নীলপরী (পর্ব ০৮)

0
1090

নীলপরী (পর্ব ০৮)
#শান্তনা_ইসলাম
·
·
·
পরীঃঃএইদিকে কোথায় নিয়ে যাচ্ছেন??

নীলঃঃকাজী অফিসে

পরীঃঃকি??????কাজী অফিসে কি করতে যাবেন???

নীলঃঃলুডু খেলতে

পরীঃঃমানে??

নীলঃঃমানে কাজী অফিসে সবাই কি করতে যায় তুমি জানোনা,???

পরীঃঃহুম বিয়ে করতে যায়,,

নীলঃঃতাহলে বলছো কেন কি করতে যাচ্ছি??.

পরীঃঃতো আপনি বিয়ে করতে যাবেন ভালো কথা,,আমায় কেন নিয়ে যাচ্ছেন??আমায় আগে বাসায় রেখে দিয়ে আসেন,তারপর যেখানে ইচ্ছা যাবেন,,,

নীলঃঃঃ,,এহহহহহ,,,তুম­ি না থাকলে বিয়ে কাকে করবো??

পরীঃঃএই আপনের মতলব কি বলুন তো??

নীলঃঃ চলো আমরা বিয়ে করে ফেলি

পরীঃঃকি????(রাগি গলায় বললো)

নীলঃঃচলোনা বিয়ে করি আমরা,,

পরীঃঃএই শুনুন, ফাজলামি বাদ দিয়ে চুপচাপ মন দিয়ে গাড়ি চলান,,,আর বাসায় নিয়ে চলুন আমায়,,,

নীলঃঃআরে বাবু এ রাস্তা দিয়ে আনলাম কারন এ রাস্তা দিয়ে যাইতে টাইম লাগবে,,আমাদের জার্নিটাও লং হবে,,,

পরীঃঃএমনিতই ঠেলাগারি চলাচ্ছেন,,তারওপর লং,,,হায়রে,,, আজকে কি আদোও বাসায় যেতে পারবো কিনা কে জানে,,,আপনারে দেখে যতোই ভদ্র ঠান্ডা ছেলে মনে হয়,আপনি তার থেকে হাজারগুন বেশি দুস্টু,,

নীলঃঃতাই,,, এই দেখো দেখো এই ঠান্ডার ভিতরে বাইক চলাতে গিয়ে আমার হাত কতো ঠান্ডা হয়ে আছে,,,,,হাতটা ধরে একটু দেখো,,

(নীল গাড়ির সামনে থেকে ওর একহাত পেছনে পরীর দিকে দিয়ে বললো কথাটি))

পরীঃঃনা আমার হাত ধরতে লজ্জা করছে,,আমি কোনো ছেলের হাত কোনদিন ধরিনি,,সো পারবোনা,
।।
এখনই জয়েন করুন আমাদের গল্প পোকা ফেসবুক গ্রুপে।
আর নিজের লেখা গল্প- কবিতা -পোস্ট করে অথবা অন্যের লেখা পড়ে গঠনমূলক সমালোচনা করে প্রতি মাসে জিতে নিন নগদ টাকা এবং বই সামগ্রী উপহার।
শুধুমাত্র আপনার লেখা মানসম্মত গল্প/কবিতাগুলোই আমাদের ওয়েবসাইটে প্রকাশিত হবে। এবং সেই সাথে আপনাদের জন্য থাকছে আকর্ষণীয় পুরষ্কার।

গল্পপোকার এবারের আয়োজন
ধারাবাহিক গল্প প্রতিযোগিতা

◆লেখক ৬ জন পাবে ৫০০ টাকা করে মোট ৩০০০ টাকা
◆পাঠক ২ জন পাবে ৫০০ টাকা করে ১০০০ টাকা।

আমাদের গল্প পোকা ফেসবুক গ্রুপে জয়েন করার জন্য এই লিংকে ক্লিক করুন: https://www.facebook.com/groups/golpopoka/?ref=share


নীলঃঃনা ধরলে কিন্তু গাড়ি থেকে ফেলে দিবো,,রাতের বেলা এই নির্জন জায়গায় রেখে দিয়ে চলে যাবো,,,তখন বুঝবে,,এ এলাকাটা আবার ভালোনা,আজেবাজে ছেলেরা থাকে,,,নামিয়ে দিবো কি??

পরীঃঃথাক থাক আমি ধরছি,,,

পরী নিলের একহাত দিয়ে নীলের হাত ধরে,,,

পরীঃঃও মা গো এতো ঠান্ডা কেনো??মনে হচৃছে বরফ ধরছি,,

নীলঃঃবাট তোমার হাত খুব গরম

পরীঃঃহুমম,,,এবারে ঠিক করে গাড়ি চলান,,,,,

নীল এখনো খুব আস্তে আস্তে গাড়ি চলাচ্ছে,,নির্জন রাস্তা পাড় হয়ে আসতেই সামনে একটা মোড়ের ওপর নীলের এক বন্ধু নীলকে দেখেই ডাক দিলো
নীল গাড়ি থামাতেই বন্ধু ওর কাছে এসে বললো

আকাশঃঃনীল দোস্ত কোথায় যাস??আর পাশে মেয়েটা কে?

নীলঃঃআমার বউ,, আর তোদের ভাবি,,

আকাশ ঃঃ,,তুই বিয়ে কবে করলি??আর আমায় বলিস নি কেনো??

নীলঃঃআরে দোস্ত সে অনেক কথারে,,হঠাত করেই হয়ে গেছো,,তাই কাওকে বলতে পারিনি,,তবে তোদের সবাইকে ট্রিট দিবো,,,

আকাশঃঃতা ভাবিকে
নিয়ে কোথায় যাচ্ছিস??

নীলঃঃআর বলিস না দোস্ত,,,,হঠাত করেই আমার শশুর আব্বা অসুস্থ হয়ে পড়েছে,,তাই নতুন বউটাকে নিয়েই ওর বাপের বাড়ি যেতে হচ্ছেরে,,,,আচ্চা দোস্ত লেট হয়ে যাচ্ছে পরে কথা হবে,,,

আকাশঃঃওকে বন্ধু,,

পরী এতোক্ষণ চুপ করে নীলের কথা শুনছিলো,,,,মোড় পার হয়ে ফাকা রাস্তায় আসতেই,,পরী বলে উঠলো,

গাড়িটা একটু থামানতো,,,

নীল গাড়ি থামালো

পরী গাড়ি থেকে নেমেই নীলের গলা টিপে ধরে,,তারপর পিঠে কিলঘুষি মারতে থাকে৷ ,,

নীলঃঃআহ,,,,মারছো কেন???

;ঃ ঐ আমি আপনার বউ হলাম কবে থেকে?? এতো ছিটারি করলেন কেনো????

নীলঃঃশাড়ি পড়ে যেমন ভাবে আছো যদি বলতাম ফ্রেন্ড তাহলে ভাবতো জি এফ,,আরো নেগেটিভ কথা বলতো তাই বউ বলেছি,

পরীঃবোন বলতেন

নীলঃঃএহহহ আমি তোমারে বোন বলতে পারবোনা,,,,

পরী ঃঃকেনো পারবেন না??

নীলঃঃসেটা যদি তুমি বুঝতে তাহলে তো ভালোই হতো,,

পরীঃঃবুঝিয়ে বললে ঠিকি বুঝবো

নীলঃসময় হোক বলবো,,,এখন গাড়িতে উঠো,,,,

পরীঃঃসব বুঝলাম,, বাট তা বলে আপনি আমার আব্বারে অসুস্থ বানালেন,,,আপনারে আমার এখন বাশঝাড় থেকে কাচা কুন্চি কেটে এনে,,কুন্চি দিয়ে পিটাতে ইচ্চা করছে,,মিথ্যা বাদীর জাহাজ একটা,,,আপনারে নোভেল পুরস্কার দেওয়া উচিত,,,,

নীলঃঃআচ্ছা দিয়ো,,এখনতো গাড়িতে উঠো,,

পরী গাড়িতে উঠে বসলে,,নীল এখনো সেই ঠেলাগাড়ির মতোই গাড়ি চলাচ্ছে,,,পরীও চুপ করে আছে কিছু বলছে না,,,নীল হঠাত দুস্টুমি করে জোড়ে গাড়ি ব্রেক কসতেই পরী টাল সামলাতে না পেরে বাইক থেকে পড়ে যেতে লাগলে ,ভয়ে নীলকে পেছন থেকে জড়িয়ে ধরে,,,
·
·
·
চলবে………………

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে