পৃথিবী আজ থমকে গেছে

0
1394

পৃথিবী আজ থমকে গেছে
আশা

আমি অবাক হয়ে দেখি!
পৃথিবীর হঠাৎ এমন বদলে যাওয়া।
কোলাহলপূর্ণ পরিবেশটাতেও আজ নীরবতা।
ব্যস্ত শহরগুলো আজ জনশূণ্য।
চারিদিকে মানুষের শুধু হাহাকারের চিত্র।
আপনজনের ভালোবাসাময় স্পর্শও আজ বিষাক্ত।
কিছুই করার নেই বুকের মাঝে নিয়ে চাপা কষ্ট।
প্রিয়জনের সাথে এতকাল ছিল কত ঘনিষ্ঠতা।
অথচ! আজ সেই প্রিয়জনেরই অসুস্থতায় করতে পারে না সেবা।
মৃত্যু পথযাত্রী আজ মৃত্যুর আগেই একাকী!
রাত পোহালেই প্রিয়জন হারানোর বাণী কান পেতে শুনি।
এ এক নিদারুন করুণ দৃশ্য।
পৃথিবীর পটে হয়েছে অঙ্কিত!
আমি বিস্ময় চোখে দেখি তাকিয়ে!
পৃথিবী আজ সত্যিই থমকে গেছে।

এখনই জয়েন করুন আমাদের গল্প পোকা ফেসবুক গ্রুপে।
আর নিজের লেখা গল্প- কবিতা -পোস্ট করে অথবা অন্যের লেখা পড়ে গঠনমূলক সমালোচনা করে প্রতি সাপ্তাহে জিতে নিন বই সামগ্রী উপহার।
শুধুমাত্র আপনার লেখা মানসম্মত গল্প/কবিতাগুলোই আমাদের ওয়েবসাইটে প্রকাশিত হবে। এবং সেই সাথে আপনাদের জন্য থাকছে আকর্ষণীয় পুরষ্কার।

▶ লেখকদের জন্য পুরষ্কার-৪০০৳ থেকে ৫০০৳ মূল্যের একটি বই
▶ পাঠকদের জন্য পুরস্কার -২০০৳ থেকে ৩০০৳ মূল্যের একটি বই
আমাদের গল্পপোকা ফেসবুক গ্রুপের লিংক:
https://www.facebook.com/groups/golpopoka/

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে