#কবিতা_লিখন_প্রতিযোগিতা
কবিতার নামঃ ভালবাসা
কবিতা রচনাকারীঃ ওয়ালেদ মাহমুদ
কখনো আমার হৃদয় হাসেনি
কখনো জ্যোসনা বিলাস মাখেনি
যতদিন না কড়া নেড়ে তুমি
জানিয়ে দিলে অনুভবে আমি।
অনন্ত ভালবাসা তোমারই জন্য
গ্রহণে তৃপ্ত করো, হবো আমি ধন্য।
প্রতিটি নিঃশ্বাসে, বিশ্বাসী হবো আমি
সুখসারি লেখা হবে অনাবিল, পাশে তুমি।
বসন্ত বাতাসের মাতাল হাওয়া
শরতের নীলে মিশে তোমায় পাওয়া
নিশ্চিত খুঁজেছি সারসের গানে
চারিদিকে তুমি তাই ভালবাসা প্রাণে।
চলো ছুটি মন খুলে প্রাণ ভোরে হাসি
আমাদের আগামী আমরাই আঁকি।
রংধনু সাতরঙে আস্তার জাল বুনি
আমিতেই আমরা বিশ্বাসী সুখধ্বনি।