নর নারী

0
1126

নর-নারী
-রাবেয়া বসরী

*

বয়স তার বিশ কি একুশ
এখনই সে একজন দায়িত্ববান পুরুষ।

সারাক্ষণ তার মাথায় চিন্তা চলে,
পড়া শেষ করবে চাকরি টা পেলে,

আসলে হয় কি তাই?
বালক যুবক বা পুরুষ ছেলে
বয়স ভেদে দায়িত্ব মেলে
জন্মের পরে শুনতে হয়,
ছেলেদের কি কানতে হয়?

মেয়েরা যখন পুতুল খেলে,
ছেলেরা তখন বাজার করে,

বিরাট বড় ঝামেলার মাঝে
সমাধান তো তার কাছে ই আছে।

পুরুষ মানে টাকার থলি,
শুনতে খারাপ হলেও, সত্যিটা ই বলি।

পাত্রী একটু সুন্দরী হলে,
পাত্রের আগে পাত্রের টাকা চলে,
সব ক্ষেত্রে এক না ও হতে পারে।

মুখে সবাই বলে মোন’ই আসল,
টাকা না থাকলে দেখা যাবে তার ক্ষেতে কেমন ফসল?

বাস্তবতা মানতে হবে,
চিল্লিয়ে কি লাভ হবে?

এবার আসি মেয়ের দিকে-

হতে হবে সুন্দরী,
কাজকর্ম আর লেখায় পড়ায়
হতে হবে এক নম্বরী।

বয়স যদি কম হয়,
তবে একটু ভালো হয়
সথে দু’টো ডিগ্রী হলেও মন্দ কিন্তু নয়!

মেয়ে যদি কালো হয়,
বাবা’র তখন চিন্তা হয়,
কন্যা দানেই সর্বস্ব দান করতে হয়
সু পাত্র না হলেও কোনো সমস্যা নাই!!

বিয়ের সময় ছেলের বাবা’র সামান্য কিছু চাওয়া,
ঘর সাজানোর জিনিস পত্র আর
ছেলেটার ব্যাবসার জন্য মাত্র পাঁচ লাখ টাকা,

বাবা যখন দিতে না পারে,
মেয়ের উপর প্রহার চলে!
তারপরে একদিন মা হলে,
সে ও তখন বুঝতে পারে।

জীবন টা তাদের এই ভাবেই যায়,
হাসি কান্না আর বেদনায়!

1 মন্তব্য

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে