চিত্রলেখার কাব্য পর্ব-৩৩+৩৪

0
564

#চিত্রলেখার_কাব্য
তেত্রিশতম_পর্ব
~মিহি

চিত্রলেখা এবং সঞ্চারী মাথা নিচু করে প্রিন্সিপাল ম্যামের সামনে দাঁড়িয়ে আছে। অহনা বাড়িতে চলে যাওয়ায় সে আপাতত নিরাপদে আছে। প্রিন্সিপাল আঞ্জুমান নাহার দুজনের গতিবিধি পর্যবেক্ষণ করছেন। চিত্রলেখার চোখেমুখে ভয়ের ছাপ। তিনি চিত্রলেখাকে বাইরে যেতে বললেন। চিত্রলেখা দ্রুত পায়ে বাইরে গিয়ে দাঁড়ালো। ভয়ে তার হাত পা ক্রমাগত কাঁপছে। গতকাল রাতে তাদের রুমে কোনো একটা ছেলে ঢুকেছিল। চিত্রলেখা তখন গভীর ঘুমে। আচমকা দারোয়ানের চেঁচামেচি শুনে সে এবং সঞ্চারী বাইরে গিয়ে দেখলো দারোয়ান একটা ছেলেকে আষ্টেপৃষ্টে ধরে আছে কিন্তু বেশিক্ষণ ধরে রাখতে পারলো না। ছেলেটা একদৌড়ে দেয়াল টপকে অপর পাশে চলে গেল। দারোয়ান নাকি দেখেছে ছেলেটা তাদের ঘর থেকেই বেরিয়েছে। হোস্টেল ইনচার্জ বিষয়টা প্রিন্সিপাল ম্যামকে জানিয়েছেন। চিত্রলেখা বুঝে উঠতে পারছে না ছেলেটা রঙ্গন কিনা। গত রাত থেকেই রঙ্গনের নম্বর বন্ধ। এ ঘটনার পর থেকে চিত্রলেখা বেশ কয়েকবার রঙ্গনের নম্বরে কল দিয়েছে। চিত্রলেখা না চাইলেও তার মুখে ভয় ফুটে উঠছে। যদি ছেলেটা রঙ্গন হয়ে থাকে তবে চিত্রলেখার জন্য মহাবিপদ অপেক্ষা করছে।

-সঞ্চারী, গতকাল রাতে কী ঘটেছিল?

-ম্যাম, আমি ঘুমিয়েছিলাম। দারোয়ান চাচার চিৎকারে ঘুম ভেঙেছে। আমি উঠার পর লেখাকে দরজার কাছে দাঁড়াতে দেখে ওর কাছে যাই। বারান্দায় এসে দুজন দেখি দারোয়ান চাচার হাত থেকে একটা ছেলে দৌড়ে পালালো।

-তোমার কী মনে হয় লেখা ছেলেটাকে চিনতো?

-হয়তো ম্যাম। আগেও একটা ছেলে লেখার জন্য হোস্টেলের সামনে এসে দাঁড়িয়েছিল রাতে। তাছাড়া গতকালকেও ওকে একটা ছেলে নামিয়ে দিয়ে গেছে ম্যাম।

-আচ্ছা তুমি যাও। আমি লেখার সাথে কথা বলবো।

সঞ্চারী বের হয়ে চিত্রলেখার পাশে দাঁড়ালো। চিত্রলেখা তখন দাঁত দিয়ে নখ কামড়াচ্ছে। রঙ্গনকে নিয়ে চিত্রলেখার ভয় পাওয়াটা স্বাভাবিক। তবে চিত্রলেখার মন বলছে রঙ্গন আসেনি সে রাতে। রঙ্গন আসলে অন্তত তাকে জানাতো একবার। তবে কে এসেছিল? ভাবতে ভাবতেই প্রিন্সিপালের কেবিন থেকে ডাক পড়লো চিত্রলেখার। চিত্রলেখা দীর্ঘশ্বাস নিয়ে ভেতরে প্রবেশ করলো।

-চিত্রলেখা বসো। তোমার সাথে কথা বলাটা দরকার এখন। হোস্টেলের কিছু নিয়ম নীতি রয়েছে। তুমি একটা স্বনামধন্য কলেজের শিক্ষার্থী। এ ধরনের আচরণ তোমার বেলায় শোভা পায়না। কল ইওর গার্ডিয়ান রাইট নাও।

-ম্যাম আমি কিছু জানিনা। আমি সত্যিই জানিনা ছেলেটা কে এবং কোথায় থেকে এসেছিল।

-সেই আলাপটা আমি তোমার অভিভাবকের সাথে করবো। তোমাকে যে বিকালে একটা ছেলে নামিয়ে দিয়ে গেছে এটা নিশ্চয়ই তোমার পরিবার এখনো জানেনা? একটা ছেলে তোমার জন্য হোস্টেলের সামনে এসে দাঁড়িয়ে থাকে তা জানে তো?

-ম্যাম, এসব…এসব…

-মিথ্যা বলার প্রয়োজন নেই। যাও বাইরে যাও। তোমার অভিভাবক আসুক, আমি তার সাথেই কথা বলবো। আমিই তোমার অভিভাবককে জানাচ্ছি।

চিত্রলেখাকে আর কিছু বলার সুযোগ দেওয়া হলো না। চিত্রলেখা বুঝতে পারলো না রঙ্গনের হোস্টেলের বাইরে দাঁড়ানোর কথা ম্যামের কানে গেল কী করে। এ কথা তো সঞ্চারী ছাড়া কেউ জানে না। তবে কি সঞ্চারী?

-সঞ্চারী? তুই কেন করলি এসব? রঙ্গন আসেনি রাতে! কে এসেছিল?

-আমি কীভাবে জানবো? তোর কোন প্রেমিক এসেছিল তুই জানিস!

-ছিঃ সঞ্চারী! তুই এতটা খারাপ হতে পারিস আমি ভাবতেও পারিনি। তুই এভাবে আমাকে কেন ফাঁসালি?

-তো নিজে ফাঁসতাম? অভিক এসেছিল আমাকে বার্থডে উইশ করতে। গাধার মাথায় তো বুদ্ধি নাই-ই। দেখ আমার নিজেকে বাঁচাতে হতো। এখন তুই কী করবি দেখ।

-তোকে আমি ভালো বন্ধু ভেবেছিলাম সঞ্চারী!

-আমি বলেছিলাম ভাবতে?

চিত্রলেখা কোনো উত্তর দিতে পারলো না। এত বড় অপবাদ থেকে কিভাবে এখন নিজেকে বাঁচাবে সে? সঞ্চারীর মুখ দেখে মনে হচ্ছে না সে মরে গেলেও নিজের দোষ স্বীকার করবে! চিত্রলেখার প্রচণ্ড কান্না পাচ্ছে। সে এতটা দুর্বল কেন? পরিস্থিতিগুলো সবসময় তারই বিপরীতে কেন যায়? অর্ণবের কানে গেলে চিত্রলেখা কী করবে? সে কিভাবে নিজেকে সঠিক প্রমাণ করবে?

____________________________

-মি.অর্ণব, আপনার বোনের সম্পর্কে যা যা শুনেছিলাম সব তো বললাম। বয়সটা তো ভালো নয়। এখন বরং ওকে কিছুদিন বাড়িতেই রাখুন। হোস্টেলের রুলস আমরা অমান্য করাটা উপেক্ষা করতে পারিনা। নেহাতই ও ভালো স্টুডেন্ট নাহলে হয়তো কলেজ থেকেও সাসপেন্ড করতাম। ওকে বাড়িতে নিয়ে যান।

-আচ্ছা ম্যাম। যা হয়েছে তার জন্য আমি দুঃখিত।

-সমস্যা নেই, ওকে ভালোমতো বোঝান। অল্প বয়স তো, ভুলের দিকে যেতে সময় লাগেনা। আপনি আসতে পারেন। ধন্যবাদ।

-ধন্যবাদ ম্যাম আপনাকেও।

অর্ণব আঞ্জুমান নাহারের সাথে কথা বলে বাইরে গেল। চিত্রলেখার জিনিসপত্র গোছানোই ছিল। হোস্টেল ছাড়ার নোটিশ সে আগেই পেয়েছে। সঞ্চারী তার সামনে আসেনি আর। চিত্রলেখার ইচ্ছে করছিল সঞ্চারীকে কষে একটা চড় বসিয়ে দিতে। এত বড় বিশ্বাসঘাতকতা একজন মানুষ কী করে করতে পারে? চিত্রলেখা কতটা বিশ্বাস করেছিল তাকে!

“চল!” অর্ণবের কণ্ঠে অভিমানের রেশ স্পষ্ট টের পেল চিত্রলেখা। চোখের জল বাঁধ মানতে চাইলো না তার। তবুও নিজেকে সামলে অর্ণবের পিছু পিছু চললো। তার এখন কিছুই করার নেই।

বাড়িতে পৌঁছে অর্ণব চিত্রলেখাকে নিজের ঘরে যেতে বললো। কলেজের ঘটনা কাউকে জানালো না অর্ণব। চিত্রলেখা একটা ভুল করে ফেলেছে, কথা বাড়ালে সে ভুল তো আর শুধরাবে না। অর্ণবের প্রচণ্ড রাগ হলেও সে নিজেকে সামলানোর চেষ্টা করছে।

চিত্রলেখাকে জিনিসপত্র সহ ঘরে ঢুকতে দেখল অপর্ণাও। চিত্রলেখার আচমকা ফিরে আসা তার মনে খটকার সৃষ্টি করলো। চিত্রলেখাকে তার মা যেভাবে বলেছিল তাতে চিত্রলেখার তো হোস্টেল থেকে ফেরার কথা নয়। নিশ্চয়ই কিছু একটা হয়েছে। অর্ণবও কিছু বলছে না। অপর্ণা ঠিক করলো চিত্রলেখার হোস্টেলে খোঁজ নিবে সময় করে। আপাতত চিত্রলেখার গতিবিধির উপর নজর রাখতে হবে।

চিত্রলেখা ঘরে ঢুকে জিনিসপত্র বিছানার উপর রেখে মেঝেতে বসে পড়লো। এতক্ষণের জমে থাকা কষ্টগুলো কান্না হয়ে ঝরছে অনবরত। আচমকা মাথায় কারো হাতের স্পর্শ পেয়ে চিত্রলেখা মাথা তুললো। চোখ লাল হয়ে এসেছে তার। চিত্রলেখার এ রূপ সাথীর মনে ভয় ধরালো। এভাবে কাঁদছে কেন মেয়েটা? কী হয়েছে ওর?

-তুই এভাবে কাঁদছিস কেন লেখা? আর সব জিনিসপত্র নিয়ে এসেছিস মানে তুই একেবারে বাড়িতে চলে এসেছিস! কাঁদছিস কেন তবে?

-ভাবী! আমার সাথেই কেন এমন হয় ভাবী? আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছে আল্লাহ? আর কত? আমি আর পারছি না ভাবী! আমার মৃত্যু হয়না কেন?

সাথী চিত্রলেখার ঠোঁটে হাত চাপা দিল। এসব কথা কেন বলছে মেয়েটা? সাথী কিছুই বুঝতে পারছে না কী হয়েছে। চিত্রলেখাকে কোনোরকমে শান্ত করার চেষ্টা করলো সে। কাঁদতে কাঁদতে গলা বসে গেছে চিত্রলেখার। সাথীর স্নেহময়ী হাতের স্পর্শে চিত্রলেখার ক্ষত খানিকটা কমলো। চিত্রলেখা ফোঁপাতে ফোঁপাতে সবটা বললো। কলেজে কী কী হয়েছে আর সঞ্চারীর করা কাজটাও বললো সে। সাথী কী করবে বুঝতে না পেরে চিত্রলেখাকে বুকের সাথে লাগিয়ে সান্ত্বনা দিতে লাগলো। মেয়েটার জীবনে দুঃখগুলো শেষ হয়না কেন? এতটুকু বাচ্চা মেয়ে, তার জীবনে কেন এত কষ্ট বারেবারে ফিরে আসে? মায়ের মতো ভাগ্য নিয়ে জন্মেছে মেয়েটা! হাহুতাশ করে সাথী।

দরজার আড়ালে থাকাটা লাভজনক হলো অপর্ণার। ঘটনাটা ঠিকই জানতে পারলো। এতে অবশ্য তার লাভটাই বেশি হয়েছে। এ ঘটনাটা ঘুরিয়ে প্যাঁচায়ে এলাকায় ছড়াতে পারলেই তার এবং নওশাদের পথে আর কোনো বাধা থাকবে না। অপর্ণার ঠোঁটে হাসি ফুটে উঠলো। চিত্রলেখাকে পথ থেকে সরানোর এর থেকে ভালো উপায় সে আর কখনো পাবে না। অপর্ণা ঠোঁটের হাসিটা লুকিয়ে একটা বাটি হাতে করে পাশের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। পাশের বাড়িতে এক মধ্যবয়সী মহিলা থাকেন। রমনা নাম। মহিলার কাজই হচ্ছে এর বাড়ির খবর ওর বাড়িতে পৌঁছানো। নিকট ভবিষ্যতে কী হতে চলেছে তা স্পষ্ট দেখতে পারছে অপর্ণা। এখন আপাতত রমনাকে টোপটা গেলালেই তার কার্য সম্পন্ন!

চলবে…

#চিত্রলেখার_কাব্য
চৌত্রিশতম_পর্ব
~মিহি

“দেখো অর্ণব, আমি লেখার জন্য একটা পাত্র দেখেছি। ওকে বিয়ে দাও। এভাবে আমরা এলাকায় থাকবো কিভাবে? বিকেল থেকে দশ-বারোজন এসে রসালাপ করে গেছে চিত্রলেখার ঘটনা নিয়ে। আমরা বাড়ির মানুষ জানার আগে সমস্ত এলাকা জেনে বসে আছে যে চিত্রলেখা একটা ছেলেকে হোস্টেলে এনেছিল। এ কথা আরো পাঁচকান হলে কী হবে ভাবতে পারছো তুমি?” অপর্ণার কথাগুলো কাকের বিরক্তিকর ডাকের ন্যায় শোনাচ্ছে তবে কথার যৌক্তিকতা রয়েছে। চিত্রলেখার উপর অর্ণবের রাগ যেন ক্রমশ বাড়ছে। সৎ হওয়া সত্ত্বেও নিজ বোন অপেক্ষা একটুও কম যত্ন কি সে করেছিল? করেনি তো! হঠাৎ করে তার বোন এতটা কী করে বদলে গেল? অর্ণব একটা কঠোর সিদ্ধান্ত নিল।

-অপর্ণা, ছেলেকে আগামীকালই আসতে বলো। আমার পছন্দ হলে কালকেই বিয়ে পড়াবো। ছেলের নম্বর দাও, আমি কথা বলবো।

-ছেলেকে তুমি চেনোই, কথা বলতে হবে না। আমি জানিয়ে দিব, কাল দেখো।

-বেশ।

-লেখাকে কি জানাবো?

-না! ওর জানার প্রয়োজন নেই।

অর্ণব ঘুমোতে গেল। অপর্ণা অর্ণবকে খেতে ডাকলো না আর। অর্ণবের না খাওয়াটা খাবার টেবিলে খানিকটা প্রভাব তো ফেলবে। আজ আবার অনিক নেই বাড়িতে। সে থাকলে অবশ্য বিষয়টা জটিল হতো। বোনের প্রতি তার দরদ ইদানিং বেড়েছে। অনিক একটা ইন্টারভিউয়ের জন্য ঢাকায় বন্ধুর বাসায় গেছে। তার ফিরতে কমপক্ষে দুদিন তো লাগবেই। এ সুযোগে নওশাদের বিয়ের প্রস্তাবটা পাকাপোক্ত হয়ে গেলে আর চিন্তার বালাই নেই। নওশাদ লোকটা টাকার কুমির। একবার শুধু বিয়েটা হোক। অপর্ণার ঠোঁটের হাসি ক্রমশ প্রশস্ত হয়। চিত্রলেখার এখন ঘর থেকে বের অবধি হতে পারবে না। বিকেল থেকে যত মহিলা এসে তার চর্চা করে গেছে, লাজ থাকলে এতক্ষণে গলায় দড়ি বেঁধে ফ্যানের সাথে ঝুলে পড়া উচিত। তবে সাথী বোধহয় মেয়েটাকে একা ছাড়বে না আজ। আজ রূপসাও চিত্রলেখার কাছে যায়নি। সেও ফুপুর কাছে যেতে ভয় পাচ্ছে। বিষয়টা বেশ মজা লাগছে অপর্ণার। কূটবুদ্ধি থাকলে আসলেই দুনিয়া জেতা যায়।

_____________________________

-লেখা একটু খেয়ে নে।

-খাওয়ার মতো জায়গা অবশিষ্ট নেই ভেতরে ভাবী।

-আরো শখ আছে সহ্য করার? আমি নিশ্চিত এই কাজটাও তার! একটা মহিলা কতটা নির্লজ্জ …

-ভাবী ছাড়ো, পরচর্চা করে কী লাভ?

-তোর মধ্যে কি কিছুই নাই লেখা? মানে সিরিয়াসলি? তুই যে ঐ মহিলাকে প্রশ্রয় দিয়েছিলি তার ফল দেখতেছিস? নাকি কানা হয়ে গেছিস?

-আল্লাহর উপর ভরসা রাখো ভাবী। সময়টা তার ভালো চলতেছে, আমার সময় কি আসবে না? আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আমার একটু সাহায্য প্রয়োজন ভাবী। এখন আমার কাছে আর কোনো পথ খোলা নেই।

-কী হয়েছে? বল।

-ভাইয়া আমার ফোন নিয়ে নিয়েছে। আমার একবার রঙ্গনের সাথে কথা বলতে হবে ভাবী। আমি এখন ওকে এটুকু জানাতে চাই সে যদি আমার অপেক্ষা করতে পারে তবেই যেন আমার আশা করে। আমি এখন আমার স্বপ্নের সাথে আর প্রতারণা করতে পারবো না ভাবী।

-দেখ লেখা, তোকে কিছু কথা বলি। রঙ্গনের জন্ম লন্ডনে যতদূর আমরা জানি। ফুপু হঠাৎ একদিন কাউকে কিছু না জানিয়ে ফুপার সাথে সেখানে পাড়ি জমান। বছর ঘুরে ফিরে আসেন রঙ্গনকে কোলে করে। যাওয়ার আগেও আমরা এসবের কিছু জানতাম না। রঙ্গনের জন্মের সময়কার কোনো ঘটনাই আমরা জানিনা। পরিবারের সবাই মুখে বিশ্বাস করে রঙ্গন আমার ফুপুর চেলে কিন্তু আদতে কেউই তা মানেনা। তুই বুঝতে পারছিস আমি কী বলতে চাইছি?

-ভাবী, আমি রঙ্গনের মধ্যে নিজেকে দেখতে পাই। আমার শৈশবটা যেন ওর জীবনের প্রতিচ্ছবি। তবে এসব নিয়ে আমি কিছু বলবো না। আমায় একটু সময় দাও। যদি সঠিক সময় আসার পর তোমরা অমত জানাও আমি এ সম্পর্কে আগাবো না।

-নে আমার ফোন থেকে কল কর কিন্তু সাবধান। ঐ ডাইনিটা জানলে আবার কেলেঙ্কারি বাঁধাবে।

চিত্রলেখা কিছু বললো না। চুপচাপ ফোনটা নিয়ে রঙ্গনের নম্বর ডায়াল করলো। মনে মনে খুব করে চাইলো রঙ্গনের নম্বরটা যেন খোলা থাকে। চিত্রলেখার মনের আশা পূরণ হলো না। রঙ্গনের নম্বর এখনো বন্ধ। চিত্রলেখার চোখ ছলছল করে উঠলো। প্রয়োজনের সময় কাউকে পাশে না পাওয়ার যন্ত্রণাটা কি এমনই? রঙ্গনের উপর বিশাল অভিমান জন্মালো তার। রঙ্গনের নম্বরে একটা টেক্সট করে রাখলো চিত্রলেখা,
“ফোন অন করা মাত্র এই নম্বরে কল দিও। আমার নম্বরে কোনো কল বা মেসেজ করার দরকার নেই।
(রঙ্গনা)”

অতঃপর ফোনটা সাথীকে ফেরত দিল সে।

-নম্বর বন্ধ?

-হুম।

-সকালে চেষ্টা করিস। তুই ঘুমা এখন। খেতে বলরাম খেলিও না।

-তুমি যাও আমি ঘুমাচ্ছি।

-তুই ঘুমা, আমি এখানেই থাকবো আজ।

চিত্রলেখা কথা বাড়ালো না। সে বুঝতে পারছে তার ভাবী তাকে নিয়ে ভয় পাচ্ছে কিন্তু এ ভয়টা অযৌক্তিক। সে এত সহজে মরে যাবে না। এখনো তো অনেক কিছু বাকি আছে, অনেককে তাদের জায়গা চেনাতে হবে। চিত্রলেখার চোখ বন্ধ করলো।

_______________________

-ভাবী, সকাল সকাল এত রান্নাবান্না? কেউ আসবে?

-হ্যাঁ। তুই তাড়াতাড়ি গোসল করে তৈরি হ।

-মানে?

-সাথীকে বল তোকে রেডি করিয়ে দিতে। তোকে আজ দেখতে আসবে!

-আমাকে দেখতে আসবে? আমি তো জানিনা কিছুই এসবের।

-তোর ভাইয়া নিষেধ করেছে জানাতে, যা তৈরি হ তুই তাড়াতাড়ি।

চিত্রলেখার কী পরিমাণ অসহ্য লাগছে সে ব্যক্তও করতে পারবে না। তার ভাই শেষমেশ এতটাই অবিশ্বাস করলো তাকে? চিত্রলেখা সাথীর কাছে এসে বসলো।

-ভাবী, এসব কী হচ্ছে?

-আমিও সকালে উঠে জানলাম। সঙ সেজে কিছুক্ষণ বসে থাকিস, রিজেক্ট করে দিবনি আমরা পরে।

-আমার মন কু-ডাকছে ভাবী। প্রচণ্ড ভয় হচ্ছে আমার।

সাথী কিছু বলার আগেই তার ফোনটা বেজে উঠলো। চিত্রলেখার বুক ঈষৎ কেঁপে উঠলো। রঙ্গন কল করেছে? সত্যিই রঙ্গন কল করেছে। চিত্রলেখা ফোন রিসিভ করে কানে ধরতেই তার গলা মিইয়ে আসলো। সে যেন বাকশক্তি হারিয়ে ফেলল।

-রঙ্গন কোথায় ছিলে তুমি? একটাবার আমার কল রিসিভ করা যেত না?

-স্যরি রঙ্গনা। আশ্রমে আগুন লেগেছিল গতকাল রাতে। ফোনের দিকে একদম নজর দিতে পারিনি।

-আশ্রমের সবাই ঠিক আছে?

-হ্যাঁ। কিছু জিনিসপত্রের ক্ষতি হয়েছে এই আর কী। তুমি বলো, কোনো সমস্যা হয়েছে?

-আমি সবকিছু এখন বলতে পারবোনা। তুমি শুধু একটা প্রশ্নের উত্তর দাও। তুমি আমার জন্য অপেক্ষা করতে পারবে?

-তুমি যত সময় বলবে আমি অপেক্ষা করবো রঙ্গনা।

-আমি সিরিয়াস রঙ্গন। হতে পারে এটাই আমাদের শেষ কথা, এরপর ঠিক কত বছর পর আমি তোমার সাথে আবার কথা বলবো তা জানা নেই।

-লেখা কী হয়েছে? আমি অপেক্ষা করতে রাজি আছি কিন্তু কী হয়েছে সেটা তো বলবে।

-আমি জানাবো তোমাকে। এখন যে ঝামেলা দুয়ারে এসেছে, তাকে বিদায় করতে হবে। রাখো।

চিত্রলেখা ফোন কান থেকে নামিয়ে রাখলো। সাথীর চোখেমুখে চিন্তার ভাঁজ।

-তোর রঙ্গনকে বলে দেওয়া উচিত। আল্লাহ না করুক অন্য কারো থেকে এসব জেনে তোকে ভুল বুঝলে?

-আমি রঙ্গনকে বিশ্বাস করি ভাবী। সে যদি অপেক্ষা করতে পারে তবে বিশ্বাসও রাখতে পারবে।

-তুই তৈরি হ। ছেলে আসলো বলে। এভাবে গেলে ভাইয়াও রাগ করবেন। বুঝতেই পারছিস বাড়ির যে অবস্থা!

চিত্রলেখা মাথা নেড়ে সায় দিল। সাথীর মেলে রাখা শাড়িটা নিয়ে বাথরুমে ঢুকলো সে। পরিস্থিতি বিপরীতে চলার বোধহয় কোনো সীমা অবশিষ্ট নেই। পৃথিবী কি তার বিপরীতে ঘুরছে এখন?

সবুজ বর্ণের শাড়িটা গায়ে মেলে বেরোলো চিত্রলেখা। অপর্ণা তাড়া দিচ্ছে। ছেলে নাকি আসলো বলে। চিত্রলেখা খানিকটা বিরক্ত হয়েই রান্নাঘরে ঢুকলো। অপর্ণার শকুনের মতো কণ্ঠটা তার কানে ঠোকর মারছে যেন।

-ভাবী, কিছু হেল্প লাগবে?

-হ্যাঁ, ছেলে আসছে বুঝছিস! এই চায়ের কাপটা নিয়ে যা। ছেলে একাই আসছে, এক কাপই নিয়ে যা।

-আচ্ছা।

চরম অনিচ্ছাসত্ত্বেও চিত্রলেখা চায়ের কাপটা নিয়ে বসার ঘরের দিকে এগোলো। শাড়ির কুঁচি বারবার পায়ের সাথে ধাক্কা খাচ্ছে। বাধ্য হয়েই মাথা নিচু করে হাঁটতে হচ্ছে চিত্রলেখার। বসার ঘরে আসতেই চেনা এক কণ্ঠস্বরে বুক কেঁপে উঠলো চিত্রলেখার। চোখ তুলে তাকিয়ে দেখলো সেই নরপশুর দৃষ্টি! সাথে সাথে চিত্রলেখার হাত থেকে চায়ের কাপ মেঝেতে পড়ে মুহূর্তে চুরমার হয়ে গেল।

চলবে…

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে