বেইমানীvsলাভ পার্ট_৮

0
2866

বেইমানীvsলাভ পার্ট_৮
#জামিয়া_পারভীন

সবাই গোরস্থান থেকে ফিরে আসে, সৌরভ এসে দেখে রুমেসা আগের মতো ই মেঝেতে পাথর হয়ে বসে আছে, চোখে পানি নাই আর।??
সে তার আম্মাকে ডাকে, আম্মা আসার পর বলে

…. তুমি তো কাজের লোক পাওনা রান্না করার জন্য, অন্য কারো হাতে খাও ও না, নিজেও পারোনা। ও এই বাসাতেই থাকুক।??

…. কিন্তু বাবা,,,,?

…. কোন কিন্তু নাই ও এখানেই থাকবে,
কারণ সৌরভ জানে ওর যাওয়ার যায়গা নাই। ??

এরপর রুমেসাকে ঘরে যেতে বলে, কিন্তু রুমেসার কোনই জ্ঞান নাই??, ধাক্কা দিতেই পড়ে যায় ।
বেশী শোকে পাথর হয়ে গেছে ??

এতে সৌরভ কারো দিকে খেয়াল না করেই কোলে তুলে নিয়ে দোতালায় ওর ঘরে শুইয়ে দিয়ে আসে। ??

সে জানে বুঝে কিন্তু তাও তখন অপমান করেছে ??

রুমেসা কিছুটা সুস্থ হয় কিছুদিন এ, সে সব কাজ করেনা, শুধু তিন বেলা রান্না করাই ওর কাজ।??
আম্মা ওকে সাদা শাড়ি এনে দিয়েছে, রুমেসা এখন পুরোই বিধবা সেজে থাকে।

সৌরভ ও তেমন রুমেসার সাথে কথা বলেনা?, রুমেসাও কারো সাথে তেমন কথা বলে না?। কাজ যত টুকু করার করে দেয়, আর আবির ও নাই কাছে। বড় একা হয়ে গেছে সে, এভাবে ই মাস পার হয়ে যায় । ??

সৌরভ এখন বাইরে গিয়ে বিজনেস দেখাশুনো করে, অনেক কাজ তেমন সময় ই পায় না সে। কিছুদিন পর
সৌরভ রুমেসার ঘরে যায় ,

…. কি করছো ?
…. বলেন ?
…. ভাই এর মৃত্যুর পর আমার রাগ হয়ে তোমায় অনেক অপমান করেছি,?? মাফ করে দিও?

…. না ঠিক আছে, কি বলবেন সেটা বলেন।

…. আসলে ব্যবসা সংক্রান্ত বিষয়, তুমি কিছু বুঝবে না।??

ভাইয়ের অংশ তোমার নামে হয়ে গেছে, এখানে কিছু কাগজ আছে তোমার সাইন লাগবে। ??

…. আচ্ছা দেন করে দিচ্ছি। ??

রুমেসা পড়েও দেখেনি সে কিসে সাইন করেছে ??
আবারো সেইম ভুল করে বসে বিশ্বাস করে।

রুমেসা বলে….
…. একটা কথা বলি??

…. কি বলো ( মনে মনে খুব খুশি) ??

…. আবির কে এনে দেয়া যায় না, খুব একা লাগে।??

…. আজ থেকে আর একা লাগবেনা ডার্লিং।??

…. কি যা তা বলছেন এইসব। ??

…. যা তা নয় বোকা, পরে বুঝবে।

তখন রুম থেকে বের হয়ে যায় সৌরভ।

রাত্রে রুমেসা দরজা অফ করে শুয়ে আছে ?
সৌরভ নক করে, খুলতেই সৌরভ ভিতর থেকে লাগিয়ে দেয়।

…. কি করছেন কি আপনি। ?

…. বেশী কথা বলো না, তোমার সাথে থাকবো।?

…. আপনি কি পাগল হয়ে গেছেন??, এখুনি বের হয়ে যান ??

…. আপনি করে কথা বলছো কেনো ??

…. আপনি বের হয়ে যান নইলে চিৎকার দিবো ??

…. কি বললে তুমি, আমাকে রাগিও না বলে দিলাম। ??

…. আমি সত্যিই এবার চিতকার দিবো। ??

…. আমি তোমায় এখনো ভালোবাসি আর তুমি এমন করছো কেনো???

…. আমি আপনাকে ভালোবাসি না, আমি বিধবা, ভুলে যাবেন না।??

…. ওহহ তাই নাকি, সত্যিই তুমি বিধবা নাকি।
কাল থেকে যেন আর সাদা শাড়ি না দেখি??, আর
চেহারার যত্ন নিবে?
, নইলে তোমাকে দেখে নিবো। ?

এখন চলে যাচ্ছি, পরে যখন আসবো ফেরত পাঠাতে পারবেনা।

কারণ তুমি শুধুই আমার

…. মানে কি? ?

…. বুঝতে হবেনা বুদ্ধু

চলবে…..

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে