তুমি কী এখনো আমায় ভালোবাসা???

0
3477

-তুমি কী এখনো আমায় ভালোবাসা???
-ভালোবাসি কিনা জানিনা,,তবে এখনো প্রতিটা রাত তোমাকে ভাবেই ঘুমাতে যাই।কাউকে কথা দিয়েছিলাম বলে নিজের খেয়াল রাখি।ঠিক মতো ঔষধ খাই।কারো অপেক্ষায় এখনো থাকি জানি সে আর কখনো আসবে না আমার জীবনে ফিরে ,,,,,তবুও ভালোলাগে অপেক্ষা করতে। জানো রাস্তা গুলোও তোমার কথা মনে করিয়ে দেয়। যখন বাসে উঠি খুব মিস করি তোমায়। এখন আমি চাইলেও কারো কাধে মাথা রাখতে কিন্তু পারিনা।খুব ইচ্ছে করে কারো কাছে বায়না করতে কিন্তু জানো এখন আর পারিনা।আমি আইসক্রিম খাইনা কেন জানো? তোমার কথা তখন খুব বেশি মনে পরে তাই।

-আমি যদি তোমার জীবনে ফিরে আসতে চাই তুমি কি আমায় গ্রহণ করবে???
-স্বপ্ন দেখা অনেক আগেই বদ্ধ করে দিয়েছি। মিথ্যে স্বপ্নে নিজেকে আর বিভোর করতে চাই না।?….
-তুমিকি আমায় ছাড়া ভালো আছো?
-ভালো থাকা কাকে বলে আমি তা ভুলে গেছি,, তবে বলবো তোমার স্মৃতিগুলো বেশ ভালো রেখেছে আমায়।??
______Farjana Orin

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে