নিয়তের উপর আমল নির্ভর করে রাসূলুল্লাহ (সা.) বলেছেন: | ইসলামিক গল্প সংখ্যা -০২

0
26
ছোট হাদিস, বড় হাদিস, ইসলাম, ইসলামের ইতিহাস, ইসলামের আলো, ইসলাম ধর্ম, বাংলা হাদিস, ভালো হাদিস, মোটিভেশান হাদিস, Golpo poka, golpopoka, Hadis, hadis, Bangla Hadis,new hadis, রাসূলুল্লাহ (সা.) বলেছেন, রাসূলুল্লাহ (সা.), হযরত মোহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, শিখনিয় হাদিস, জীবন পরিবর্তন করার হাদিস, আলোকিত হাদিস, ধর্ম,ইসলাম ধর্ম, কোরআন শরিফ, সহীহ বুখারি,তিরমিজি

1. নিয়তের উপর আমল নির্ভর করে
রাসূলুল্লাহ (সা.) বলেছেন:
“আমলের মূল্যায়ন নির্ভর করে নিয়তের উপর। প্রত্যেক ব্যক্তি তার নিয়ত অনুযায়ী ফল পাবে।”
(সহীহ বুখারি: ১)

2. পাঁচটি জিনিসকে মূল্যায়ন করো
রাসূলুল্লাহ (সা.) বলেছেন:
“পাঁচটি জিনিসকে মূল্যায়ন করো: বার্ধক্যের আগে যৌবন, অসুস্থতার আগে সুস্থতা, দারিদ্র্যের আগে সম্পদ, ব্যস্ততার আগে অবসর এবং মৃত্যুর আগে জীবন।”
(তিরমিজি: ২৩৪০)

3. ভাল ব্যবহার করা শ্রেষ্ঠ আমল
রাসূলুল্লাহ (সা.) বলেছেন:
“তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম, যার আচরণ সবচেয়ে ভালো।”
(সহীহ বুখারি: ৩৩১৮)

4. ভাইয়ের জন্য যা চাই, তা নিজের জন্যও চাই
রাসূলুল্লাহ (সা.) বলেছেন:
“তোমাদের কেউ প্রকৃত মুমিন হবে না, যতক্ষণ না সে তার ভাইয়ের জন্যও নিজের জন্য যা চায় তা চায়।”
(সহীহ বুখারি: ১৩)

এগুলো সহজে মনে রাখা ও জীবনে প্রয়োগ করা গুরুত্বপূর্ণ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে