তুই আমার ২ পর্বঃ২৪

0
2306

#তুই আমার ২
#পর্বঃ২৪
#Tanisha Sultana

মিষ্টি অভির হাত বেন্ডেস করে দিচ্ছে। নিজের পায় পায়ে যে কাঁচ ঢুকেছে সেদিকে খেয়াল নেই

“মিষ্টি একটা কথা রাখবে

” বলো

“চলে যাও না আমার জীবন থেকে। আমার চাই না তোমাকে

” ঠিক আছে চলে যাবো। কিন্তু পুলিশ রিনিকে ধরবে তারপর।

মিষ্টি চলে যাওয়ার জন্য ওঠে কিন্তু পায়ের জন্য হাটতে পারে না।

“কি হয়েছে তোমার পায়ে

“কিছু না। তাহলে হাটতে পারছো না কেনো

অভি মিষ্টিকে বেডে বসিয়ে পা টা অভির কোলে নেয়।

” তোমার পায়ে কাচ ঢুকেছে আর তুমি কিছু বলছো না। এমনিতে তো কতো কথা বলো ইডিয়েট একটা

অভি খুব যত্ন নিয়ে কাচ বের করে পা পরিষ্কার করে বেন্ডেজ করে দেয়।,

“আচ্ছা আমার পবলেম টা কোথায়

” মানে
।।
“দেখতে সুন্দর না, মুর্খ, না কি ফেমেলি ভালো না, ক্ ভালো না এগুলো কি আমার পবলেম

” আমি কখনো বলেছি কি

“তাহলে আমাকে তোমার একসেপ্ট করতে পবলেম কি

“মিষ্টি মনের মাঝে একজনকে রেখে আর একজনকে নিয়ে সংসার করা যায় না।

” তুমি চেষ্টা তো করতেই পারো। কথা দিচ্ছি রিনির মতো কখনো ঠকাবো না।

“মা কে বলে দিয়েছি মা তোমার খাবার দিয়ে যাবে। খাবার খেয়ে ঔষুধ খেয়ে নিও

অভি চলে যায়। মিষ্টির ফোনে ফোন আসে

” হেলো কে

“কাজটা তুমি ঠিক করো নি মিষ্টি। এরদাম তোমাকে দিতে হবে

“রিনি আপু তুমি কেনো ফোন দিয়েছো

” তোমার খবর জানতে। তুমি আমার এক কোটি টাকা লছ করেছো। তোমার খোজ খবর জানতে হবে না

দেখো মিষ্টি তোমার সাথে আমার কোনো ঝামেলা করার নেই সো তুমি আমার রাস্তা থেকে সরে দাড়াও নাহলে ফল খুব খারাপ হবে

“তুমি কি আমাকে হুমকি দিচ্ছো? আমি কিন্তু ভয় পায় নি

” তুমি সোজা কথার মানুষ না। যায়হোক একটা সত্যি কথা বলি আমার ভাইটা তোমাক সত্যি খুব ভালোবাসে ওর নাকি তোমাকে চাই ই চাই৷৷ তাই খুব তারাতারি তোমাকে ভাইয়ের বউ বানাবো তৈরি থেকো

রিনি ফোন কেটে দেয়। মিষ্টি ভাবনায় পড়ে যায়। কে রিনির ভাই আর সে মিষ্টিকে কি করে চিনে। এসব ভাবনার মধ্যে অভির মা আসে

“মিষ্টি তোমার খাবার। তারাতারি খেয়ে ঔষুধ খেয়ে নাও

” মা খাইয়ে দাও না গো

অভির মা মিষ্টিকে খাইয়ে ঔষুধ খাইয়ে দেয়। তারপর মিষ্টিকে সুইয়ে দিয়ে চলে যায়।

রাত দুটোই অভি খুড়িয়ে রুমে ঢুকে। মিষ্টি ঘুমচ্ছে। অভি মিষ্টির কপালে হাত দিয়ে দেখে মিষ্টির গা গরম। মিষ্টির গায়ে চাদরটা টেনে দিয়ে সোফায় শুয়ে পড়ে।

সকালে মিষ্টির ডাকে অভির ঘুম ভাঙে।

“কি হয়েছে এতো সকাল সকাল ডাকছো কেনো

” আমি না শাড়ি পড়েছি দেখো না কেমন লাগছে

অভি এবার মিষ্টির দিকে তাকায়। মিষ্টি নীল একটা শাড়ি পড়েছে। দেখতে খুব সুন্দর লাগছে

“তুমি শাড়ি পড়েছো

” হুম

“পাগলের মতো লাগছে। আমি তো ভেবেছিলাম আমার সামনে একটা পাগল দাড়িয়ে আছে। পরে তোমার কন্ঠ শুনে বুঝতে পারলাম এটা তুমি

” কি বললে তুমি আমাকে পাগলের মতো লাগছে

“কেনো বিশ্বাস হচ্ছে না আয়নায় দেখো

” হুম পাগলের বউতো পাগলই হয় তাই না

“নাহহ। তুমি কোথাও দেখছো পাগলের বউ পাগল হয়

” হুম দেখছি তো। তোমাকে আর আমাকে

“ধ্যাত রিনি

মিষ্টি ফল কাটার ছুরি নিয়েঅভির ওপরে বসে গলায় ছুটি ধরে

” আর একবারও রিনি নামটা বললে না গলা কেটে ফেলে দেবো। মিষ্টি বল

অভি ভয় পেয়ে যায়।

“কি হলো বলবি না কি গলা কাটবো

” মিমিষ্টি

তুতলিয়ে বলে অভি

“বল মিষ্টিকে ভালোবাসি

” না

“বলতে বলছি বল

” ভালোবাসি না

ছুরিটা গলার সাথে মিশিয়ে

“ভালো ভাবে বলছি বল নয়লে কিন্তু গলাটা থাকবে না

” বলছি। ছুরিটা সরাও

” আগে বল

“৷ ভালোবাসি

” কাকে

“মিষ্টি

” আমিও তোকে ভালোবাসি। তুই আমার। তুই কার বল

“তোমার

মিষ্টি অভির ওপর থেকে নামে। অভি গলায় হাত দিয়ে উঠে বসে

” উফফ ইডিয়েট

“এই ইডিয়েট টাই তোমার বউ

” সেখানেই তো পবলেম

“তুমি বললে আমাকে সুন্দর লাগছে না। আমি তো শাড়ি পড়ে সেলফি তুলে ফেসবুকে আপলোড দিলাম জানো এতো এতো লাইক কমেন্ট হয়েছে। সবাই বলেছে আমার পরির মতো লাগছে।

” সবাই তোমার মন রাখার জন্য পাম দিয়েছে কিন্তু আমি তো আর মন রাখার জন্য মিথ্যা বলতে পারি না।

“ধুর পড়বোই না শাড়ি। খুলে ফেলবো

মিষ্টি অভির সামনেই শাড়ি খোলা শুরু করে।

” পড়েছো যখন তখন আর খুলতে হবে না

“না আমি খুলবোই আর কখনো শাড়ি পড়বোই না

” খুব সুন্দর লাগছে খুলো না।

মিষ্টি অভির দিকে তাকায়। অভি আবার শুয়ে পড়েছে। মিষ্টি টুক করে অভির কপালে একটা চুমু দিয়ে দৌড়ে চলে যায়।।

চলবে

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে