কবিতা: তবুও কি বলবে তুমি মানুষ?
লেখনীতে: মুন_স্নিগ্ধা (ফাতেমা আক্তার জ্যোৎস্না)
আসলেই কি মানুষ তুমি?
তবে প্রমাণ দাও!
প্রমাণ যদি নাইবা দাও
তবে আমি বিশ্বাস’ই বা করব কিসে?
যত্রতত্র খুন,ধর্ষণ আর রাহাজানি
ছিনতাই, অপহরণ আরো কতো কী!
দিবালোকেই করছ অথচ নেই কোনো আক্ষেপ!
তবুও কি বলবে তুমি মানুষ?
তবে বলি একবার জেনেই না হয় নাও
মানুষ–কাকে বলে?
জেনে নাও–মনুষ্যত্ব কাকে বলে?
জেনে নাও–মানবতাবোধ কাকে বলে?
আমিও কতই না পাগল!
কাকে বলছি কি কথা?
তোমার তো বিবেক শূন্য!
নাহ্! শূন্য নয়, যা ছিল তা এখন মৃত!
আহ্! আজ আফসোস হয় আমার
কেন এই বিবেকের মৃত্যুর হয় না কোনো রেজিস্টার।
যদি হতো তবে বোধহয়
পড়ত কম কালি আর পড়ত কম খাতা!
মৃত বিবেকের মানুষের কি কোনো
অভাব আছে এ ধরায়?
নেই তো! আর এতেই আমার বিস্ময়!
তবুও বলবে কি তুমি মানুষ?
নাহ্! তুমি মানুষ নও।
নেই মনুষ্যত্ব তোমার মাঝে।
নেই কোনো আক্ষেপ–নেই অনুতাপ।
মানুষের সকল বৈশিষ্ট্য’ই যে
আজ হারিয়েছ তুমি!
তবুও কী বলবে তুমি মানুষ?
০৯.০৪.২০২০