নীলপরী (পর্ব ১০)

0
1224

নীলপরী (পর্ব ১০)
#শান্তনা_ইসলাম_শান্তা
·
·
·
পরী নেহার মেছেজ পড়ে অবাক,,,নেহার মেছেজে বলা কথাগুলো পরীকে খুব ভাবাচ্ছে,,এখনো বিশ্বাস করে উঠতে পারছেনা,,,পরী বার বার একটা কথায় মাথায় ঘুরছে ,নীল কি সত্যি ওকে ভালোবাসে,,,



পরী নীলের কথা ভাবতে ভাবতেই ঘুমিয়ে গেলো,,,


।ভোরো ঘুম ভাংলো পরীর,,ফ্রেশ হয়ে নামায
পড়ে নিয়ে চাচাতো ভাবির দুটো বাচ্চাকে প্রাইভেট পড়াতে বাসা থেকে বের হলো,,
প্রায় দুঘন্টা পড়িয়ে বাসায় চলে আসলো,,,এসে আম্মাকে রান্নার কাজে হেল্প করলো,,,তারপর রান্না শেষে খেয়ে রুমে এসে নীলকে ফোন দিলো,,,

নীল ফোন ধরেই ঝাঝি গলায় বললো,,

ঃঃফোন দিয়েছো কেন???

পরীঃঃঐ আপনার সাথে প্রেমালাপ করার জন্য ফোন দেয়নি বুঝলেন,,,,


নীলঃঃসেটা আমি জানি,,আমিতো আর তোমার বি এফ না যে প্রেমালাপ করবে,,তোমারতো বি এফ এর অভাব নাই,,,ফোন রাখো বাই,,
,
,
পরীঃঃঐ মাষ্টার ফোন কাটলে একদম আপনার বাসায় গিয়ে
গলার ওপর পা তুলে দিয়ে কালি হয়ে যাবো বলেদিলাম,,,, ,,একদম ফোন কাটবেন না,,,আমিতো বললাম দরকারে ফোন দিছি,,,আপনার বোন নেহার সাথে আমার একটু কথা ছিলো, ওর কাছে ফোন দিনতো,,


।নীলঃঃকি দরকার ওর সাথে??


পরী;ঃসেটা যাকে বলার তাকে বলবো,ফোনটা দিতে বলেছি দিন,,


নীলঃঃযদি না দেই??

।পরীঃঃআমার ফোনটা একটা আছাড় দিয়ে ভেঙে ফেলবো,,ফেসবুক অফ করে দিবো পড়াশোনাও করবোনা কলেজেও যাবোনা,,আমার কোন খোজ ও আর পাবেন না,,বাই,,,,,
।।

নীলঃঃওয়েট ওয়েট এতো কিছু করতে হবেনা,,আমি নেহার কাছে ফোন দিচ্ছি,,,
এখনই জয়েন করুন আমাদের গল্প পোকা ফেসবুক গ্রুপে।
আর নিজের লেখা গল্প- কবিতা -পোস্ট করে অথবা অন্যের লেখা পড়ে গঠনমূলক সমালোচনা করে প্রতি মাসে জিতে নিন নগদ টাকা এবং বই সামগ্রী উপহার।
শুধুমাত্র আপনার লেখা মানসম্মত গল্প/কবিতাগুলোই আমাদের ওয়েবসাইটে প্রকাশিত হবে। এবং সেই সাথে আপনাদের জন্য থাকছে আকর্ষণীয় পুরষ্কার।

গল্পপোকার এবারের আয়োজন
ধারাবাহিক গল্প প্রতিযোগিতা

◆লেখক ৬ জন পাবে ৫০০ টাকা করে মোট ৩০০০ টাকা
◆পাঠক ২ জন পাবে ৫০০ টাকা করে ১০০০ টাকা।

আমাদের গল্প পোকা ফেসবুক গ্রুপে জয়েন করার জন্য এই লিংকে ক্লিক করুন: https://www.facebook.com/groups/golpopoka/?ref=share




তারপর নীল নেহাকে ডেকে নেহার কাছে ফোনটা দিয়ে বললো পরী কথা বলবে,, নে কথা নল,,

।নেহাঃঃহ্যালো পরী,,কি বলবে বলো,,,
।।পরীঃঃআজকে কি কলেজে আসবে তুমি??.

নেহাঃঃহুমযাবো


।পরীঃঃওকে আসো তোমার সাথে অনেক কথা আছ,,,আর শুনো তোমার নাম্বারটা দাও তাহলে দেখা করতে সুবিধা হবে,,এই খাটাসের কাছে ফোন দিলে ভাব বেশি হয়,,,তাড়াতাড়ি নাম্বারটা বলো,,,।।
তারপর পরী নেহার নাম্বার নিয়ে ফোন কেটে দিলো


তারপর রেডি হয়ে কলেজে গেলো,,,


।কলেজে গিয়ে নেহার সাথে দেখা করলো,,দুজনেই ক্লাসে বসলো,,


পরীঃঃকাল রাতে মেছেজে যেসব বললে ওগুলো কি মজা নাকি সিরিয়াসলি বলছো??


নেহাঃঃসব সিরিয়াসলি,,,আমি আমার ভাইকে ছোট থেকে দেখে আসছি আমার জানা মতে ও তোমায়পাগলের মতো ভালোবাসে বাট মুখ ফুটে কিছুই বলতে পারছেনা,,তোমারে ওর চোখের ভাষা দিয়েই বুঝে নিতে হবে বুঝলে ভাবি,,,??


নেহার মুখে ভাবি ডাক শুনে পরী অবাক হলো,,লজ্জাও পেলো,,
।।
নেহা বার বার ও ভাবি ও ভাবি বলে ডাকতে লাগলো আর বলতে থাকলোঃঃ,,ভাবি তুমিও কি ভালোবাসো ভাইয়াকে,,বলোনা ভাবি,,,??তুমি কি ফিল করো ভাইয়াকে,,ও ভাবি বলো??,,


পরী নেহার কথা শুনে লজ্জায় দুহাত দিয়ে নওজের মুখ ঢেকে নিলো,,পরীর প্রচন্ড লাগছে, আবার নেহার মুখে ভাবি ডাক শুনতেও কেন জানেনা পরীর খুব ভালো লাগছে,,

।নেহাঃঃঐ ভাবি ভাইয়ার চিন্তায় হারিয়ে গেলে নাকি,,বলো ভালোবাসো কি??


পরীঃঃজানিনা আমি,,,এই আমারে ভাবি বলবেনা,,আমি তোমার ভাবিনা,,,ও আগে আমায় বলুক সরাসরি তারপর বিশ্বাস করবো,,


নেহাঃঃতারপর


পরীঃঃতারপর জানিনা আমি কিছু,,আমি বাসায় যাবো,,,,


তারপর পরী ক্লাস না করেই বাসায় চলে আসলো,,পরীর বারবার শুধু নীলের কথায় মনে পড়ছে,,,


।রাতে পরী ফেসবুকে ঢুকলো


দেখলো নীলের মেছেজ, কেমন আছো,,কি করো,, বাবা মা কেমন আছে,,এরকম অনেকগুলোই মেছেজ,,,,

।পরী ভাবলো একটু জ্বলাই,,দেখিতো কতো ভালোবাসে,,,,

।পরী নীলের মেছেজের কোনো উত্তর দিলো না,,
নীল বারবারমেছেজ করছে আর পরী মেছেজ সিন করেও উত্তর দিচ্ছে,,, এতে নীল রেগে গিয়ে বাই বলে,,


তখনি পরী মেছেজ করেঃঃআসলে সরি আমায় যে ছেলেটা প্রপোজ করছে, ও মেছেনজারে কল দিছিলো তাই কথা বলায় বিজি ছিলামগো,,,


নীলঃতাই বুঝি এখন বুঝি এতোই বিজি থাকো তাটে নিয়ে যে সেকারনে মেছেজের রিপ্লাই দেওশার সময় হয়না,,ওকে আমি আর বিরক্ত করবোনা বাই,,,,

।এবারে পরী মেছেজ দিতে লাগলো নীল আর কথা বলেনা,,,,অনেক গুলো মেছেজ করার পর নীল বললোঃঃআমি এখন আমার নতুন জি এফ কে নিয়ে বিজি,,এখন মেছেজ করোনা,


পরীঃঃমানে??


নীলঃঃমানে একটু আগে একটা খুব সুন্দরী মেয়েকে প্রোপজ করলাম ফেসবুকে আর রাজিও হয়ছে,,,তাই প্রেমালাপ করছি,,


পরীঃঃকি বললেন??(মুখ ফাটিয়ে দিবো আপনার)

।নীলঃকেন ফাটাবে?


পরীঃঃনা কিছু না,,বাই,,আর কোনদিন মেছেজ করবোনা,,,
।।
বলেই অনলাইন থেকে চলে আসলো,,

রাগে ফুসছে পরী,,

।তারপর হঠাত ভাবছেঃঃআচ্চা উনিতো আমার ব, আমিতো উনাকে ভালোবাসিনা,,তাহলে অন্যমেয়ের কথা শুনে এতো রাগ উঠছে কেনো আমার??তবে কি আমিও ভালোবেসে ফেলেছি???
।।
ভাবতে ভাবতে পরীর ফোন বেজে উঠলো,,দেখলো নীলের ফোন,,,ফোন ধরেই


পরীঃঃফোন দিছেন কেন??আপনার জি এফ টাগ করবেতো,,যান ওর সাথে কথা বলুন,,,

।নীলঃঃখুব ফাটছে তাই না,,আমারো ফাটে যখন তুমি অন্যছেলের কথা বলো,,

পরীঃঃনা আমার কিছুই হয়না,,আমার কেনো ফাটতে যাবি,,আমার ফাটছেনা বুঝলেন??বাট আপনার কেনো ফাটছে??
।।নীলঃঃজানিনা তবে তোমার সাথে অন্যছেলে দেখলে সহ্য করতে পারিনা,,কলিজায় আঘাত লাগে,

।পরীঃঃকিন্তু কেনো??


নীলঃঃচোখের ভাষাতে বুঝেনিতে পারোনা??

পরীঃঃনা পারিনা,,আপনি মুখে বলে বুঝিয়ে দিন,

নীলঃঃনা থাক বুঝতে হবেনা,,তোমার বোঝায় বয়স হয়নি,

।পরীঃঃএহহ আমি এখন এডাল্ট সব বুঝি,,আর বোঝার মতো বয়স হয়ছে,,আপনি বলুন কেনো ফাটে?? কেনো কলিজায় আঘাত লাগে??কেনো কেনো কেনো???


নীলঃঃভালোবাসি তাই,,


পরীঃঃকি বললেন আবার বলুন,, শুনতে পাইনি ভালোমতো নেটওয়ার্কপ্রবলেম।।

।নীলঃঃকিছু বলিনি আমার ঘুম পাইছে বাই,,,,,
পরীঃঃঐ শুনুন….
·
·
·
চলবে……………….

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে