জানি না!

0
1172

জানি না!
__আশা

জানি না!
পৃথিবীকে আবার কবে হাসতে দেখবো।
সবাই মিলে কবে হাতে হাত রেখে চলতে পারবো।

জানি না!
আবার কবে সুন্দর একটি ভোর দেখতে পারবো।
হতাশা ছাড়া কবে গোধূলিকে বিদায় জানাতে পারবো।

জানি না!
কবে ব্যস্ত শহরটাতে আবার কোলাহল নামবে।
জ্যাম নামক বিরক্তিটা কপালের ভাঁজে কি ফুটে উঠবে।

জানি না
আকাশের বুকে কি কিশোর ছেলেটির ঘুড়িটা উড়বে।
ভর দুপুরে তপ্ত রোদে অবাধ্য ছেলেগুলো কি আর মাঠে নামবে।

জানি না!
কবে হবে হোস্টেলে ফেরা।
হবে কিনা ফিরে যেতে হবে ভেবে কষ্টে দিনগোনা।

জানি না!
আবার কবে পাঠশালার প্রাঙ্গন ছাত্র-ছাত্রীতে থাকবে
মুখরিত।
দেখতে পাবো কি বন্ধুমহলের সেই আড্ডার চিত্র।

জানি না!
আবার কবে রাস্তার পাশে দরিদ্র লোকটি সবজি বিক্রি করতে পারবে।
পরিস্থিতির কবলে পড়ে কবে দিনমজুরের এই অভাব দূর হবে।

জানি না!
কবে এ লাশের মিছিল থামবে।
মৃত্যুর আগেই অর্ধমৃত এই চিত্র কবে দূর হবে।

জানি না!
কবে এই পৃথিবীর উৎকন্ঠা দূর হবে।
আবার কবে সবাই হেসে খেলে চলতে পারবে।

জানি না!
কবে বিধাতা এই অসহায়ত্ব থেকে আমাদের মুক্তি দিবে।
খোদার দরবারে শুধু দোয়া করুন সবাই দু’হাত তুলে।

তারিখঃ ২৬-০৩-২০২০ইং

এখনই জয়েন করুন আমাদের গল্প পোকা ফেসবুক গ্রুপে।
আর নিজের লেখা গল্প- কবিতা -পোস্ট করে অথবা অন্যের লেখা পড়ে গঠনমূলক সমালোচনা করে প্রতি সাপ্তাহে জিতে নিন বই সামগ্রী উপহার।
শুধুমাত্র আপনার লেখা মানসম্মত গল্প/কবিতাগুলোই আমাদের ওয়েবসাইটে প্রকাশিত হবে। এবং সেই সাথে আপনাদের জন্য থাকছে আকর্ষণীয় পুরষ্কার।

▶ লেখকদের জন্য পুরষ্কার-৪০০৳ থেকে ৫০০৳ মূল্যের একটি বই
▶ পাঠকদের জন্য পুরস্কার -২০০৳ থেকে ৩০০৳ মূল্যের একটি বই
আমাদের গল্পপোকা ফেসবুক গ্রুপের লিংক:
https://www.facebook.com/groups/golpopoka/

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে