ভালোবাসা যত্ন করে পোড়ায় ,লেখা:ফারজানা সুবা

0
661

#গল্পপোকা_কবিতা_লিখন_প্রতিযোগিতা

কবিতা:ভালোবাসা যত্ন করে পোড়ায়
লেখা:ফারজানা সুবা

এই যে তুমি পাশে-
খুব কাছাকাছি খুব কাছে!

জানো কি,হৃদপিন্ডটা প্রতি রাতে স্বপ্নে খুন হয়!
কতবার কাল্পনিক পোস্টমর্টেম হয়।
প্রতিবার একই রিপোর্ট-
ভালোবেসে পুড়ছে হৃদয়।

পুড়ে পুড়ে নাইন্টি ফাইভ পার্সেন্টে
এসে ঠেকেছে।
বাকি ফাইভ পার্সেন্ট এখনো কাতরাচ্ছে ভীষণ কাতরাচ্ছে,
ভালোবাসা পাবার আশায় ছটফট করছে।

মৃত হৃদয় নিঃশব্দে থেকে থেকে সে কি আর্তনাদের সুরে বলে উঠছে,
ভালোবাসা ভালোবেসে থেকে গেলেও পারতে!

হৃদয় পোড়া বিচ্ছিরি গন্ধ!
ন্যাপথালিন দিয়ে সরাতে যাই।
হঠাৎ আঁতকে উঠি!নিঃশ্বাসের গতি তীব্র থেকে তীব্রতর হয়।

স্বপ্ন নয় বাস্তবে চেয়ে দেখি-
ভালোবাসা যত্ন করে পোড়ায়।
হৃদপিণ্ডটা পুড়ছে!ভালোবাসা ভালোবেসে ভীষণ যত্ন করে পোড়াচ্ছে,
এখনি ছাই হয়ে মিলে যাবে হাওয়ায়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে