1. নিয়তের উপর আমল নির্ভর করে
রাসূলুল্লাহ (সা.) বলেছেন:
“আমলের মূল্যায়ন নির্ভর করে নিয়তের উপর। প্রত্যেক ব্যক্তি তার নিয়ত অনুযায়ী ফল পাবে।”
(সহীহ বুখারি: ১)
2. পাঁচটি জিনিসকে মূল্যায়ন করো
রাসূলুল্লাহ (সা.) বলেছেন:
“পাঁচটি জিনিসকে মূল্যায়ন করো: বার্ধক্যের আগে যৌবন, অসুস্থতার আগে সুস্থতা, দারিদ্র্যের আগে সম্পদ, ব্যস্ততার আগে অবসর এবং মৃত্যুর আগে জীবন।”
(তিরমিজি: ২৩৪০)
3. ভাল ব্যবহার করা শ্রেষ্ঠ আমল
রাসূলুল্লাহ (সা.) বলেছেন:
“তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম, যার আচরণ সবচেয়ে ভালো।”
(সহীহ বুখারি: ৩৩১৮)
4. ভাইয়ের জন্য যা চাই, তা নিজের জন্যও চাই
রাসূলুল্লাহ (সা.) বলেছেন:
“তোমাদের কেউ প্রকৃত মুমিন হবে না, যতক্ষণ না সে তার ভাইয়ের জন্যও নিজের জন্য যা চায় তা চায়।”
(সহীহ বুখারি: ১৩)
এগুলো সহজে মনে রাখা ও জীবনে প্রয়োগ করা গুরুত্বপূর্ণ।