তিন যুবকের গুহায় আটকা পড়ার গল্প | ইসলামিক গল্প সংখ্যা-০৩

0
31
ছোট হাদিস, বড় হাদিস, ইসলাম, ইসলামের ইতিহাস, ইসলামের আলো, ইসলাম ধর্ম, বাংলা হাদিস, ভালো হাদিস, মোটিভেশান হাদিস, Golpo poka, golpopoka, Hadis, hadis, Bangla Hadis,new hadis, রাসূলুল্লাহ (সা.) বলেছেন, রাসূলুল্লাহ (সা.), হযরত মোহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, শিখনিয় হাদিস, জীবন পরিবর্তন করার হাদিস, আলোকিত হাদিস, ধর্ম,ইসলাম ধর্ম, কোরআন শরিফ, সহীহ বুখারি,তিরমিজি

নিচে একটি জনপ্রিয় ইসলামিক গল্প দেওয়া হলো:

তিন যুবকের গুহায় আটকা পড়ার গল্প:

একবার তিন যুবক সফরে বের হলেন। পথে একটি পাহাড়ি গুহায় রাত কাটানোর জন্য প্রবেশ করলেন। হঠাৎ পাহাড় থেকে একটি বিশাল পাথর পড়ে গুহার মুখ বন্ধ হয়ে যায়। তারা বুঝতে পারলেন, শুধু আল্লাহর কাছে দোয়া করেই তারা মুক্তি পেতে পারেন।

তারা প্রত্যেকে তাদের জীবনের এক বিশেষ নেক আমলের কথা উল্লেখ করে আল্লাহর কাছে দোয়া করলেন:

1. প্রথম যুবক:
তিনি তার বাবা-মাকে খুব সম্মান করতেন। একবার দুধ নিয়ে বাবা-মার জন্য অপেক্ষা করতে গিয়ে সারা রাত দাঁড়িয়ে ছিলেন। তিনি আল্লাহর কাছে সেই নেক আমলের কথা উল্লেখ করে মুক্তি চাইলে পাথর কিছুটা সরে যায়।

2. দ্বিতীয় যুবক:
তিনি একবার গুনাহ করার সুযোগ পেয়েও আল্লাহর ভয়ে তা থেকে বিরত ছিলেন। তিনি সেই আমলের কথা উল্লেখ করলে পাথর আরও সরে যায়।

3. তৃতীয় যুবক:
তিনি একবার একজন মজদুরের পাওনা রেখে দেন এবং পরে তা মুনাফাসহ ফিরিয়ে দেন। তিনি সেই সততার কথা উল্লেখ করলে পুরো পাথর সরে যায়, এবং তারা মুক্তি পান।

(সহীহ বুখারি: ২২৭۲)

এই গল্প আমাদের শিক্ষা দেয়, সত্যিকারের নেক আমল কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য করলে তা বিপদে আমাদের মুক্তি এনে দিতে পারে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে