গল্প : আই হেট ইউ

1
1880

গল্প : আই হেট ইউ
# Writer :মোঃ ইয়াসিন আলী
কিস করার সাথে সাথে একটা থাপ্পর দিলাম.. — কাছে
আসবি না ,, দূরে যা। একবারে খাটের ঐ কোনায়।
সারা দিন তোর ঘ্যান ঘ্যান ভালো লাগে না,, অতিরিক্ত
বিরক্ত করিস। থাপ্পর খাওয়ার পর কোথায় যেন চলে
গেল। আশে পাশে তাকিয়ে কাউকে খুজে
পেলাম না। আমি ওপাশ হয়ে শুয়ে আছি। ঘুম ঘুম ভাব,,
সারা দিন প্রচুর কাজ করছি। বিছানায় শুয়ার পর আর
উঠতে ইচ্ছে করছে না। আজকে আর ল্যাপটপ
চালাবো। রাতে বেলায় যখনই ল্যাপটপটা হাতে নেই
তখনই বিরক্ত করতে শুরু করে।
বার বার ল্যাপটপ চালাতে নিষেধ করে। আমি আর কিছু
বলিনি। কাঁথা গায়ে দিয়ে শুয়ে আছি। একটু পরেই
টের পেলাম সে আবার ঘাড়ের কাছে উকি মেরে
আছে। দুষ্টোটা সব সময় শুধু আদর করতে চলে
আছে।
— এখান থেকে যা,, তুই আর আমার সাথে কথা বলবি
না,, কখনো আমার কাছে আসবি না,, আমাকে স্পর্শ
করবি না। তোর স্পর্শ আমার কাছে বিষের মতো
মনে হয়।
কথাগুলো শুনে ও একটু রেগে গেল। আমার
কাছে থেকে খানিটা দূরে অভিমান করে বসে
আছে। হয়তো আজ আমার সাথে ঘুমাবে না। তাতে
আমার কিছু যায় আসে না,,
যা ইচ্ছা করুক।

আমি অভিমান করে কাঁথায় মুখ লুকিয়ে ফেললাম,, বর্ষা
মৌসুম কিছু কিছু শীত করে। তাছাড়া এখন বাহিরে প্রচুর
বৃষ্টি হচ্ছে। রাস্তা কাদায় ভরে গেছে, কোথাও
যেতে পারব না। হয়তো আজকের এই দিনে সে
আরো রোমান্টিক হয়ে গেছে। কিন্তু আমি
বলে দিয়েছি তার স্পর্শ আমার কাছে বিষের
মতো লাগে। তাই হয়তো বেশি একটা কাছে
আসে না। সকাল বেলা ফ্রেশ হয়ে রুমে আসলাম,
এখন পাশে কেউ নেই,, কি জানি ও কোথায়? তবে
এখন ভালোই লাগছে,,, কাল সারা রাত আমার সাথে ছিল
না। হয়ত ফ্লোরে না হয় সোফায় ছিল। আম্মু
খাওয়ার জন্য ডাকছে, আমি তাড়াহুড়ো করে খেতে
গেলাম। ১০ টায় অফিস আছে,,, সময় মতো না
গেলে চাকরির ১২টা বাজবে। খেতে বসলাম কিন্তু
ও আজ আসেনি,, হয়তো রাতের ব্যবহারে কষ্ট
পেয়েছে। আমি খাওয়া শেষে অফিসের
উদ্দেশ্যে রওনা হলাম।
রাতে যখন বাসায় ফিরলাম, রুম তখন ফাকা কেউ নেই।
আম্মু কোথায় যে গেছে। আমি নিজে নিজে
খেয়ে বিছানায় গেলাম,, ও পাশেই বসে আছে।
আজ ল্যাপটপ টা হাতে নিলাম হঠাৎ একটা কিস !
তারপর হাতে আরেকটা
আমি লাফিয়ে উঠি।
রাগ করে রুম থেকে বেরিয়ে গেলাম। বাজারের
উদ্দ্যেশে হাঁটতে থাকলাম। বাজার থেকে রুমে
এসে আগুন লাগিয়ে দিলাম,, বেশ ভালো রকমের
ধোয়া উঠছে। ঈগল ব্রেন্ড বলে কথা, ধোয়া
তো উঠবেই। এখন দারুন লাগছে,, পুরো রুমটা
ধোয়ায় ভরে গেল।
এখন আয়,, কাছে আয় দুষ্টো মশা,, আয় কিস কর,,
সিঙ্গেল বলে এভাবে ইজ্জত লুটবি,, ঘরে বাবা-দাদা
নেই। আজ সিঙ্গেল বলে কত কষ্টই না করতে
হয়। যত্ন নেওয়ার মতো কেউ নেই বলে যে যা
ইচ্ছা করছে কি নিষ্ঠুর দুনিয়া,, আর অসহায়
সিঙ্গেলেরা আই হেট ইউ মশা.

1 মন্তব্য

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে