বস যখন বর
_পার্ট_৪
Written by Avantika Anha
বাসে কেমন লাগতেছিল । সময় স্যার বললো
আদ্র : আমাকে গালি দিচ্ছ নাকি
আমি : ( এমা কেমনে বুঝলো )
আরে না স্যার
আদ্র : হাহা ম্যাডাম আপনার মুখ দেখেই বুঝা যাচ্ছে
আমি : কইলেই হইলো
আদ্র : ভাষা ঠিক করে বলো আমি তোমার বস
আমি : ও আমি তো মনে হয় ভুলেই গেছিলাম
আদ্র : হাহা আবার গালি দিচ্ছ নাকি
আমি : আপনি তাকাইয়েন না তো আমার দিকে
আদ্র : আমি বস আমার ইচ্ছা
আমি : এ্যা এটা চিটিং
আদ্র : চুপ পাগলি
আমি : দুরররর আমি গান শুনবো টাটা
.
এরপর ইয়ারফোন লাগায় গান শুনা শুরু করলাম
.
বাস পৌছে গেল ….
আমি মিমির সাথে গল্প করছিলাম
আমি : দোস্ত মজা হইলো শুন না অনেকদিন ফুচকা পার্টি হয় নাই
মিমি : হ কবে খাওয়াচ্ছিস
আমি : ইইইই প্রতিবার আমি খাওয়ামু নাকি এইবার তুই খাওয়া
মিমি : ওকে ডান তুই ও কি মনে রাখবি
আমি : এএএ আইছে শুন না তারপর
.
এমন সময় বস : আনহা
আমি : কিচ্চে
.
ওমা পিছনে ঘুরে এইটা তো বস
.
আমি : সরি সরি বলেন স্যার
বস : চল বাড়ি
আমি : আপনি যান আমি পরে যাবো একটু গল্প করছি
বস : No excuse . I said you to come now means now .
আমি : okay huh it is cheating
বস : its not
.
কার এ……..
বস : কি হইছে চুপচাপ যে
আমি : কথা বলবো না এখন
বস : হাহা রাগ করছো
আমি : হুম
বস : রাগ করা যাবে না আমি তোমার বস
আমি : আপনি বারবার এমন করেন এটা চিটিং
বস : নাহ
আমি : হুহ
বস : আনহা কিটক্যাট খাবা ?
আমি : হ দেন
বস : হাহা তুমি না রাগ করছো
আমি : ও হ্যা আমি রাগ করছি হুহ ভুলে গেছিলাম
বস : এই নাও কিটক্যাট
আমি : থেংকু
বস : বড় হবা কবে এখনো পিচ্চি বিহেভ
আমি : হবো না হিহি
বস : হায়রে
.
বাড়িতে ……..
আম্মু : কেমন কাটলো পিকনিক
আমি : সেই
আম্মু : আমি আর তোর বাবা ভাবছিলাম তোর বিয়ে টা
আমি : আমার ঘুম পাচ্ছে টাটা
আম্মু : কথা বদলাচ্ছিস
আমি : হ
আম্মু : বড় হচ্ছিস
আমি : হ ৫” ৫
আম্মু : মজা অফ বিয়ে করবি কবে
আমি : করুম না
আম্মু : চুপ
আমি : ইইইই
আম্মু : আমার আর তোর বাবার এক ছেলে পছন্দ হয়েছে
.
কিছুদিন পর তোকে দেখতে আসবে
আমি : ওহ
.
.
কিছুদিন পর আদ্র আনহার পাগলামির প্রেমে পড়ে গেছে । কখন যে পড়ছে তা সে নিজেও জানে না । আজকাল আদ্র নিজে নিজেই তার অজান্তে হেসে ফেলে । আনহা কে না দেখে থাকতে পারে না ।
.
বিকেলে……
আমি তাদের বাড়ির গাছগুলোতেও পানি দিচ্ছিলাম । আপন মনে গান গাইতে গাইতে । এমন সময় বস আসলো ।
বস : তোমার কি অভ্যাস হয়ে গেছে আমাদের গাছে পানি দেওয়া
আমি ভয় পেয়ে গেছিলাম হঠাৎ ডাকে স্যার এর দিকে পানির পাইপ হাতে ঘুরলাম ।
.
(ভুলে স্যার পানি পানি আই মিন ভিজে গেছে)
আমি : হইছে কাম স্যার সরি
বস : হায় কপাল এই মেয়ে তোমার শত্রুতা কি আমার সাথে নাকি
আমি : এএএএএএএএ আপনিই হঠাৎ আসছেন কেন
বস : আমার দোষ নাকি হুহ
(ভ্রূ কুচকিয়ে)
আমি : সরি স্যার (এই লুক আমার ভয় লাগে। তাই দৌড় মারছি নিজের বাড়িতে)
.
আদ্র ভাবছে । আমি এই ফাজিল মেয়ের ই প্রেমে পড়তে হবে । হাহা
.
পরের দিন অফিস শেষে ।
বস : আনহা কই মিমি
মিমি : স্যার আজ আমরা ফুচকা পার্টি করবো তাই বাকী কিছু বান্ধবীদের ধরে আনতে গেছে ।
বস : ওহ
.
ফুচকার দোকানে…….
আরামে আমি আর সবাই কম্পিটিশন করতেছিলাম……..
.
আর বস ওই টাইমে
বস : আনহা এখানে কি করো (যদিও জানে তবুও আনহা কে নিয়ে যাবে সাথে বলে)
আমি : ফুচকা খাই খাবেন
বস : হুম
আমি : কিইইইইইইইইইইইইই
বস : কি এতো এক্সপ্রেশন কেন
আমি : ঠিক ঠিক খাবেন
বস : হুমমম
আমি : স্যার হা করেন
বস : আআআআআআআ
আমি : খান
( বস মনে হয় কখনো ফুচকা খায় নি । স্যার এর খাওয়ার স্টাইল দেখে না হেসে পারলাম না । আর আমার হাসা দেখে সবাই হেসে ফেলল।)
স্যার আমাকে কিছু বলল না এমা ব্যাপার কি ।
আমি : স্যার আপনি এর আগে খান নি কখনো ?
স্যার : না
আমি : হিহি আপনার বউ এর লাইফ শেষ ।বেচারীর সাথে ফুচকা খাবেন কেমনর
স্যার : হুহ
( তুমিই হবা আমার বউ ,”মনে মনে” )
ফুচকা শেষে আনহা চলো
আমি : মানে আমি কই যাবো ?
বস : কেন বাড়ি
আমি : না আমি থাকবো
বস : চলো কাজ আছে কাল মিটিং আছে ফাইল নিয়ে আসবে বাড়িতে কাজ আছে ।
আমি : বস না গেলে হয় নস
বস : চলো চুপচাপ
আমি : উহু চলেন
.
কার এ
বস : কি হয়েছে মুখ ভার করে আছ যে
আমি : আমাকে নিয়ে আসলেন কেন । ওরা কতো মজা করতেছে আর আমি নাই
বস : ওরা কেমনে মজা করবে ?
আমি : আইস্ক্রিম পার্টি করবে তারপর শপিং
বস : ওহ মেয়েরা বুঝি এমন হয়
আমি : ইইইইই কি বলতে চান
বস : ভাবতেছি আমার বউ কেমন হবে
আমি : আপনার বউ আমার মতো ফাজিল কেউ হবে হিহি
বস : তাই নাকি দোয়া করছো নাকি ( মনে মনে ” তুমিই হবা”সে
আমি : হুম ( বলে মোবাইল বের করলাম আর নেট এ বর ভাগানোর উপায় সার্চ দিলাম )
বস : কি করছো
আমি : পাত্র দেখতে আসলে তাদের কেমনে ভাগাতে হয় তা দেখতেছি
বস : কার পাত্র কে ভাগাবা
আমি : আমার
বস : মানে ( শকড )
আমি : পরে বলবো নে
বস : না বলো এখন
আমি : ওই আম্মু কোন পানাথগর কে ডাকছে কাল নাকি আসবে কিন্তু আমি বিয়ে করবো না
বস : ওকে কয়টায় আসবে
আমি : ৫ টায় কেন
বস : না এমনি
.
