জেনে রেখো তুমি একা

0
1755

জেনে রেখো তুমি একা
___আশা

এই পৃথিবী কত বৈচিত্র্যতায় ঘেরা!
লাখো মানুষের ভীরে থেকেও,
জেনে রেখো তুমি একা!
জনসমুদ্রের ঢেউ দেখে তুমি ভরসায় পথ চলো,
তুমি তো জানো না!
ভীরের মাঝে মুখোশধারী মানুষগুলোর মস্তিষ্কের খবর!
শত শত কালো থাবা ওৎ পেতে থাকে,
তোমার জীবনকে করে দিতে এলোমেলো!
বিপদে পড়লে ভরসায় তুমি সাহায্যের প্রার্থনা করো,
তখন তুমি দেখতে পাও,
আপন মানুষগুলোর রূপ বদলানোর ধরণ!
বিস্ময়ে তুমি দু’ফোঁটা অশ্রু গণ্ডদেশে ফেলো!
তবে জেনে রেখো শুধু,
বিপদে পড়লে মানুষ চেনা যায় বহু!
ছেড়ে দাও এ অহেতুক সাহায্যের প্রত্যাশা।
আপন মানুষের মাঝে থেকেও,
জেনে রেখো তুমি একা!
এ সমাজে বিবেক পঙ্গু!
এ সমাজে সহানুভূতির হয়েছে মৃত্যু!
এ সমাজ বিকৃত মস্তিষ্কের মানুষে ভরা,
এ সমাজ মুখোশের আদলে গড়া।
দিনশেষে শুধু মিলিয়ে নিও-
অগণিত জনতার ভীরেও,
জেনে রেখে তুমি একা!

তারিখঃ ০৬-০১-২০২০ ইং

এখনই জয়েন করুন আমাদের গল্প পোকা ফেসবুক গ্রুপে।
আর নিজের লেখা গল্প- কবিতা -পোস্ট করে অথবা অন্যের লেখা পড়ে গঠনমূলক সমালোচনা করে প্রতি সাপ্তাহে জিতে নিন বই সামগ্রী উপহার।
শুধুমাত্র আপনার লেখা মানসম্মত গল্প/কবিতাগুলোই আমাদের ওয়েবসাইটে প্রকাশিত হবে। এবং সেই সাথে আপনাদের জন্য থাকছে আকর্ষণীয় পুরষ্কার।

▶ লেখকদের জন্য পুরষ্কার-৪০০৳ থেকে ৫০০৳ মূল্যের একটি বই
▶ পাঠকদের জন্য পুরস্কার -২০০৳ থেকে ৩০০৳ মূল্যের একটি বই
আমাদের গল্পপোকা ফেসবুক গ্রুপের লিংক:
https://www.facebook.com/groups/golpopoka/

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে