গল্পঃ গাধীর গাধা

0
3179

গল্পঃ গাধীর গাধা
Write: Tannoy( পিচ্ছি ফাজিল)
———
গেট দিয়ে ঢুকতে যাব তখন ই পিঠে একটু ব্যাথা অনুভব করলাম।আরে ভাই এটা কোন লাঠির আঘাত না,কেউ ধাক্কা দিল মনে হয় তাই পেছন ঘুরতেই আমি তো পুরাই থ ,,, কেননা আমার পিছনে মেয়ের বেশে আস্ত একটা হলুদ পরী দাড়িয়ে আছে।
-এই যে দেখে শুনে চলতে পারেন না? কানা নাকি?(আমি)
* এই যে আপনি ভুল বলেন কেন হে আস্ত গাধা একটা,,, মেয়েরা কি কানা হয় নাকি গাধা,,, হলে তো কানি হবে।(মেয়েটা)
[ওমা মাইয়া তো দেহি উলটা আমারেই ঝাড়ি দেওয়া শুরু করল]
– আপনি পাগল নাকি হে? কোথা থেকে দৌড়ে আসলেন,,ধাক্কা খাইলেন আবার ঝগড়া ও শুরু করলেন?
* আপনার কি কমন সেন্স বলতে কিছু নেই? মেয়েরা কি পাগল হয় নাকি? আস্ত একটা গাধা।
– ওই কথায় কথায় গাধা বলা টা কিন্তু ঠিক হচ্ছে না।
* ওকে ওকে,,,আসলে আমি আপনাকে ইচ্ছা করে ধাক্কা দেই নি,, কখন যে সামনে হনুমান এর মত চলে আসলেন নিজেই টের পাই নি,, হি হি হি
– ওই মাইয়া,,, তোমার সমসসা কি হে? কথায় কথায় হনুমান, গাধা বলে যাচ্ছ।
* আচ্ছা সরি সরি কলেজ এ কি নতুন আসছেন?
– হুম,,,পারিবারিক সমসসা থাকার কারনে ভর্তি হওয়ার ১ মাস পরে আসতে হল।
* ওহ তা কোন ইয়ার এ আপনি?
– ফাস্ট ইয়ার,,,আপনি?
* আমি ও
– আপনার নাম টা বললেন না?
* ও হ্যা আমি সামিয়া,,, বাসা কলেজ এর পাশেই
– আমি সবুজ,,,কলেজ এ নতুন, পাশাপাশি এলাকায় ও নতুন,,,বাসা খুজতেছি,,,, কোন বাসা পেলে সেখানে উঠবো, এখন বন্ধুর সাথে থাকি।
* আচ্ছা চলেন ক্লাসে যাই।
– ও হ্যা চলেন।

.

আজ প্রথম দিন কলেজে আসতে না আসতেই এরকম কিছু ঘটে গেল,,,,আল্লায় জানে বাকি দিন গুলা কেমতে যায়।
ক্লাস শেষ হওয়ায় ক্লাস থেকে বের হয়ে বন্ধুর বাসা উদ্দেশ্যে হাটা শুরু করলাম এমন সময়>>>
– এই যে শুনুন।( সামিয়া)
* আরে আপনি? হুম বলুন (আমি)
– আপনি তো বাসা খুজতেছেন তাই না?
* হুম
– আমাদের বাসায় একটা রুম ভাড়া দেয়া হবে,,,আমার আব্বুর সাথে কথা বলে দেখতে পারেন।
* আচ্ছা ওকে…আপনার ফোন নাম্বার টা দিতে পারবেন? (দেখি মেয়েটা পটে কি না)
– হুম তবে একটা শর্ত আছে।
* কি শর্ত? (একটু অবাক হয়ে)
– আমাকে তুমি করে বলতে হবে।
* আচ্ছা এই ব্যাপার! তাহলে দুজন দুজনকে তুমি করে বলবো,, ওক্কে?
– হুম,,,এই নাও ০১৭২৩৩৪৪**৯
*ওকে বাই
– বাই।
.অতঃপর বন্ধুর বাসায় গেলাম।

-ইয়াহু আমি তো প্রেমে পইড়া গেছি মাম্মা (আমি)
*তো মাইয়াটা কেঠা রে দোস্ত (রাফি,আমার বন্ধু)
-আয় মাইয়ার বাসায় যামু
অতঃপর বালিকার বাসায় গেলাম,,,ভাড়া টা ও কনফার্ম করলাম….শুধু কাল যাওয়ার পালা।
রাত ১১ টা,, ভাবলাম বালিকাকে একটা কল দেই>>>
রিং হওয়ার সাথে সাথেই,,
– হ্যালো (সামিয়া)
* হুম কেমন আছো? (আমি)
– ভালো,,, তুমি?
* ভালো,, কিন্তু বুঝলে কিভাবে আমি কল দিয়েছি?
– মন বলে দিয়েছে এটা আপনিই হবেন
* তো কি করতেছ?
– ছাদে বসে আছি,,তুমি?
* শুয়ে আছি,,,, কাল থেকে কিন্তু তোমার সাথে আমিও ছাদে আড্ডা দিব হুম
– হুম,,,,জানি
* ওকে বাই,, কাল কলেজে কথা হবে।
-বাই
এ মা আমার ঘুম দেখি চইলা গেল,,,,ও ঘুম কই গো তুমি? নাহ আজ মনে হয় আর ঘুম হবে না,,

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে