জীবনের থেকেও বেশি পর্ব-১৫

0
929

#জীবনের থেকেও বেশি
#পর্বঃ১৫
#লেখাঃশুভ্রতা_শুভ্রা

তোকে নিলয়ের সঙ্গে বাড়ি থেকে বের করে দিতেই ওই শয়তানটা আমাকে মারতে থাকে। ঠিকমতো আমাকে খেতে দিতো না। খাবার চাইলেই আবার মারতো আর অকথ্য ভাষায় গালিগালাজ করতো। আমি সহ‍্য করতে পারছিলাম না এমন নির্যাতন। বাসার অনেক পুরানো সার্ভেট রেহালা খালাকে বলে আমি বাড়ি থেকে পালিয়ে আসি। কিন্তু রাস্তায় ঘটে বিপত্তি। আমি একটা গাড়ির সঙ্গে ধাক্কা খাই। আর আমার ভাগ‍্যই ছিলো এমন যে আমি নোমানের গাড়ির সঙ্গে ধাক্কা খাই। ও গাড়ি থেকে নেমে আমাকে দেখে আবার মারতে লাগলো। মারতে মারতে আমার অবস্থা অনেক খারাপ হয়ে যায়। এমন সময় একটা কল আসে নোমানের ফোনে। সে ফোন নিয়ে অন‍্যপাশে চলে যেতেই একটা গাড়ি আমাকে তুলে নেয়। প্রথমে আমি অনেক ভয় পেয়ে যাই। কারণ জায়গাটা ছিলো জঙ্গল টাইপের। ভয়ে আমি কাঁপতে থাকি।

হঠাৎ ড্রাইভিং সিটে নিলয়কে দেখে আমি অবাক হয়ে যাই। মনে একটা আশার আলোও ফুটে উঠে। কিন্তু শরীরের ব‍্যথা আর শরীরটা দুর্বল থাকায় আমি ওখানে অজ্ঞান হয়ে যাই। পরে জ্ঞান ফিরে নিজেকে এখানে আবিষ্কার করি। সব বলা শেষে ডুকরে কেঁদে উঠলো আফসানা বেগম। ঐশী যেন সব শুনে পাথর হয়ে গিয়েছে। তামিম অবাক হয়ে গিয়েছে সব কথা শুনে। এতো কাহিনী নোমান আর ওর বাবা এতো খারাপ। তামিম জানতো ওরা খারাপ কিন্তু এতোটা খারাপ সে কল্পণাও করেনি।

ঐশী ওর আম্মু হাত শক্ত করে ধরে বলল “আম্মু আমি তোমাকে প্রমিস করলাম হয় এই দুনিয়ার ওই জানোয়াররা থাকবে না হয় আমি। আমি প্রতিশোধ নিয়েই ছাড়বো। নিজের জীবনের বিনিময়ে হলেও ওদের শেষ করবো আমি।”

কথা বলতে দেড়ি কিন্তু ঐশীর গালে থাপ্পড় পরতে দেড়ি হলো না। ঐশী দেখলো থাপ্পড়টা তামিম ওকে থাপ্পড়টা মেরেছে। ওর চোখগুলো লাল হয়ে আছে। ঐশী ছলছল নয়নে তামিমের দিকে তাকাল। তামিম রাগে থরথর করে কাঁপছে।

সে রাগী কন্ঠে বলল “তুই কিভাবে মরার কথা বললি। তুই জানিস না তোর উপর শুধু আমার অধিকার। মরতে হলেও আমার পারমিশন নিতে হবে তোকে।” বলেই হনহন করে চলে গেল কেবিন থেকে।

ঐশী পানিতে ভরা চোখ নিয়ে আফসানা বেগমের দিকে তাকালো।

আফসানা বেগম মেয়ের মাথায় হাত রেখে বলল “তোকে কিছু করতে হবে না। তুই শুধু ভালো থাক এটাই আমার চাওয়া। আর যাহ ছেলেটা কষ্ট পেয়েছে তোর কথায়।”

ঐশী তার মায়ের কথা শুনে দৌড়ে কেবিন থেকে বেরিয়ে এলো। পার্কিং এর জায়গায় তামিমের গাড়িটা রাখা। ঐশী দৌড়ে গাড়ির দরজা খুলে ড্রাইভিং সিটের পাশে বসলো। তামিম ড্রাইভিং সিটে বসে আছে চোখ বন্ধ করে। ঐশী তামিমের বুকে মাথা রেখে ওকে জরিয়ে ধরলো আর বলল

“সরি আমাকে ক্ষমা করে দেন প্লীজ। আমি আর কখনো মরার কথা বলবো না।”

তামিম এবার চোখ খুলে বলল “ওই শয়তান তো আমার আম্মুকেও আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। তবে কি কখনো তুমি শুনেছ আমি মরার কথা বলেছি। যদিও তুমি এতোদিন নিজের বাবা ভাবা লোকটিই তোমার বাবার খুনি। তাই বলেই কি তুমি আমাকে ছেড়ে যাওয়ার কথা বলবে। আর বাচ্চাটার কথাটা কি একবার মনে পরলো না তোমার।” বলেই অন‍্যদিকে মুখ ঘুরিয়ে রাখলো তামিম। ঐশী তামিমের গালে টুক করে একটা কিস করে বলল “আচ্ছা আমার বাবুর আব্বু এবার তো আমাকে ক্ষমা করে দিন।”

ঐশীর কথায় ও কাজে মুচকি হাসলো তামিম আর ঐশীকে জরিয়ে ধরে বলল “আমি ওদের কিছু শাস্তির ব‍্যবস্থাও করবো।”

ঐশীও তামিমকে শক্ত করে জরিয়ে ধরলো।

——————

কেটে গেছে সাতদিন। তামিম আফসানা বেগমকে ওদের বাড়িতে নিয়ে এসেছে। ঐশী বসে আছে টিভির সামনে। হাতে তার আইসক্রিম আর চকলেট। দুই হাতে দুটো নিয়ে খাচ্ছে। তামিম অফিস থেকে এসে ঐশীকে দেখেও কিছু না বলে ওয়াশরুমে চলে গেল ফ্রেস হতে। ফ্রেস হয়ে এসে সোফায় বসলো। ঐশীর দিকে চোখ ছোট ছোট করে বলল

“তুমি কোথায় পেলে এগুলো কে এনে দিলো তোমাকে এগুলো। এই সময় এগুলো খাওয়া ঠিক না তোমাকে বলছি না। তারপরও কে এনে দিলো তোমাকে।”

ঐশী খেতে খেতেই বলল “আপনি তো একটা খাটাশ। আমি যেগুলো খেতে চাই সেগুলো খেতে দেন না আর যা খেতে চাই না তাই খাওয়ানো জন‍্য জোর করেন। যতোসব”

তামিম বলল “কি বললে তুমি আমি খাটাশ। আর বলো তো কেন এনে দিলো তোমাকে এগুলো।”

ঐশী তামিমকে পাত্তা না দিয়েই খেতে থাকলো। তা দেখে রেগে গেলো তামিম। তামিম ছুটে গিয়ে ঐশীর হাত দুটো চেপে ধরলো। ঐশী বিরক্তিমাখা মুখ নিয়ে তামিমের দিকে তাকালো। তামিম ঐশী ঠোঁট নিজের দখলে নিয়ে নিলো। ঠোঁটে কিস করার পরিবর্তে কামুড় দিচ্ছে। ঐশী কিছুতেই থামাতে পারছে না তামিমকে। প্রথম দিকে কামুড় দিলেও এখন কিস করছে। কিছুক্ষণ পর তামিম ঐশীর ঠোঁট ছেড়ে দিয়ে ওর গলায় কিস করতে লাগলো। ঐশীর হাত থেকে আইসক্রিম আর চকলেট পরে গেল। তামিম ওর গলায় ছোট একটা লাভ বাইট দিয়ে ওর থেকে সরে এসে বলল

“এরপর এগুলো খেলে খবর আছে তোমার।”

ঐশীর নেশা লেগে গেছে তামিমের ছোঁয়ায়। ঐশী তামিমের কাছে গিয়ে ওর কলার ধরে বলল “আমাকে চকলেট খেতে দিলেন না তো দাড়ান” বলেই তামিমকে ধাক্কা দিয়ে বেডে ফেলে দিয়ে ওর বুকে উপর উঠে বসলো। তামিমের ঠোঁটে ঠোঁট মিলিয়ে দিলো সে। পাগলের মতো কিস করছে সে। তামিম ঐশীর এমন কাজে অবাক হয়ে চোখ বড় বড় করে রইলো। ঐশীর কর্মকান্ডে তামিমও সম্মতি প্রদান করলো।

বেশকিছুক্ষণ পর ঐশী শুয়ে আছে তামিমের উন্মুক্ত বুকে। তামিম ঐশীর মাথায় বিলি কেটে দিচ্ছে। ঐশী তামিমের বুকে আঁকিবুকি করছে। তামিম বলে উঠলো

“আমার বাবুর আম্মুটা দেখছি ইদানিং কাল খুব রোমান্টিক হয়ে যাচ্ছে। আর লুচুও হয়ে যাচ্ছে শুধু আদর খাওয়ার মতো কাজ করে।”

তামিমের কথায় ঐশী লজ্জায় যেন মাটির সঙ্গে মিশে যাচ্ছে। ঐশী এবার বলে উঠলো “ধেত চলুন তো এবার রাতের খাবার খেয়ে নিবেন।”

তামিম দুষ্টামি হাসি দিয়ে বলল “কেন গো জান খাবারের জন‍্য এতো তাড়া দিচ্ছো কেন। আরো আদর খেতে ইচ্ছা হচ্ছে নাকি। এতোই যদি ইচ্ছে হয় তাহলে চলো খেয়ে নিই। তারপর না হয় সারারাত”

ঐশী তামিমের বুকে কিলঘুসি দিতে লাগলো। আর বলল “আপনি এখন চুপ করবে নাকি আমি চলে যাবো। এখন চুপ না করলে রাতে আম্মুর কাছে গিয়ে ঘুমাবো বলে দিলাম।”

তামিম ঐশীকে নিজের বুকের সঙ্গে জরিয়ে ধরে বলল “আচ্ছা জান আর রাগ করো না। এই তো আমি আর বলবো না কিছু।”

খাবার টেবিলে খাবার খেতে বসেছে আফসানা বেগম ঐশী তামিম নিলয় আর তাহিয়া।

তাহিয়া খেতে খেতে বলে উঠলো “ভাবি আজকের ব্রেকিং নিউজটা কি দেখেছ।”

ঐশী প্রশ্নবোধক দৃষ্টিতে তাহিয়ার দিকে তাকালো। ঐশীর সঙ্গে আফসানা বেগম ও তাকালো তাহিয়ার দিকে। কিন্তু নিলয় আর তামিম মনোযোগ দিয়ে খেয়েই যাচ্ছে।…..

#চলবে

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে