প্রেমের আটফোড়ন পর্ব-০৫

0
1549

#প্রেমের আটফোড়ন 🍁
#writer : Arshiya shidratul falak
#পর্ব:৫

রিহান এবার আস্তে আস্তে এক পা এক পা করে অধরার দিকে আসতে থাকে।অধরা তো ভয়ে গলা শুকিয়ে যাওয়ার অবস্হা,,,

এ এ এই আ আ আপনি আমার দিকে এভাবে এগোচ্ছেন কে কে কে কেন????

কি করতে এগোচ্ছি তুমি জানো না,,,

ন ন না তো,,

রিহান এবার অধরার থেকে সরে দাড়ায় তারপর গম্ভীর গলায় বলে,,

এই ইস্টুপিট মেয়ে তোমার এসব আজাইরা কথা শুনার জন্য এই রিহান চৌধুরির সময় নেই। সামনে থেকে সরো,,,

কি আমাকে এভাবে ইগনোর করা,,, মিস্টার রিহান চৌধুরি তোমাকে তো আমি দেখে নেব,, হায় আল্লাহ আজকে দিনটাতে আমার সাথে কি হচ্ছে এসব মনে মনে বলতে থাকে ,।

এই যে শুনুন মিষ্টার রিহান না ফিহান আমার দিকে তাকান,,,

ডিনার করবে বলে রেডি হচ্ছিলো নিচে যাওয়ার জন্য আচমা এমন গলা শুনে রিহান ফিরে তাকালো। সে তো ভাবতেই পারছে না যে মেয়ে তাকে দেখে ভেজা রিডালের মতো হয়ে যায় সে মেয়ে তাকে ডাক দিচ্ছে তাও আবার রিহান ফিয়ান,,

এই মেয়ে আপনি কি বললেন আমাকে,,???

কেন আপনার নাম ধরেই তো ডাক দিলাম,, এসব বাদ দেন বিয়ে তো করছেন এবার আমার জামা কাপড় কই, আমি কি এসব পড়ে থাকবো নাকি,, আমার বাসায় তো যেতে দেন নি, এখন আমার জামা দেন নয়তো দেখবেন কি করি আপনার সাথে,,,

রিহান এবার বোকা বনে গেল একটা জামার জন্য এতোগুলো কথা শুনাতে হলো তাকে,, কি মেয়ে রে বাবা প্রথমে ভেবেছিলাম শান্তশিষ্ট মেয়ে হবে এখন তো দেখি সি ইজ ডেঞ্জারাস,, ভাবতে থাকে,, ভাবনায় এতোটাই ভিভোর ছিল যে অধরা ওয়াস রুম থেকে ফ্রেস হয়ে এসে দেখে গালে হাত দিয়ে সোফার উপর বসে রিহান এক মনে ধ্যান করছে,, অধরা তখন রিহানের সামনে এসে হাত দিয়ে তুরি মারলো

এই যে মিস্টার টিয়ান শুনতে পাচ্ছেন,,

হঠাৎ নিজের নামটা কারো মুখে উল্টে শুনে ভাবনার জগত থেকে নামলো ,,

কি আপনি আমাকে এই নামে ডাকলেন কেন আপনারর সাহস তো কম না আমার এত সুন্দর একটা নাম থাকতে কি আজেবাজে নামে ডাকেন,।

কি করব বলেন আপনার নামটা এত এত এত সুন্দর যে আমি ভুলেই যাই, তাই এটা বলেই ডাকবো,, আচ্ছা বাদ দেন খাবার খাব রাত তো অনেক হয়ে গেল ঘুম পাচ্ছে, আমি খাবার খাব,,

রিহান এতক্ষন অধরার দিকে খেয়াল করে নি যখনি খেয়াল করলো তখন তার চোখ গেল কপালে।

এ মেয়ে আপনার সাহস দেখে আমি অভাক হচ্ছি আপনি আমার শার্ট আর লুঙ্গি পড়ে আছেন কেন??? 😂😂

কি করব বলেন আমার তো কিছুই নাই তাই এসব পড়ছি,, আরেকটা কাজ করলে পাড়ি সেটা হচ্ছে,, একেবারে কিছু না পরে থাকা,,

এই মেয়ে আপনার কি কোনো লজ্জাবোধ নেই নাকি। কি বলছেন এসব??

কি বলব বলেন আপনি আমার বিবাহিত দশটা না পাঁচটা না একটা মাত্র স্বামী আপনার সামনে তো সেভাবে থাকতেই পারি তাইনা 😌😌

রিহান এবার মনে মনে বলতে থাকে কি জন্য যে বাবার প্যারা বন্ধ করতে এই বউ নামক প্যারার ফাদে পা দিলাম আল্লাহ জানে,,,
রিহান আর কথা বাড়ালোনা নিচে চলে গেল ডিনার করতে, এদিকে অধরা বেচারিতো খুশি আত্মহারা কার রিহানকে সে জব্দ করতে পেরেছে।

বাবে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান,, এবার দেখেবে রিহান চৌধুরি অধরা কত ধানে কত চাল ,
আমার এই প্যারাই তোমাকে বুঝাবে মজা,, বিয়ে করার শখ হইছিলো বেশি তাই না,, তোমার শখ আমি মজাচ্ছি,, বলেই নিজে নিজে হাসতে থাকে,,,

রিহান নিচে নেমে দেখতে পেল রেহানা টেবিলে খাবার সাজাচ্ছে তাই সে রেহানাকে ডেকে তার থেকে জামা নিয়ে অধরাকে দিয়ে আসতে বলল,, রেহানাও তার ভাইয়ের কথা মতো রুমে গেল গিয়ে দেখতে পেল তার গুনধর বন্ধু লুঙ্গি আর শার্ট পরে বসে আছে,,

বেচারি তো এমন কাহিনী দেখে হাসতে হাসতে মরে যাওয়ার অবস্হা, তাও নিজেকে কন্ট্রোল করে ওর থেকে জামা দিল অধরা সেগুলো পড়ে নিল,,তারপর খাবার খাওয়ার জন্য রেহানার সাথে নিচে নেমে এল, এসে দেখতে পেল সেখানে আরিফ চৌধুরি আর রিহান বসে আছে, তাই অধরা মাথায় গোমটা দিল দিয়ে, আরিফ চৌধুরির উদ্দেশ্য সালাম জানালেন,।

তারপর দাড়িয়ে রইলেন,,, সেটা দেখে অরিফ চৌধুরি বলতে লাগলেন,,
কি হল মা বসো তুমি, খাবার খাবে না???
ওনার মুখে মা শব্দটা যতবার শুনেছে ততোবার চোখে দিয়ে পানি এসেছে না চাইতেও,, এবারও ব্যতীক্রম হলো না না চাইতেও পানি এসে গেলো,,
এটা দেখে সবাই অভাক চোখে অধরা দিকে তাকিয়ে রইলেন, তখন আরিফ চৌধুরি পূশ্ন করলেন,,

কি হলো তুমি এভাবে কান্না করছো কেন,

না আ আ আ

আর বলতে দিল না রিহান।

এই মেয়ে তোমাকে কে কি তোমার বাবা মা আ আ কক এসব বাদে আর কিছু শেখায় নি নাকি,,, আমার সাথে তো ভালোই পটর পটর করে কথা বলে ফেল, এখন বলো না কেন,,,

রিফাত চৌধুরি অভাক চোখে তাকিয়ে আছে ছেলের দিকে,, এবার অধরা গোমটা খুলে শশুরের সামনেই শুরু
করে তমুল ঝগড়া,,

এই কি বললেন আমার বাবা মাকে নিয়ে,, আপনি জানেন আপনি কি বলছেন,, আমার বাবা মাকে নিয়ে কিছু বল্লে আমার ইগোতে লাগে বুঝচ্ছেন, খাবার খেতে আসছেন খাবার খান, খেয়ে সোজা রুমে যান, নয়তো বাবাকে বলব,,

আরিফ চৌধুরি কিছুই বুঝে ওঠতে পারছেনা তাদের এসব ঝগড়া করার আগামাথা। তাই সে জোরে দমক দিলো বেচারি রেহানা তো ঝগড়ার৷ দৃশ্যই দেখে যাচ্ছে কিছুই বলছেনা,,
সবাই চুপচাপ খাবার খাও,, আর বৌমা তুমিও খাবার খাও,, রেহানা সবাইকে খাবার দাও,,,

এই না না রেহানা তুই বস আমি খাবার দিচ্ছি??(অধরা)

না ভাবি তুমি বসো আমি খাবার দিচ্ছি অধরা আর কোনো কথা বাড়ালো না সোজা খেয়ে রুমে চলে গেলো,,

আরিফ চৌধুরি বসে বসে ভাবছে সত্যিই কি ছেলর বিয়ে করেছে নাকি তামাশা করছে ওনার সাথে,,,
______________________

রাতে খাবার খেয়ে অধরা গিয়ে বিছানায় শুয়ে পড়লো,,
রিহান রুমে ডুকে কোনো দিকে না তাকিয়েই ধপাস করে বিছানায় গিয়ে পড়লো,,,

এই কোন মোটোরে আমার উপর পরলো আ আ আ কমোর গেল রে আমার,,,

#চলবে ❤️❤️

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে