তিন ভাইয়ের ইবাদতের গল্প
একদিন তিন ভাই তাদের ইবাদতের গুণ নিয়ে আলোচনা করছিলেন। তারা আল্লাহকে খুশি করার জন্য আলাদা পথ বেছে নিয়েছিলেন।
1. প্রথম ভাই:
তিনি বললেন, “আমি সারাজীবন রোজা রাখব। কোনো দিন রোজা ভাঙব না।”
2. দ্বিতীয় ভাই:
তিনি বললেন, “আমি সারারাত নামাজ পড়ব, কখনো ঘুমাব না।”
3. তৃতীয় ভাই:
তিনি বললেন, “আমি বিয়ে করব না। সারা জীবন আল্লাহর ইবাদতেই কাটাব।”
তাদের এই কথাগুলো রাসূলুল্লাহ (সা.) শুনলেন। তিনি বললেন:
“আমি আল্লাহর রাসূল এবং আমি সবার চেয়ে বেশি তাকওয়াবান। কিন্তু আমি রোজা রাখি এবং ভাঙি, রাতে ইবাদত করি এবং ঘুমাই, এবং আমি বিয়েও করেছি। যে আমার সুন্নত থেকে দূরে সরে যাবে, সে আমার অনুসারী নয়।”
(সহীহ বুখারি: ৫০৬৩)
শিক্ষণীয় বিষয়:
ইসলামে ভারসাম্যপূর্ণ জীবনযাপন গুরুত্বপূর্ণ।
অতিরিক্ত কষ্ট বা চরমপন্থা আল্লাহ পছন্দ করেন না।
রাসূলুল্লাহ (সা.)-এর সুন্নত অনুসরণ করাই সঠিক পথ।