পাপ_ও_পাপী – ওয়ালেদ মাহমুদ

0
457

#গল্পপোকা_কবিতা_লিখন_প্রতিযোগীতা

পাপ_ও_পাপী
ওয়ালেদ মাহমুদ

ছোট থেকে শুনেছি শ্লোকে নেই ক্ষয়
পাপকে ঘৃণা করো পাপীকে নয়।
সময়ের দোলাচলে সবই তো বদলায়
এখানেও ঘষামাজা পরিবর্তন সয়।
সাবরিনা, সাহেদ, সম্রাট,পাপিয়া
পাপে কলুষিত তারা ঘৃণ্য মাফিয়া।
এইসব আগাছা যারা তৈরী করে
তারা কেন আড়লে, সময়ে সরে পড়ে।
মুখ ও মুখোশে যারা চলে অহর্নিশ
আইনের বেড়াতে নিরাপদ, নিশ্চিত।
ধরাছোঁয়ার উর্ধ্বে, উপরে উপরে চলে
ঘৃণা ভরা মনেতে দিব নাকি কান মলে!
সেই সব অন্তরালে যারা বসে থাকে,
তাদের মুখোশটা খোলা হোক সবার আগে।
নতুন শ্লোকেতে তাই একসাথে সবে পড়
পাপকে শুধু নয়, পাপীকেও ঘৃণা করো।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে