প্রেমের আটফোড়ন পর্ব-০৬

0
1539

#প্রেমের আটফোড়ন 🍁
#writer : Arshiya shidratul falak
পর্ব:৬

আমার কোমর গেল রে,,, মা এবার মনে হয় তোমার মেয়ে পঙ্গু হলো,,,

কোমড়ে হাত দিয়ে নেকা কান্না করছে অধরা,, রিহান তো আকাশ থেকে পড়ার মতো অবস্হা এখন তার রাগ দেখানোর কথা কিন্তু সে রাগ না নিয়ে ই উল্টো সরি বলছে,, অধরা তো আরেকটু সায় পেল তাই আরো জোরে জোরে নেকা কান্না শুরু করলো,,, বেচারা রিহান তো এবার অসহায় ফেস করে রেখেছে।

দেখুন এভাবে কাদতে হবেনা আপনাকে,, সরি বলছি তো আমি আর এমন করবনা। প্লিজ প্লিজ কান্না থামান।

অধরা এবার একটু কান্না থামালো তারপর ঝাঝ গলায় বলল, কান্না করলে যে টিস্যু দিতে হয় এটুকু কনমসেন্স নাই নাকি কারো,,,

রিহান এবার রেগে গেল তাও নিজের রাগকে কন্ট্রোল করে বলল,,
আসলে মনে ছিলনা এত রাতে কান্না তাও জোরে জোরে তাই এসব মাথায় আসেনি,,

তবে আপনার সাথে আমার একটু কথা আছে,,,

জি বলেন,,
রিহান এবার বলতে লাগলো,,

আসলে বিয়েটা আমি করেছিলাম বাবার প্যারা থেকে মুক্ত হতে। সেদিন রাস্তায় আজ রাস্তায় আপনার সাথে যখন ঝগড়া আমি আপনাকে থাপ্পর দিয়েছিলাম। তারপর আপনি সেন্সলেস হয়ে পড়েন। তখন আমি আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার জন্য রেড়ি হই, তারপর বাবার কল আসে। বাবার কল আসায় বাবা শুধু বলেছেন তার পুত্রবধূ চাই। নয়তো সে নাকি সুইসাইড করবে। বলেন তো আজ পর্যন্ত শুনছেন কখনো ছেলে বিবাহ না করায বাবার মৃত্যু। আমিও ভয় পাই, বাবর এমন কথা বার্তা শুনে, আর সে জন্য কোনো উপায় না পেয়ে আপনাকে সামনে দেখি আর আমার বন্ধুদের বলে বিয়ের সব কাগজপত্র রেডি করি। রৌদ্দর তো প্রথমে ভেবেছিলো যে আমি ফান করি। কিন্তু যখন পরে সব খুলে বল্লাম তারপর বিশ্বাস করলো,,,

একনাগারে কথাগুলো বলে থামলো রিহান ,, এদিকে অধরা ঘুমিয়ে একাকার হয়ে আছে। বেচারা এবার কাদবে নাকি আসবে নাকি রাগবে কিছুই খুজে পায় না। তাই সে সোফায় গিয়ে শুয়ে পড়ে,, অধরাকে আর জাগালোনা,,

পরের দিন সকালে অধরা সবার আগে ঘুম থেকে ওঠে ঔঠে ফ্রেস হয়ে নামায পড়ে বাড়ির নাস্তা থেকে শুরু করে সব যাবতীয় কাজ সেরে শশুরের রুমে যায়,, চা নিয়ে,

আরিফ চৌধুরি হাতে পেপার নিয়ে বসে আছে,,

আংকেল আসবো, ,,??

আরে আসো আসো, কি যেন তোমার নাম???

জি অধরা,,

বাবা াপনার জন্য চা নিয়ে আসছিলাম।

মা চায়ের ভিতর কি চিনি দিছো,,?

জি বাবা কেন.??

আসলে মা আমার সুগার খাওয়া নিষেধ, কারন আমার ডায়বেটিস তো তাই,,,

ও বাবা আমি তো জানি না সরি সরি সরি বাবা আর হবে না (কান ধরে)

অধরার এমন বাচ্চামো ভঙ্গি দেখে আরিফ চৌধুরি অট্টহাসিতে মেতে উঠলেন । তারপর অধরা আরো এক কাপ চা চিনি ছাড়া বানিয়ে আনেন।তারপর শশুরকে দিয়ে চলে যান।তারপর আরিফ চৌধুরি নিচে যান গিয়ে দেখে সব খাবার রেডি করা। সবকিছু দেখে তিনি একটা মুচকি হাসি দেন। আর মনে মনে ভাবতে থাকে, যাক ছেলেটা সত্যি সত্যিই বিয়ে করেছে তবে আমি কি তাকে বেশি প্যারা দিলাম যার কারনে সে কোনো অনুষ্ঠান আয়োজন ছাড়া একাই বিয়ে করে নিল।

_______________________

সবায় ব্রেক ফাস্ট করে যে যার কাজে লেগে গেলো এদিকে রিহান অধরাকে নিষেধ করেছে ভার্সিতে না যেতে, আধরাতো নাছোর বান্দা তাই রিহানের কোনো কথা রাখলো না রেহানার সাহায্য ভার্সিটিতে পৌছালো,,, রিহান তার বন্ধুদের সাথে কথা বলছিলো হঠাৎ দেখতে পেল,,, একটি সাদা রঙের কামিজ পড়া মেয়ে চুলগুলো ছাড়া। রহান এক ধ্যানে মেয়েটার দুকে তাকিয়ে রইল, কিছুটা কাছে আসার পর দেখতে পেল সেটা আর কেউ না সয়ং অধরা,
রিহান আর এক পা দাড়ালো না দৌড়ে অধরার কাছে গেল । গিয়ে অদরাকে হেচকা টান দিয়ে দেয়ালের সাথে গিয়ে ফেলল, অধরা বেচারি তো কান্না করার অবস্হা

হেই মিস্টার বানু তোমাকে না নিষেধ করলাম ভার্সিটি না আসতে,

অধরা বুঝে ওঠতে পারছেনা তার সাথে এসব কি হচ্ছে,, এই ছেলেটা কেন তার পেছনে এভাবে লেগে আছে সে ভেবে পাচ্ছে না,, প্রথমত বিয়ে, তারপর এখন ভার্সিটি না জানি আরো কতো কি করবে এনব ভাবতে থাকে,,,

এদিকে রিহানের রাগে চোখ মুখ লাল হয়ে আছে, সেটা দেখে অধরা মনে মনে আল্লাহকে ডাকতে থাকে।

এই মেয়ে তুমি আমার প্রশ্নের উত্তর দিচ্ছনা কেন???

আপনি আমার এতো কাছে আসছেন কেন সরুন বলছি। 😥

না সরবোনা আফ্টারঅল ইউর হাসবেন্জ,,,,
এ এহাসবেন্জ 😝😝😝
কথাও কি শেখেন নি শব্দটা হাজবেন্ড হাসবেন্জ না
ও রেইলি,, তাহলে তুমি আমাকে হাজবেন্ড মানছো,,

ইস কি নেকা ওনাকে হাজবেন্ড ভাবতে যাব,, আপনাকে হাজবেন্ড ভাবার চেয়ে কচু ক্ষেতে ফাসি দেওয়া একই কথা,,, যান সরেন সামনে থেকে আপনার সাথে কথা বলার মুড নাই এখন,,,

এই মেয়ে শুনুন ভার্সিতে যখন চলেই আসছেন কাউকে বরবেন না আমারা বিবাহিত।।।
আমি কি বসে আছি নাকি,বলতে যে, আসেন আপারা ভাইয়া এসে দেখে যান আমি বিবাহিত,,,

না সেটা আমি রেহানা + বন্ধুদের বলে দিছি যে তারা এসব না বলতে, তাই আপনিও বলবেন না,

যতসব ডং😏😏

বলেই হন হন করে চলে গেল রিহানের কাছ থেকে চলে গেল অধরা,,,

আল্লাহ এই মেয়েকে কি একটু সুন্দর করে কথা বলতে শেখাতে পারো না,,,

#চলবে

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে