তৌফিকপ্রাপ্ত রাজা ও আল্লাহর রহমত | ইসলামিক গল্প সংখ্যা-০৮

0
23

তৌফিকপ্রাপ্ত রাজা ও আল্লাহর রহমত

একবার একজন রাজা তার সৈন্যদের নিয়ে শিকারে বের হলেন। শিকার করতে গিয়ে তিনি গভীর জঙ্গলে ঢুকে পড়েন এবং তার দল থেকে বিচ্ছিন্ন হয়ে যান। পানির তৃষ্ণায় ক্লান্ত হয়ে তিনি একটি ছোট্ট কুঁড়েঘরে পৌঁছান।

সেখানে তিনি এক বৃদ্ধ মহিলাকে পান, যিনি তাকে পানি ও রুটি দিয়ে আপ্যায়ন করেন। রাজা মুগ্ধ হয়ে তাকে জিজ্ঞাসা করলেন,
“আপনি কী প্রার্থনা করেন?”

বৃদ্ধা উত্তর দিলেন,
“আমি আল্লাহর কাছে প্রার্থনা করি, যেন আমার একমাত্র ছেলেকে সৎ কর্মে পরিচালিত করেন এবং সে একজন ভালো মানুষ হয়।”

রাজা বললেন,
“আপনি জানেন না আমি কে। আমি এই দেশের রাজা। আপনার জন্য আমি বিশেষ কিছু করতে পারি।”

বৃদ্ধা হেসে বললেন,
“আপনি কি জানেন, কে আপনাকে এখানে নিয়ে এসেছে? আমি আল্লাহর কাছে প্রার্থনা করেছি। তিনিই আপনাকে আমার দরজায় পাঠিয়েছেন। আপনি রাজা হলেও, আল্লাহর চেয়ে বড় কিছু নন।”

এই কথা শুনে রাজা অনুতপ্ত হলেন এবং বুঝতে পারলেন, আল্লাহর কৃপা ও দোয়া সবকিছুর ওপরে।

শিক্ষণীয় বিষয়:

আল্লাহর উপর বিশ্বাস রাখা ও তার কাছে দোয়া করা সবচেয়ে শক্তিশালী মাধ্যম।

ক্ষমতাবান হলেও বিনম্র হওয়া জরুরি।

আল্লাহ মানুষকে বিভিন্নভাবে শিক্ষা দেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে