ক্রাশেরসাথেবিয়ে পার্ট ০৪

0
3442

ক্রাশেরসাথেবিয়ে পার্ট ০৪
#jannatul_ferdous

খাবার মুখে দিতেই নিশাত,রোদ আর রোদের আব্বু অবাক হয়ে গেলো।

রোদ-খাবার রান্না করলো কে?

রাগিনী-কেনো ভালো হয়নি?

রোদ-না তা না।কিন্তু রনি যে বললো তোমার রান্না ভালো না।

রাগিনী-ওই সব তো আগে করছিলাম।আর আজকে শাশুড়ি আন্টি থুক্কু আম্মু ছিলো তো।আমাকে সব দেখিয়ে দিয়েছে।

রোদ-যাক একটা কাজ অন্তত ঠিক ভাবে করতে পারে।

রাগিনী-আমি আরো কাজ করতে পারি।

রোদ-কী পারো শুনি।

রাগিনী-তোমার পিক গুলোতে লাভ রিয়েক্ট দিতে।

রোদ-খেতে পারি,ঘুমাতে পারি তা বললেও হতো।

রাগিনী-ওইটাও পারি।

রোদ-হুম জানি।

রাগিনী-আমি ভাবছি তুমি জানো না।

রোদ-উফফ অসহ্যকর।

রাগিনী-আম্মু।

রোদের আম্মু-ওকে একদম অসহ্যকর বলবি না।

রাগিনী-হুমম।

রোদ-সব দেখি আমার বিরুদ্ধে।

রাগিনী-শ্বশুড় আঙ্কেল বলছিলো তো তুমি এই বাড়ির জামাই।

রোদের আব্বু-রাগিনী শ্বশুড় আঙ্কেল না বাবা বলবা।

রাগিনী-ঠিক আছে।

রোদ-কথাগুলা এত সহজে তোমার মাথায় ডুকে গেলো?

রাগিনী-হুম ডুকছে।

রোদ-ভালোই।

রাগিনী-ক্রাশ বর তুমি আমার ফ্রেন্ড রিকু এখনও ঝুলাই রাখছো।

রোদ-সারাদিন তো এমনিতেই বকবক করে পাগল করে দিচ্ছো।আবার কী দরকার?

রাগিনী-দরকার আছে।

রোদ-(করি আর তিনি আমাকে ওইখানেও বাঁশ দিবে)–মনে মনে।

রাগিনী-কিছু বললে ক্রাশ বর?

রোদ-না আমি কী বলবো?

রাগিনীর আম্মু-আজ তো রিয়া আসবে।রোদ ওকে নিয়ে আসিছ।

রাগিনী-রিয়া কে?

রোদ-আমার কাজিন।

রোদের আম্মু-মেয়েটা তো বিয়ের আগেই আসতে চেয়েছে।আসতে পারে নি এখন আসবে বলছে।

রাগিনী-ভালো।

রোদের আব্বু-আজকে আমার কিছু ফ্রেন্ড, রাগিনীর বাড়ি থেকে ওর বাবা মা ভাই আসবে।অনেক মেহমান হবে বাড়িতে।

রাগিনী-আমার আম্মু,আব্বু,ভাই আসবে।

রোদের আম্মু-হুম তোদের পরিবারকে তো ভালো মত চিনিই না তাই আসতে বলছি।

রাগিনী-রিত্ত আসবে না?

রোদের আম্মু-রিত্ত কে?

রাগিনী-আমার ফ্রেন্ড।

রোদের আম্মু-আচ্ছা ফোন দিয়ে আসতে বলো।

রাগিনী-সত্যি আসতে বলবো?

রোদের আম্মু-হুমমম বলো।

রাগিনী সাথে সাথেই ফোন দিলো রিত্তকে।

রাগিনী-ওই হনুমানের বউ কই তুই?

রিত্ত-আমি তো ভার্সিটি যাচ্ছি।

রাগিনী-আজকে আসতে পারবি?

রিত্ত-কই পালিয়ে যাওয়ার পর তো আর কোনো খবর পেলাম না তোর।

রাগিনী-ক্রাশকে বর বানিয়ে নিয়েছি।

রিত্ত-কোন ক্রাশ?

রাগিনী-আমার একমাত্র ক্রাশ।

রিত্ত-সেই রোদ।

রাগিনী-হুম ক্রাশের সাথে বিয়ে হয়ে গেছে আমার।

রিত্ত-তাহলে তোর ক্রাশ বর এখন।

রাগিনী-হুমমম।

রিত্ত-কীভাবে হলো?

রাগিনী-আয় সব বলবো।

রিত্ত-ওকে বিকেলে দেখা হবে।

রাগিনী-হুমমম।

রিত্ত-ঠিক আছে ভালো থাকিস।

রাগিনী-হুম।

রিত্ত ফোন রেখে দিলো।রাগিনী ফোনটা দিয়ে চলে যেতে চাইলে রোদ ডেকে বললো খাবার খেয়ে যেতে।রাগিনী মাথা নেড়ে খেতে বসলো।রোদ উঠে চলে গেলো

রোদের আব্বু-কি রে কি ভাবছিস?

রাগিনী-আমি না রিত্তের হেল্পে বাড়ি থেকে পালিয়েছিলাম।

রোদের আব্বু-তো কি হয়েছে?

রাগিনী-রিত্ত তো এসে আমাকে মারবে।আমি তো বিয়ে করবো না তাই পালাইছি,কিন্তু বিয়ে তো করে পেললাম।

রোদের আব্বু-হাহাহা মেয়ের কী টেনশন।যা তো খেয়ে রুমে যা,সাজগোজ কর।

রোদের আম্মু-দাঁড়া আমি শাড়ি এনে দিচ্ছি।

রাগিনী-আবার শাড়ি।আমি মরে যাবো এই সব শাড়ির প্যারায়।

রোদের আম্মু গিয়ে শাড়ি,জুয়েলারী আনলো।তারপর রাগিনীর হাতে দিয়ে বললো,,,,,,,

রোদের আম্মু-আজকেই শেষ।কাল থেকে তোর যা মন চাইবে তা-ই পরবি।

রাগিনী-ঠিক আছে।

রোদের আম্মু-আমি পরে তোকে শাড়ি পড়িয়ে দিবো।যা এইগুলা সব তোর রুমে রেখে আয়।

রাগিনী-এই ভারি জুয়েলারী গুলা…….

রোদের আম্মু-তুই পরবি,শুধু আজকের দিনের জন্য।

রাগিনী-হুম শুধু আজকের দিন।

রোদের আম্মু-ওকে।

রাগিনী রুমে এসে শাড়ি গুলা বিছানায় রাখলো।

রোদ-এতগুলা শাড়ি।

রাগিনী-আম্মু দিয়েছে।বলছে যেকোনো একটা পছন্দ করতে।ক্রাশ বর প্লিজ হেল্প করো।

রোদ-মানে?

রাগিনী-আমি ফিল্মে দেখি বউ এর শাড়ি বর পছন্দ করে দেই।তুমিও করো প্লিজ।

রোদ-তোমার আবার শুরু।

রাগিনী-প্লিজ।

রোদ-আচ্ছা আয়নার সামনে চলো।

রাগিনী-হুমম ঠিক আছে।

রোদ ড্রেসিং টেবিলের সামনে গিয়ে একটা একটা শাড়ি নিয়ে দেখছিলো।রাগিনী চুপচাপ বসে আছে।

রোদ-এই শাড়িটা তোমাকে ভালো লাগবে।

রাগিনী-সত্যি তো?

রোদ-হুম সত্যি।

রাগিনী-তাহলে এটাই।

রোদ-আমি তোমাকে আবার সাজিয়ে দিবো?

রাগিনী-কিন্তু আম্মু???

রোদ-আম্মু নিছেই বিজি থাকবে,এত কিছু মনে থাকবে না।

রাগিনী-আচ্ছা ঠিক আছে।

রোদ-ওকে দুপুরে সাজিয়ে দিবো।

রাগিনী হেসে উঠলো খুশিতে।রোদ রাগিনীর দিকে তাকিয়ে আছে।

রোদ-(সত্যিই মেয়েটার পিচ্চি পিচ্চি ভাব,দুষ্ট মিষ্টি কথাগুলো আর হাসিটা খুব সুন্দর।যতটা ভেবেছিলাম ততোটা বলদ না)–মনে মনে ভেবে হেসে উঠলো।

চলবে…….

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে