দুঃখ বিলাস!!
রাকিবুল ইসলাম
মনেতে আছে যত দুঃখ গাঁথা
বুঝে কী কেউ সেই ব্যাথা ।
আকাশেতে আছে লক্ষ্য তারা
কিন্তু আমার মনেতে নাই যে সুখ তারা।
মাঝে মাঝে আসে অশ্রু জল
সে যে নয় অশ্রু জল
সে সব যে শকুনের দল ।
কাঠ ঠকরা খায় যেমন কাঠ
তেমনি তিলে তিলে জনমে আমার সব দুঃখ পাঠ।
সে সব শুনবার নাই যে কোনো লোক
তাই তো ধীরে ধীরে ফাটে আমার এই বুক ।
অবাক হয়ে দেখি ওই সূর্যকে
কি অনল দহনে পুরাইছে
এই পৃথিবীকে
তেমনি করে দুঃখের দহনে
পুড়াই আমি সব ইচ্ছা গুলোকে।