপসা দৃষ্টি মেলে তাকালো হুর। তার দৃষ্টিতে বিরাজ করছে অবাক ভাব।
ফাইয়াজ হুরের কপালে লেপ্টে থাকা ছোট ছোট চুলগুলো কানের পিছনে গুঁজে দিতেই কেঁ’পে উঠলো হুর।
-“ফা,,, ফাইয়াজ ভাইয়া কি করছেন! দূরে যান প্লিজজ! কেউ এসে যেতে পারে যেকোনো সময়। সর্ব’নাশ হয়ে যাবে কেউ দেখে ফেললে। আমাকে ছাড়ুন প্লিজ। ”
হুর নিজেকে ছাড়ানোর চেষ্টা করতেই ফাইয়াজ হুরের কোমর আরেকটু শক্ত করে চেপে ধরলো। মুখটা কে হুরের মুখের আরেকটু কাছে নিতেই চোখ মুখ খিচে বন্ধ করে ফেললো হুর। দুইজনের নাক ছুঁই ছুঁই করছে। ফাইয়াজ এর প্রতিটা নিঃশ্বাস মুখে আ’ছড়ে পড়ায় কেঁপে কেঁপে উঠছে হুর। তার এখন মনে হচ্ছে এই রুমে আসা টাই ভুল ছিলো। হুরের চিন্তার মাঝে ফাইয়াজ স্লো ভয়েসে বলে উঠলো,
-“Look at me Hur…. ”
হুর নিজের চোখ আরও শক্ত করে বন্ধ করে ফেললো। ভ’য়ে আর অস্বস্তিতে অসম্ভব হারে কাঁপছে হুরের বুক। হার্টবিট এতো জোরে চলছে যে মনে হচ্ছে যেকোনো সময় ম’রে টোরে যাবে। একেতো ফাইয়াজ এর এতোটা কাছে থাকায় আর দ্বিতীয়ত যেকোনো সময় কেউ চলে আসতে পারে এই ভ’য়ে সারা দেহে কাঁ’পুনি দিচ্ছে হুরের।
-“কি হলো তাকাও আমার দিকে! ”
হুর বুঝতে পারলো আজ কথা না শেষ করে ফাইয়াজ তাকে ছাড়বে না। তাই পিটপিট করে চোখ মেললো। কিন্তু ফাইয়াজ কে এতোটা নিকটে আবিষ্কার করে ভ’ড়কে গেলো হুর। ভ’য়ার্ত দৃষ্টিতে একবার ফাইয়াজ এর দিকে আর একবার দরজার দিকে তাকাতে লাগলো হুর। হুরের অবস্থা দেখে হালকা হাসলো ফাইয়াজ। আগের মতো স্লো ভয়েসে বললো,
-“এতো ভ’য় পাচ্ছ কেনো হুর! আমাদের এভাবে দেখে ফেললে বেশি আর কি হবে ; হয়তো আমাদের ধরে বিয়ে দিয়ে দিবে। ”
হুর চোখ বড়ো বড়ো করে ফাইয়াজ এর দিকে তাকালো। ফাইয়াজ পুনরায় বললো,
-“আর জিজ্ঞেস করলে না আবার কবে আসবো! ধরে নাও আমি সবসময় তোমার সাথেই থাকবো ঠিক ছায়ার মতো। ”
কথা শেষ করে হুট করে হুর কে জড়িয়ে ধরলো ফাইয়াজ। হুরের চুলে নাক ডুবিয়ে বললো,
-“জানি তোমাকে এভাবে ধরার কোনো অধিকার আমার নেই। কিন্তু কেনো যেনো আজ খুব করে তোমাকে জড়িয়ে ধরতে ইচ্ছে হলো। তাই ইচ্ছে টাকে দমিয়ে রাখতে পারলাম না। ”
এক মিনিট গড়ালো, দু মিনিট গড়ালো , তিন মিনিটের মাথায় যেভাবে হঠাৎ করে হুর কে জড়িয়ে ধরেছিলো ঠিক সেভাবেই ছেড়ে দিয়ে রুম থেকে বেরিয়ে গেলো ফাইয়াজ। হুর এখনো হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। সে যেনো নড়াচড়া ভুলে গেছে। হুশ ফিরতেই দ্রুত রুম থেকে বেরিয়ে গেলো হুর।
———————————
কিছুক্ষন আগেই লাঞ্চ করা শেষ হয়েছে সবার। যদিও আজকে কারোরই খাওয়াতে মন ছিলো না। সবাই জোর করে একটু একটু কোনোরকম খেয়ে উঠে গেছে। মন ভালো না থাকলে কি আর খাবার মুখে রুচে!
ফাইয়াজ এর সব মা’লপত্র গাড়িতে ওঠানো হচ্ছে। ফাইয়াজ একে একে সবার কাছ থেকে বিদায় নিচ্ছে। হাসান সাহেব ফাইয়াজ এর মাথায় হাত বুলিয়ে অনেক দোয়া দিলেন। মিসেস হেনার কাছে আসতেই ফাইয়াজ কে জড়িয়ে ধরে হা’উ’মা’উ করে কেঁ’দে দিলেন তিনি। অল্পতেই সবাইকে আপন করে ফেলেন তিনি। আর এই ছেলে টাকে তো নিজের ছেলের আসনে বসিয়েছিলেন। ফাইয়াজ মিসেস হেনা কে জড়িয়ে ধরে তার মাথায় হাত রেখে বললো,
-“মামুনী তুমি এভাবে কাঁ’দছো কেনো! আমি কি সব সময়ের জন্য চলে যাচ্ছি নাকি! আমি রেগুলার আসবো তো আমার cute মামুনী টার সাথে দেখা করতে। এখন একটু হাসো দেখি! আর আমাকে অনেক অনেক দোয়া করে দাও। তুমি এভাবে কাঁ’দতে থাকলে আমি যাবো কি করে! ”
মিসেস হেনা ফাইয়াজ এর মাথায় হাত বুলিয়ে বললেন,
-“অনেক অনেক দোয়া করি বাবা। সবসময় ভালো থাক। জীবনে যা চাস তাই যেনো পাস। তোর সকল ইচ্ছা পূর্ণ হোক। আর এই মা কে মনে রাখিস। ভুলে যাস না যেনো! ”
-“না মামুনী জান থাকতে এই ফাইয়াজ তোমাকে ভুলবে না কথা দিলাম। ”
ফাইয়াজ এবার হৃদ আর লিয়ার সামনে গেলো। দুইজনের হাত নিজের মুঠোয় নিয়ে বললো,
-“ছোটবেলা থেকে অনেক একা ছিলাম। ভাই-বোন ছিলো না আমার। আমার অনেক শখ ছিলো ভাই বোনের। তোমাদের দিয়ে আমার সেই শখ পূর্ণ হয়েছে। আমি একটা দুষ্টু ভাই আর একটা মিষ্টি বোন পেয়েছি। থাকবে তো সবসময় আমার ভাই বোন হয়ে! মনে রাখবে তো এই ভাই কে! ”
লিয়া আর হৃদ একত্রে ফাইয়াজ কে জড়িয়ে ধরে বললো,
-“সবসময় তোমার ভাই বোন হয়ে থাকবো। সবসময় তোমাকে হৃদয়ের মাঝে রাখবো। তুমি আমাদের জীবনে বড়ো ভাইয়ের অভাব দূর করেছো। যেই স্থান তোমাকে দিয়েছি তা অন্য কাউকে দেয়া সম্ভব না ভাইয়া। প্রমিস করো আমাদের সাথে দেখা করতে আসবে! ”
-“প্রমিস করলাম। ”
মিষ্টি হেসে বললো ফাইয়াজ। হুর এক কোনে দাঁড়িয়ে সবটা দেখছে। তার আঁখিদ্বয় জলে ভরে উঠেছে। সবাই ফাইয়াজ কে নিয়ে বেরিয়ে গেলো গাড়ি পর্যন্ত পৌঁছে দেয়ার জন্য। হুরের ভীষণ অভিমান হলো। ফাইয়াজ সবার সাথে কথা বললো আর তার দিকে ফিরেও তাকালো না।
হুরের ভীষণ কা’ন্না পাচ্ছে। ফ্লোরের দিকে তাকিয়ে ঠোঁট কা’মড়ে কা’ন্না আটকানোর বৃথা চেষ্টা করতে লাগলো হুর। কেনো যেনো তার খুব ক’ষ্ট হচ্ছে।
-“আসি মিস রা’ক্ষসী। ভালো থেকো। নিজের খেয়াল রেখো। ”
হুট করে ফাইয়াজ এর আওয়াজ শুনে চমকে তাকালো হুর। ফাইয়াজ মিষ্টি হেসে তার সামনে দাঁড়িয়ে আছে। হুর অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলো ফাইয়াজ এর পানে। ফাইয়াজ যে আবার এসেছে তার বিশ্বাস হচ্ছে না। ফাইয়াজ এর কথাগুলো মস্তিষ্কে পৌঁছাতেই মৃদু হাসির রেখা দেখা দিলো হুরের ঠোঁটে।
ফাইয়াজ হুরের মুখে হালকা করে ফুঁ দিয়ে বললো,
-“তোমাকে কিন্তু এই রূপে চমৎকার লাগছে মিস রা’ক্ষসী। ঠোঁটে হাসি, চোখে জল।”
হুরের হাসি প্রসারিত হলো ফাইয়াজ এর কথা শুনে। ফাইয়াজ আবারও বলে উঠলো,
-“কি হলো কিছু তো বলো! আমি তোমাকে বিদায় জানাতে সবাইকে বলে আসলাম যে আমার ইম্পরট্যান্ট একটা ফাইল ছুটে গেছে। আর তুমি তো দেখি কিছুই বলছো না!”
হুর ঠোঁটে মিষ্টি হাসি ঝুলিয়ে বললো,
-“ভালো থাকবেন। শীঘ্রই আবার দেখা হবে। ”
ফাইয়াজ হুরের চুল এলোমেলো করে দিয়ে বললো,
-“তা তুমি না বললেও হবে চিন্তা করো না। ”
ফাইয়াজ আর এক সেকেন্ড ও দাঁড়ালো না। সোজা বের হয়ে চলে গেলো। হুর ফাইয়াজ এর কথার মানে না বুঝলেও তার কাণ্ড দেখে হেসে ফেললো। চোঁখের জল মুছে জানালা দিয়ে ফাইয়াজ দের গাড়ির চলে যাওয়া দেখতে লাগলো, যতক্ষণ দেখা যায়।
চলবে?