সাদাকালো, রঙিন জীবনে
মন জরিয়েছি কতশত পথে!
কোথাও অশ্রু,কোথাও আনন্দের জোয়ার,
নিজেকে ভাসিয়েছি সমুদ্রের তীরে।
কখনও আবার বিষণ্ণ মনে,
রাত জেগেছি হারানোর ভয়ে!
কেউতো এসে চেয়ে দেখল না আমায়,
একাকী জীবন, মরিচিকা ভেবে।
বয়সের তালে,সময়ের চাদরে
বারবার গিয়েছি আমি পরাজিত হয়ে।
নিরাশ হ্নদয়ে যুগের কবলে,
হারিয়েছি আমি বসন্তের দুয়ারে
কণিকের আবাসে এক রমণী এলে!
মন ভাসিয়ে দিতাম টলমলে নগরে।
সকাল-সন্ধা বা কুসুম দুপুরে
হেঁটে বেড়াতাম রমণীর শহরে।
কখনও দেখেছি,কখনও কেঁদেছি
মন মাতোয়ারা একলা নগরে,
কতশত রাত জেগেছি আমি
রমণীর দেখা পাবো বলে!
আশার বাসা বেঁধে তবুও,
মন ভুলা পথে একলা চলি,
কবে পাবো দেখা,মনে লাগে ব্যাথা
একলা জীবনে বসুন্ধরা লাগে ফাঁকা।
লেখক:রাকিবুল হাসান,
হ্নদপিন্ডের অনুবাদক।