তোমার স্মৃতির অসুখ- লেখনীতেঃ মাসুদ রানা তাসিন

0
552

#গল্পপোকা_কবিতা_লিখন_প্রতিযোগিতা

কবিতার নামঃ তোমার স্মৃতির অসুখ
লেখনীতেঃ মাসুদ রানা তাসিন

মনের ক্যানভাসে কান্নাহাসির জোয়ারভাটা!
স্মৃতির বিচরণে আটকানো ধোঁয়াশা,
মেঘলা প্রহরে ভাসছে আকাশটা,
শহরপোড়ে স্মৃতির ধাঁধায় নিরাশা।

ভালোবাসার অভিনয় শত অপমান,
আসল নকলের মঞ্চ খেলায়,
চোখের জলে সকল অভিমান,
মুক্তোর খোঁজে ঘুরে বেড়ায়।

ভালোবাসার শীতলপরশ সয়ে যাতনা,
চোখভিটে জ্বলজ্বল মনে বেদনা।
সেদিনের কথাগুলোয় পাই সান্ত্বনা,
হৃদয়ের স্বাধীনতা সত্যিই সহেনা।

উজার দুঃখ বুকে হাহাকার,
আলোর খোঁজে পাবো সুখ।
সত্যিই কেউ নেই দেখার,
যেথায় তোমায় পাবার অসুখ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে