গল্প: প্রথম দেখা
রোদেলা এক সকাল। আরিফ বসে আছে ক্যাম্পাসের লাইব্রেরিতে। তার সামনে একটা মোটা বই, কিন্তু মনটা একদমই বইয়ের পাতায় নেই। পাশের টেবিলে হঠাৎ করেই একটা মৃদু গলার আওয়াজ—”এই চেয়ারটা খালি?”
আরিফ মুখ তুলে দেখল, একটা মেয়ের চোখে-মুখে মিষ্টি হাসি। মেয়েটি বসার অনুমতি চাইলো। আরিফ মাথা নেড়ে হ্যাঁ বলল। মেয়েটি বসে পড়ল এবং নিজের বই খুলে পড়তে শুরু করল।
কিছুক্ষণ পর, মেয়েটি হেসে আরিফের দিকে তাকিয়ে বলল,
“আপনার নাম কী?”
আরিফ একটু হকচকিয়ে উত্তর দিল, “আরিফ। আর আপনি?”
মেয়েটি বলল, “আমি রাফা।”
সেদিনের সেই কথোপকথন ধীরে ধীরে বন্ধুত্বে রূপ নিল। প্রতিদিন তারা লাইব্রেরিতে দেখা করত, গল্প করত, কখনো বই নিয়ে, কখনো জীবনের নানা বিষয় নিয়ে।
একদিন রাফা জিজ্ঞেস করল,
“আরিফ, তুমি এত চুপচাপ কেন? তোমার কি কখনো মনে হয় যে, জীবনে আরও রঙ থাকা দরকার?”
আরিফ মুচকি হেসে বলল,
“রঙ তো আসছে। তুমি যেদিন এই টেবিলে এসে বসল, আমার জীবনে রঙ তখন থেকেই শুরু হয়েছে।”
রাফা অবাক হয়ে তাকাল। তারপর লাজুক হাসি দিয়ে বলল,
“তুমি এত দিন কিছু বললে না কেন?”
আরিফ চোখ নামিয়ে বলল,
“তোমাকে হারানোর ভয় পাই।”
রাফা একটু হেসে বলল,
“বোকা, ভালোবাসা হারায় না, যদি সেটা সত্যি হয়। আর তোমার কথা শুনে আমার মনে হচ্ছে, ভালোবাসা সত্যি।”
সেইদিন থেকেই তাদের গল্পটা প্রেমের পথে যাত্রা শুরু করল। লাইব্রেরির টেবিল যেখানে তাদের প্রথম দেখা হয়েছিল, সেটা হয়ে গেল তাদের ভালোবাসার স্মৃতির কেন্দ্র।
শেষ।