বাড়িতে…..
আদ্র ভাবছে “আনহা তো পারবেই মনে হয় বিয়ে আটকাতে । আমার চিন্তা করার কিছু নাই।”
.
কিন্তু আমার বাড়িতে…….
পাত্র আর আমাকে একা পাঠালো….
আমি : আমি বিয়ে করবো না
পাত্র : কেন
আমি : আমার বফ আছে ( মিছা কথা )
পাত্র : হাহা
আমি : হাসেন কেন
পাত্র : আপনার আম্মু বলেছিল আপনি এরকম কিছুই করবেন
আমি : এ্যা না আমার সত্যি বফ আছে
পাত্র : আচ্ছা আমি দেখবো আই মিন কথা বলতে চাই
আমি : ওয়েট । এমন সময় ই স্যারের ফোন আসলো ।
পাত্র : কি বফ ফোন দিছে
আমি : হ্যা ( এমা কি কইলাম )
পাত্র : কথা বলো
আমি : হ্যালো জানু
বস : মানে কি
আমি : এই দেখ না আমাকে যেই পাত্র দেখতে আসছে ও মানছেই না যে তুমি আমার বফ
বস : সাহায্য লাগবে নাকি
আমি : হুম গো
বস : ওকে ছেলেটাকে দাও
আমি : ওকে জান
.
দোয়া করছি আল্লাহ বস যেন পারে…….
বস কি জানি বললো আর কিছু বললো না ওই ছেলে ।
.
বিয়া ভাঙ্গে গেছে ।
.
.
বিকেলে
আমি : স্যার তখন কি বলছিলেন ওই ছেলেকে
বস : না জানলেও চলবে
আমি : বলেন
বস : বলছি আমাদের বিয়ে হয়ে গেছে আর তুমি আমার বাবুর আম্মু হতে চলেছো
আমি : কিইইইইইই
বস : হুমমমমম
আমি : হায় আল্লাহ
বস : চলো আনহা
আমি : কইইইইই
বস : গেলেই বুঝবে যে
বস আর আমি গেলাম শপিং এ
.
আমি : এমা শপিং
বস : হুমমম সেদিন করতে পারো নি যে
আমি : ওওওওওও
.
শপিং শেষ করতে না করতেই
কে যেন : আনহু
আমি : কে রে
কে যেন : ওই হালি আমি
আমি : নীল তুই
নীল : হুমমমম
আমি : কতোদিন পরে
নীল : তুই তো ভুলেই গেছিস
বস : ( এইটা কে রে )
আমি : আরে না
নীল : এটা কে রে তোর বর নাকি
আমি : স্যার আমার
নীল : এ্যা স্যারের সাথে শপিং নাকি
আমি : হ
নীল : হ
.
বস : ভাবছে ( দুররর একা সময় পেলাম ভাবলাম ওকে বলবো মনের কথা আর এই আপদ আসছে )
নীল : আয় একটু একা কথা বলি
আমি : ওকে স্যার ৫ মিনিট দাড়ান
.
৫ মিনিট শেষে
বস : এখনো আসে না কেন
.
যেয়ে দেখে এখনো হেসে হেসে কথা বলছে রাগ উঠে গেল
বস : আনহা চলো
আমি : একটু
বস : কাজ আছে আমার
আমি : প্লিজ
বস : no excuse I told u to come with me now means come now
আমি : you always do this .
বস : চলো
আমি : চলেন
.
গাড়িতে…..
বস : চুপচাপ কেন
আমি : কথা বলছি না
বস : কি হলো কথা কানে যায় না
আমি : কথা নাই
বস : চুপ বাড়ি চল আর আমার কাজ আছে আমার বাড়িতে আসিও
আমি : হুহ
.
স্যার এর বাসায়…..
আমি : কথা বলছি না
বস : ওই মেয়ে
আমি : কি
বস : তোমাকে এভাবে মানায় না চঞ্চল ই ভালো তুমি
আমি : হুহ উঠে যাচ্ছিলাম
.
বস হাত ধরে দিল টান
.
হঠাৎ এটা সামলাতে না পেরে পড়ে গেলাম স্যারের উপর
.
আমি : এমা গো
বস : এএএএএ পড়ছে আমার উপর আর চিল্লায় উনি
আমি : উহু
বস : বাহ ভালোই ভারি তো তুমি দেখে মনে হয় না
আমি : টান দিতে কে বলছে
বস : কেন আমি নিজে
আমি : ভালো
বস : মোটি
আমি : আমি মোটা
বস : মোটি
আমি : এ্যা
বস : হ্যা
.
.
চলে আসলাম
.
পরের দিন
আয়নায় দেখছি আমি নিজেকে কোননদিক দিয়ে মোটি আমি দুরররর .
.
অফিসে…..
খাওয়ার টাইমে
মিমি : কিরে খাবি চল
আমি : না আমি ওজন কমাচ্ছি
মিমি : তুই মোটা হলি কবে
আমি : হইছি
মিমি : এ্যা
আমি : হ
.
সারাদিন না খেয়ে বিকালে কাজ শেষে….
অজ্ঞান হয়ে গেলাম
.
বস : কি হয়েছে ওর
মিমি : ও বললো ওজন কমাচ্ছে নাকি তাই খায় নি
বস : কি
.
আমাকে কোলে করে নিয়ে গেল বাড়ি
.
বাড়িতে….
জ্ঞান ফিরার পর……
আমার রুমে স্যার বসে ছিল…..
আমি : স্যার আপনি
বস : এই মেয়ে তোমাকে না খেয়ে থাকতে কে বলেছে
আমি : আপনিই তো বললেন ওজন বাড়ছে তাই আরকি
বস : পাগলি আমি মজা করেছি
আমি : আমি তো ভাবলাম সত্যি
.
বস আমাকে জড়িয়ে ধরে
বস : আর এমন করবা
আমি : না সরি স্যার
বস : তোমার কিছু হলে আমার কি হবে রে
আমি : মানে
বস : না কিছু না আই এম সরি
আমি : এক শর্তে
বস : কি
আমি : আজ রাতে আমার সাথে ভুতের মুভি দেখবেন
বস : ওকে
.
রাতে…….
মুভি চলছে আর আমি ভয়ে শেষ
আমি : স্যার
বস : কি
আমি : আপনি মানুষ তো ?
বস : না ভুত
আমি : আমি আম্মুর কাছে যাবো
বস : হায় রে
.
কিছু টাইম পর
আমি ভয়ে স্যার কে খামচি দিলাম
বস : ওমা গো
আমি : সরি স্যার
বস : আমার হাত পা তে তো নখের আছর বসায় শেষ করলে
আমি : সরি ভুলে হলো
বস : হাহা
আমি : স্যার আপনাকে হাসলে ভালো লাগে
বস : তাই নাকি
.
.
আমি আবার ভয়ে খামচি দিছি
বস : এই মেয়েটা যে কি করে এতো খামচায় ভয়ও পায় আবার দেখবেও
.
আমি : ইইইইইই ভুত
বস : নাই
আমি : স্যার ভয় লাগে
বস : পরে পাগলি কিছু হবে না
আমি : আম্মুর কাছে যাবো
.
চলবে………..