তোমাতেই সীমাবদ্ধ আমি পর্ব-৮

0
2202

#তোমাতেই সীমাবদ্ধ আমি
#লেখনীতে:মাইশা চৌধুরী
(৮)

কাজিকে দেখে দুজন এমন করে চিল্লিয়ে উঠলো যে সবার নজর এখন ওদের দিকে।

রাহিমা বেগম বললেন,,

“ষাড়ের মতো চেচাচ্ছিস কেনো?”

ইয়াশের মুখ চুপসে গেলো।

আনিশার আম্মু রিমা বেগম আনিশার দিকে রেগে তাকাতেই আনিশার মুখও চুপসে গেলো।

রেদোয়ান নিজের চশমা ঠিক করতে ব্যস্ত।কাল রাতে তার বাসায় চোর এসেছিলো। চোর ধরতে যাওয়ার সময় তার চশমা ঠাস করে নিচে পরে গেছে।

তারপর থেকে সে বেশ ভালো করে চমশমাকে দেখছে।
এখন তার কাছে চশমা কেনার টাকা নেই। মাসের শেষ। তাই এটাই তার শেষ সম্বল।

রেদোয়ান চশমা ঠিক করে সামনে তাকাতেই মুখ হা করে ফেলে।
সে এটা কি দেখছে যাদের বিয়ে দিয়েছিলো আগামীকাল তারা আজ আবারো বিয়ে করছে।
বিষয় বস্তু কিছুই বুঝতে পারছে না রেদোয়ান।

রেদোয়ান কিছু বলবে তখনই মনে পড়ল তার সুগার আছে।আর যখন তখন ওয়াশরুম পেয়ে যায় তার।এই মুহুর্তে তার ওয়াশরুম যাওয়াটা জরুরি।
কিন্তু সমস্যা হলো সে তো কিছু চিনেনা।

রেদোয়ানের পাশে দাড়িয়ে ছিলো তোরশার হাসবেন্ড অনিক।রেদোয়ান তাকেই করল,,

“বাবা আমাকে একটা হেল্প করো।”

“হ্যা বলুন।”

“ওয়াশরুম টা কোনদিকে?”

“চলুন আমি দেখিয়ে দিচ্ছি।”

“আচ্ছা।”

অনিক রেদোয়ানকে নিয়ে গেলো।

এদিকে সেই থেকে কাচুমাচু হয়ে বসে আছে ইয়াশ।ইয়াশের কলেজ ফ্রেন্ড আবির মজা করে বলে,,

“কি রে এমন করছিস কেনো?”

আরেক ফ্রেন্ড নিলয়,সে বলে,,

“আমার কি মনে হয় বল তো আবির ইয়াশ ভয় পাচ্ছে। আরে ভয় পাস না।আমরা আছিনা।”

ইয়াশ নিলয়ের পেটে কনুই দিয়ে গুতা দিয়ে বলল,,

“চুপ বে।আমার কপাল থেকে শনি যাচ্ছে না আর তুই আছিস এসব নিয়ে।”

আবির সিরিয়াল ভঙ্গিতে বলে,,

“তোর কি লুজ মোশন হয়েছে?”

বলে হাহা করে হাসতে লাগলো নিলয় আর আবির।
ইয়াশ বিরক্ত হয়ে চোখ ফিরিয়ে দেখতে লাগলো সামনে।কাজিকে দেখতে না পেয়ে শান্তির নিশ্বাস ফেলল।

ঘেমে গেছে ভয়ে একেবারে।একটু মুখ টা ধোয়া দরকার।ভালে লাগবে।
ইয়াশ আবিরের হাত ধরে নিচু করিয়ে কানে কানে কি জানি বলে।

তখন আবির ওকে নিয়ে বিয়ের আসর থেকে সাইডে আসে।

“বল কি হয়েছে?বিয়ের আসর থেকে চলে এলি কেনো?”

“দোস্ত আমি ওয়াশরুম যাবো। তুই একটু এদিকটা ম্যানেজ করিস।”

“ওহ ওকে। ”

ইয়াশ ওয়াশরুমের দিকে গেলো।ইয়াশ শেরওয়ানীর হাত ফোল্ড করতে করতে ওয়াশরুমে ঢুকতেই এক চিৎকার দিলো।রুমের দরজা সাউন্ড প্রুফ হওয়াতে বাহিরে আওয়াজ যায়নি।

“ছি ছি ছি আপনি কি দরজা লক করতে পারেন না।নাউজুবিল্লাহ। ”

রেদোয়ান রেগে চোখের চশমা ঠিক করতে করতে বলল,,

“তুমি দেখি নিজে ভুল করে আমাকেই দোষ দিচ্ছো।বলি এই ছোকরা তুমি কিছু দেখোনিতো?”

“সব দেখেছি।”

“🫠”

“বাহিরে গিয়ে সবাইকে বলবো।”

“কি বলবে তুমি?”

“যা দেখেছি।”

” আয়হায় না এইটা করোনা।আমার একটা সম্মান আছে।”

“ওকে বলবো না।তবে একটা শর্ত আছে।”

“কি শর্ত?”

“আমি আর আনিশাকে কালকে আপনি দেখেছেন এবং বিয়ে পরিয়েছেন এই কথা যেনো কেউ না জানে।”

“ওমা,! কেনো বলবো না?তোমরা এখন বিয়ে করছো তাহলে কাল ওমন করে মিথ্যা বললে কেনো?”

“সেটা আমি আপনাকে পরে বুঝিয়ে বলবো।এখন যা বলছি তাই করুন।না হলে আমি গেলাম বলতে এখনি যা দেখেছি।”

“না। আমি কাউকে কিছু বলবো না।”

“হুম।থাকুন হালকা হয়ে আসি।”

বলে ইয়াশ রুম থেকে বেরিয়ে অন্য ওয়াশরুমে গেলো।

রেদোয়ান ঘাম মুছে নিলো।

____________________________

রিফাত সাহেব এবার বিরক্ত হচ্ছেন।কাজিকে সবাই খুজে চলেছে তার খোজ নেই।গেলো কই?

অনিক এক সাইডে দাড়িয়ে কাটলেট খাচ্ছিলো তোরশা এসে বলল,,

“তুমি এখানে খাচ্ছো!ওদিকে এক কান্ড হয়ে গেছে।”

“কি হলো?”

“কাজিকে পাওয়া যাচ্ছে না।”

“না পাওয়ার কি আছে?উনি তো ওয়াশরুমে গিয়েছেন।”

কাটলেট মুখে দিতে দিতে বলল অনিক।
তোরশা ঝাঁঝালো কন্ঠে বলে উঠলো,,

“তুমি জানো তাহলে এতোক্ষণ বলোনি কেন?সবাই চিন্তায় কি অবস্থা.।”

“তুমি কি আগে আমাকে জিজ্ঞেস করেছিলে যে বলবো?খাওয়ার মাঝে জালিয়েও না।”

“তোমার সাথে কথা বলাই বেকার।”

তোরশা চলে গেলো।বিয়ের আসরে গিয়ে দেখলো কাজি চলে এসেছে।

আনিশা ভয়ে আছে কাজি না কালকের কথাটা বলে দেয়।কিন্তু না বলল না।আনিশা বেশ শস্তির নিশ্বাস নিলো।

বিয়ে সম্পন্ন হতেই কাজি চলে গেলো।এরপর আনিশার কাজিনরা বেশ মজা করল।এবার এলো বিদায়ের পালা।

ইয়াশে প্রচুর ঘুম পেয়েছে আজ সারাদিন বেশ ধকল গেছে।
আনিশাকে কান্না করতে দেখে নিজের অজান্তেই ইয়াশের খারাপ লাগতে শুরু করলো।

সকলকের কাছে বিদায় নিয়ে গাড়িতে ইয়াশের পাশে আনিশা বসানো হলো। ইয়াশ আনিশার দিকে তাকিয়ে চোখ ফিরিয়ে নিলো।
গাড়ি চলতে লাগলো আপন গতিতে।
একটি গাড়িতে শুধুই আনিশা আর ইয়াশ। বাকি গাড়িতে অন্যরা।

আনিশার কান্না করতে করতে হিচকি উঠে গেছে।
ইয়াশ আর চুপ থাকতে পারল না।
আনিশার কাধে হাত দিয়ে বুকে জড়িয়ে নিলো।
আনিশা অবাক হলেও কিছু বলল না।

ইয়াশদের বাড়িতে পৌছাতে পৌছাতে আনিশা ঘুমিয়ে গেলো।
ইয়াশদের বাসায় এসে গাড়ি থামতেই সকলে এসে ভীর করে নতুন বউ দেখতে।বাড়ি ভর্তি মেহমান।

অনেক মানুষের হইচই শুনে আনিশার ঘুম ভেঙে গেলো।
চোখ খুলতেই দেখলো ও ইয়াশের বুকে। তারাতারি করে সরে গেলো।ইয়াশ শান্ত গলায় বলল,,

“রিলাক্স। আমি কিছু মনে করিনি।গিল্ট ফিল করো না।”

রাহিমা বেগম সব নিয়ম কানুন মেনে আনিশাকে ভিতরে নিয়ে গেলেন।
আনিশার পাশে মোহনা বসে আছে।মোহনার মন খারাপ তবুও হাসছে।বিষয়টা আনিশা খেয়াল করেছে।

মোহনা আনিশার হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলল,,

“তুমি অনেক লাকি আনিশা। ইয়াশের মতো হাসবেন্ড পেয়েছো।আমার ভাই তোমার অনেক খেয়াল রাখবে।”

আনিশা উত্তরে শুধু হাসলো।এবার আনিশার সাথে দেখা করতে এলো ইয়াশের দাদি ফাতেমা বেগম।
যার জন্য বিয়েটা তারাতারি করতে হয়েছে।
নাহলে আনিশার এইচএসসির পরই বিয়েটা হতো।
ফাতেমা বেগম অসুস্থ। তার শেষ ইচ্ছা ইয়াশের বিয়েটা দেখার।

ফাতেমা বেগম অনেক আদর করেন আনিশাকে।আনিশাকে এক জোড়া বালা পড়িয়ে দেয় আর বলে,,

“এইটা এই চৌধুরী পরিবারের ঐতিহ্য। আমার শাশুড়ী আমাকে দিসিলো আমি আমার বউমাকে দিসি।আর এটা তোমাকে দিলাম। চৌধুরীরাণীরাই পায় এটা। ”

আনিশার বেশ অবাক লাগলো একটা বিষয় তা হলো ফাতেমা বেগম একবারো মোহনার সাথে কথা বলল না।
কারণ টা বুঝলো না আনিশা।ফাতেমা বেগম আরও কিছুক্ষণ আনিশার সাথে গল্প করে ঘরে গেলেন।
উনি বেশিক্ষণ বসে থাকতে পারেন না।কোমড়ে টান অনুভব করেন।

________________________________

রাত ১২:০৪,,

ফুলে সজ্জিত বিছানায় বসে আছে আনিশা।ঘুমে ঢুলে পড়ছে।ইয়াশকে আটকে দিয়েছে তার বন্ধুরা।
তাই এখনো আসতে পারেনি।

অবশেষে ইয়াশ এলো।এসে দেখে আনিশা ঘুমে ঢুলছে।
ইয়সশের পায়ের শব্দে তন্দ্রা ভাবটা কেটে যায় আনিশার।ও উঠে সালাম করে ইয়াশকে।ইয়াশ বলে,,

“বিবিজান দেখি ভদ্র হয়ে গেছে।”

ইয়াশের মুখে বিবিজান কথাটা শুনে অবাক হলো আনিশা।ইয়সশের দিকে অবাক নয়নে তাকালো।
ইয়াশ স্মিত হেসে বলল,,

“আজ থেকে তোমায় বিবিজান বলবো। আজ থেকে আমি তোমার পথ চলার সাথি আর তুমি আমার।চলো নতুন জীবনের সূচনাটা আল্লাহ ইবাদতের মাধ্যমে শুরু করি।নামাজ পড়ে নেই।”

আনিশা মাথা নাড়িয়ে সম্মতি জানালো।

দু’জনে ওজু করে এসে নামাজ পড়ে নিলো।
নামাজ শেষ করে আনিশা আয়নার সামনে দাড়ালো।পড়নে হালকা আকাশি রঙের কামিজের সাথে সাদা পাজামা। সাদা ওরনা।

নিজেকে নিজের কাছে অন্যরকম লাগছে আজ। কারণ কি? বিয়ের পর কি সত্যি তবে মেয়েদের পরিবর্তন হয়?আকাশ কুসুম ভাবনার ছেদ পড়ে কারো চিৎকারের আওয়াজে।

ইয়াশ ফোনে কি জেনো করছিলো চিৎকারের আওয়াজে ইয়াশ আনিশা দু’জন একসাথে রুম থেকে বের হলো।

চিৎকারের আওয়াজ এসেছে ইরফানের রুম থেকে।
দ্রুত সেখানে গিয়ে পা থমকে যায় আনিশার।
মোহনার হাত দিয়ে র/ক্ত পড়ছে।নিচে পড়ে আছে ও।ইরফান রুমে এসে এই দৃশ্য দেখে চিৎকার করেছে।

চলবে…!!

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে