কুয়াশা মিলিয়ে যায় রোদ্দুরে পর্ব-১৩+১৪

0
1571

#কুয়াশা_মিলিয়ে_যায়_রোদ্দুরে
#পর্ব_১৩
#লেখায়_নামিরা_নূর_নিদ্রা

“কুয়াশা আমি কী তোমার হাতটা ধরতে পারি? আমরা কী একসাথে পথ চলতে পারি?”

সাফওয়ানের এমন কথায় কুয়াশা কিছুটা হকচকিয়ে যায়।

“এসব তুমি কী বলছ সাফওয়ান?”

“দেখ কুয়াশা আমাদের পরিচয়ের সময়টা কিন্তু ছয় মাসের কাছাকাছি। প্রায় অর্ধ বছর ধরে আমরা একে-অপরকে চিনি। এতদিন আমি তোমার শুভাকাঙ্ক্ষী হয়ে তোমার পাশে ছিলাম। এখন থেকে থেকে আমি বন্ধু হয়ে তোমার পাশে থাকতে চাই। বন্ধুত্বের হাত বাড়িয়ে দিতে চাই তোমার দিকে। তুমি কি গ্রহণ করবে আমাকে বন্ধু হিসেবে?”

সাফওয়ানের কথায় কুয়াশা লম্বা শ্বাস নিয়ে হাসিমুখে তাকায় তার দিকে। যাক, তার ভয় সত্যি হয়নি। এই ভয় সত্যি হলে যে সাফওয়ানের সাথে আর কথা বলা হতো না!

“কেন গ্রহণ করব না? তোমার মত বন্ধু কি সবাই পায় নাকি? আমি তোমাকে বন্ধু হিসেবে পাচ্ছি। এটা তো আমার সৌভাগ্য।”

“তার মানে তুমি আমার বন্ধুত্ব গ্রহণ করছ?”

“অবশ্যই। কেন নয়? তুমি যেভাবে এতদিন আমার পাশে ছিলে এরপরেও সেইভাবে পাশে পাব এটা ভেবেই তো আমার ভালো লাগছে। আমি সত্যি অনেক খুশি হয়েছি সাফওয়ান।”

কুয়াশার কথায় সাফওয়ান খুশি হয়ে কুয়াশার হাতে হাত রাখতে চেয়েও হাত সরিয়ে নেয়। কুয়াশা এটা খেয়াল করে মুচকি হাসে। অনেক দিন আগে কথায় কথায় সে সাফওয়ানকে বলেছিল, আমার অনুমতি ব্যতিত কোনো ছেলে আমাকে স্পর্শ করলে আমি তাকে সহ্য করতে পারি না। সেটা যদি হাত ধরা হয় তবুও তাকে আমি অপছন্দের তালিকায় রাখি। ছেলেটা এখনো সেই কথা মনে রেখেছে ভেবেই কুয়াশার মন ভালো হয়ে যায়।

“আরো একটা কথা বলতে চাই। বলতে পারো তোমার কাছে এটা আমার আবদার।”

“কী আবদার?”

“আমি তোমার কাজে তোমাকে সাহায্য করতে চাই।”

“কোন কাজে?”

“এই যে তুমি এতিমখানা, বৃদ্ধাশ্রম চালাতে চাও। অসহায়, সুবিধাবঞ্চিত শিশুদের পড়ালেখার দায়িত্ব নিতে চাও। এই কাজগুলোতে আমি তোমাকে সাহায্য করতে চাই তোমার পাশে থেকে।”

“এতে তো আমারই ভালো হবে। আমরা সবাই মিলে একসাথে কাজ করলে কাজ করা অনেক সহজ হবে।”

“আমরা সবাই মানে?”

“আমার এই উদ্যেগ একার নয়। আমার সাথে মলি মানে আমার বেস্ট ফ্রেন্ড মল্লিকা আর আদ্রিতা যুক্ত আছে। আমার মা আমার পাশে আছে। তাছাড়া আমার কাছের আরো কয়েকজন বন্ধু আমার সাথে কাজ করতে চায়।”

“বাহ্! তাহলে তো অনেক ভালো হবে।”

“হ্যা। তোমাকে পেয়ে আরো ভালো হলো। আচ্ছা এটাই তোমার জরুরি কথা?”

“হুম। আমি আসলে ভয় পাচ্ছিলাম যে তুমি আমাকে বন্ধু হিসেবে গ্রহণ করবে কিনা। তুমি তো ছেলেদের এখন খুব একটা পছন্দ করো না। এজন্য আরো বেশি ভয় পাচ্ছিলাম।”

“তোমাকে যদি অপছন্দ করতাম তাহলে কী আজ এখানে আসতাম তোমার সাথে?”

“আচ্ছা তোমার তো বাসায় ফিরতে হবে। আগে কিছু খেয়ে নিই আমরা। তারপর তোমাকে বাসায় পৌঁছে দিব আমি।”

“আরে না না এসবের দরকার নেই।”

“আজ না করো না। অনুরোধ করছি তোমাকে। একসাথে খেলে কি খুব সমস্যা হবে?”

“তা নয়। কিন্তু আদ্রিতা আমার জন্য আজ না খেয়ে বসে থাকবে। ওও বলেছে একসাথে খাবে।”

“সমস্যা নেই তো। ওকে ডেকে নাও। আমরা আজ একসাথে রাতের খাবার খাব।”

“এখানেই খাবে?”

“হ্যা। আজ আমি নিজের হাতে রান্না করব।”

“বাব্বাহ! তুমি রান্না করতে পারো?”

“বেশ ভালোই রান্না করতে পারি। মানে মুখে দিতে পারবে এটুকু নিশ্চয়তা দিতেই পারি।”

“আদ্রিতার আসতে ঘন্টাখানেক সময় লাগবে।”

“আমার ততক্ষণে রান্না হয়ে যাবে। তুমি ওকে ডেকে নাও।”

“আচ্ছা।”

অতঃপর কুয়াশা আদ্রিতাকে কল করে এখানে আসার ঠিকানা দিয়ে দ্রুত চলে আসতে বলে। অন্যদিকে সাফওয়ান রান্নার ব্যবস্থা করছে। কুয়াশা সাফওয়ানের পাশে গিয়ে বলল,

“এটুকু একটা কুটিরে রান্নার জন্য জায়গা আছে। আবার থাকার জন্য একটা বিছানা তৈরি করা। তুমি কি মাঝেমধ্যে এখানে এসে থাকো নাকি?”

“হ্যা। যখন আমার সম্পূর্ণ একা থাকতে ইচ্ছা করে তখন এখানে আসি আমি। আমার সবচেয়ে পছন্দের জায়গাগুলোর মধ্যে এই জায়গা অন্যতম।”

“ভালোই তো। আমাদের বাড়িতে ছাদের উপর আমার জন্য তৈরি করা একটা ঘর আছে। আমার মনের মত করে সাজানো ঘর। ওই ঘরে আমার অনুমতি ব্যতিত সকলের প্রবেশ করা নিষেধ। শুধুমাত্র মা ঢুকতে পারে আমাকে না বলে।”

“কী আছে ওই ঘরে?”

“আহামরি কিছু নেই। আবার অনেক কিছুই আছে। তুমি কখনো আমাদের বাড়িতে গেলে তোমাকে দেখাবোনি ঘরটা।”

“ওই ঘর দেখার জন্য হলেও তো যেতে হবে দেখছি।”

“আচ্ছা এরপর আমি বাড়িতে যাওয়ার সময় তোমাকে নিয়ে যাব।”

“সত্যি?”

“তিন সত্যি। এই তুমি কী রান্না করবে আজ?”

“গরম গরম খিচুরির সাথে কালা ভুনা কেমন লাগে তোমার?”

“আমার তো পছন্দের খাবার এটা।”

“আমারো খুব ভালো লাগে। সেইজন্য আজ খিচুরি আর কালা ভুনা রান্না করব।”

“আমিও তোমাকে সাহায্য করি। দু’জন একসাথে করলে তাড়াতাড়ি হবে।”

দু’জন গল্প করতে করতে রান্না শুরু করে। এরমধ্যেই আদ্রিতা এসে হাজির। কুয়াশা আদ্রিতাকে রাস্তা থেকে কুটির পর্যন্ত নিয়ে এসেছে। আদ্রিতা বেচারির এই জায়গা খুঁজে পেতে খুব কষ্ট হয়েছে সেটা তার চেহারা দেখেই বোঝা যাচ্ছে। কুয়াশা তাকে চেয়ারে বসিয়ে পানি দিয়ে বলল,

“এই নে পানি। একটু শান্ত হ দোস্ত।”

আদ্রিতা এক নিঃশ্বাসে পুরো গ্লাসের পানি শেষ করে দম নেয়।

“ভাই এই জায়গা খুঁজতে আমার অনেক বেগ পেতে হয়েছে। এতগুলো রাস্তা এখানে। আমি একবার এই রাস্তায় যাই তো আরেক বার অন্য রাস্তায়। খুঁজেই পাচ্ছিলাম না এই কুটির।”

“আহারে বাচ্চাটা। থাক কষ্ট পাস না। এই দেখ সাফওয়ান আমাদের জন্য আজ রান্না করছে।”

আদ্রিতা সাফওয়ানের দিকে তাকিয়ে বলে,

“ভাইয়া তো দেখি সবদিক দিয়েই এগিয়ে আছে। উকিল সাহেব এখন রাঁধুনি হাহাহাহাহ!”

সাফওয়ান খাবার সাজিয়ে টেবিলে আনতে আনতে বলে,

“সবকিছুই শিখে রাখছি। যেন ভবিষ্যতে আমার বউয়ের আফসোস করতে না হয় যে তার বর কিচ্ছু পারে না।”

“ভালো ভালো। এমন বর তো ভাগ্য করে পাওয়া যায়। আপনার ভবিষ্যৎ বউ নিঃসন্দেহে ভাগ্যবতী একজন।”

“এত প্রশংসা করো না। আগে খেয়ে তো দেখ কেমন হয়েছে।”

সবাই হাত ধুয়ে এসে থালায় খাবার বেড়ে নেয়। খাবার মুখে দেওয়ার সাথে সাথে কুয়াশা আর আদ্রিতাকে একে-অপরের মুখ চাওয়াচাওয়ি করতে দেখে সাফওয়ান ভয়ে ভয়ে জিজ্ঞেস করে,

“রান্না ভালো হয়নি?”

“আরে ভাইয়া অসাধারণ হয়েছে। অনেক মজা হয়েছে।”

আদ্রিতার কথায় কুয়াশা সম্মতি জানিয়ে বলে,

“সত্যি অনেক ভালো হয়েছে। আমার থেকেও ভালো রান্না করো তুমি।”

“সেটা তো তোমার হাতের রান্না খাওয়ার পর বুঝবো যে কে বেশি ভালো রান্না করে।”

“আচ্ছা আগামীকাল আমি রান্না করে নিয়ে আসব তোমার জন্য। খুশি?”

সাফওয়ান মুখে কিছু না বলে হেসে খাবার খেতে শুরু করে। অনেক হাসি, মজা, আড্ডা দিতে দিতে সবাই খাওয়া শেষ করে। কুয়াশা ফোন হাতে নিয়ে দেখে রাত নয়টার কাছাকাছি সময় এখন।

“এই আমাদের এখন বের হতে হবে। দশটার মধ্যে বাসায় যেতে হবে।”

“আচ্ছা আমি রেখে আসি তোমাদের।”

“না না, তোমাকে এত কষ্ট করে এই রাতের বেলা আর যেতে হবে না। আমরা দু’জন যেতে পারব। তুমি শুধু বড়ো রাস্তার মোড় পর্যন্ত এগিয়ে দাও আমাদের।”

“ঠিক আছে চলো। আর কোনো সমস্যা হলে সাথে সাথে আমাকে কল দিবে।”

“ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না। আর কোনো সমস্যা হলে তোমাকে জানাব। তুমি চিন্তা করো না।”

সাফওয়ান কুয়াশা আর আদ্রিতাকে গাড়িতে তুলে দিয়ে নিজের বাসায় চলে যায়। বাসায় এসে দু’জন ফ্রেশ হয়ে বিছানায় গা এলিয়ে দেয়। কুয়াশা সাফওয়ানের সাথে কলে কথা বলে ফোন রেখে আদ্রিতার দিকে তাকায়।

“এই আদ্রিতা জানিস? রায়াদ বিয়ে করেছে গতকাল। আবার আজ সকালে কুরিয়ার থেকে একটা পার্সেল দিয়ে গিয়েছে আমাকে। রায়াদ পাঠিয়েছে পার্সেল।”

কুয়াশার এহেন কথায় আদ্রিতা লাফ দিয়ে উঠে বসে।

“এসব কী বলছিস তুই? রায়াদ ভাইয়া বিয়ে করেছে? ওও না কিছুদিন আগেও তোর পেছনে ঘুরছিল।”

“বাদ দে। সুখী হোক নতুন জীবনে এই দোয়া করি।”

“পার্সেলে কী আছে?”

“এখনো খুলিনি। সকালে সময় ছিল না। তাই পার্সেল ওইভাবে রেখেই বের হয়েছিলাম।”

“চল খুলে দেখি কি আছে।”

কুয়াশা পার্সেল নিয়ে বিছানায় বসে আদ্রিতাকে বলে,

“তুই খুলে দেখ। আমার ভালো লাগছে না।”

অগত্যা, আদ্রিতা একটা কাঁচি নিয়ে এসে পার্সেল খুলতে শুরু করে।

চলবে??

#কুয়াশা_মিলিয়ে_যায়_রোদ্দুরে
#পর্ব_১৪
#লেখায়_নামিরা_নূর_নিদ্রা

পার্সেল খুলতেই দু’জন এক চিৎকার দিয়ে সরে যায়। পার্সেলে এমন কিছু থাকবে সেটা দু’জনের একজনও কল্পনা করেনি। আদ্রিতা ভয়ে কুয়াশাকে জড়িয়ে ধরে বসে আছে। কম্পন সৃষ্টি হওয়া কণ্ঠে হঠাৎ সে বলে ওঠে,

“এই রায়াদ ভাইয়া কী পাগল? র ক্তে মোড়ানো খামে কী এমন পাঠিয়েছে এই ছেলে?”

কুয়াশা এখনো নিশ্চুপ হয়ে এক ধ্যানে পার্সেলের দিকে তাকিয়ে আছে। রায়াদ যে এত বেশি ভয়ংকর হতে পারে তা সে কখনো ভাবেইনি। কাঁপা কাঁপা হাতে র ক্তে ভেজা খামে স্পর্শ করে সে। মুহূর্তের মধ্যেই তার হাত র ক্তের ছোঁয়ায় লাল বর্ণ ধারণ করে। লাল রঙের উপর কালো কালিতে লেখা,

“ভালোবাসার চিহ্ন!”

আলতো হাতে খামের ভেতর থেকে একটা চিঠি বের করে পড়তে শুরু করে কুয়াশা।

“কুহু! এই নামে আর কখনো ডাকা হবে না তোমায়। তুমি বরাবরই বলে গেলে, আমার ভালোবাসা মিথ্যা। কখনো আমার ভালোবাসা উপলব্ধি করতে পারলে না তুমি। যদি পারতে তাহলে ছেড়ে যেতে না আমায়। তোমার র ক্ত খুব পছন্দ। সম্পর্কে থাকাকালীন সময়ে তোমার যখন প্রচন্ড অভিমান হতো আমার উপর তখন নিজের র ক্ত ঝরিয়ে নিজেকে কষ্ট দিয়ে এক প্রকার মানসিক শান্তি পেতে। এমনটাই বলেছিলে আমাকে। তোমার পছন্দ মস্তিষ্কে রেখে নিজের শরীরের কিছুটা র ক্ত তোমাকে পাঠালাম ভালোবাসার চিহ্ন হিসেবে। আমি আর কখনো তোমার নাম স্মরণ করব না। তোমাকে আমি আর চাই না কুহু। কারণ তুমি আমার নও। ভবিষ্যতে আমার হওয়ার সম্ভবনাও নেই। তবে একটা কথা কী জানো? আমি তোমাকে এখন প্রচন্ড পরিমাণে ঘৃণা করি। তুমি আমার ভালোবাসা পাওয়ার যোগ্য নও। বাহ্যিক রূপ আর টাকার লোভে পড়ে বিয়ে করলে বড়ো বোনের প্রাক্তনকে। এমন নারী কখনো ভালোবাসা পাওয়ার যোগ্যতা রাখে না। মানছি আমি অনেক নারীতে আসক্ত ছিলাম একটা সময়। কিন্তু তোমার জন্য নিজেকে পরিবর্তন করতে চেয়েছিলাম তো। সেই সুযোগ দিলে কী আমাকে? উল্টো বোনের প্রাক্তনকে বিয়ে করে এখন দিব্যি সুখে আছ। আসলে তোমার মত মেয়েরা ভালোবাসা চায় না। চায় শুধু টাকা আর ঐশ্বর্য। আমি যাকে বিয়ে করে নিজের জীবনে নিয়ে আসতে চলেছি সে অপরূপ সুন্দরী। আমাকে অনেক সম্মান করে। আমাকে দেখলে লজ্জায় লাল রঙা হয়ে যায়। তোমার মত তাকে স্পর্শ করা বারণ নয় আমার। বিয়ের আগেই প্রেমের স্বাদ নিয়েছি। সে তোমার মত হাজার রকমের নিষেধাজ্ঞা জারি করেনি আমার উপর। আশা করছি, তোমার মত আজ থেকে আমিও আমার নতুন জীবনে ভালো থাকতে পারব। ভালো থেকো তুমিও।”

চিঠিটা পড়ে কুয়াশার ঠোঁটে হাসির রেখা ফুটে ওঠে। পাশাপাশি চোখের কোণ থেকে পানি গড়িয়ে ওষ্ঠদ্বয় স্পর্শ করে। কুয়াশার এমন অবস্থা দেখে আদ্রিতা সম্পূর্ণ চিঠি পড়ে স্তব্ধ হয়ে যায়।

“এই ছেলে কি মানুষ? একটা অমানুষ কোথাকার। তোর পরিস্থিতি না জেনেই তোকে এতগুলো বাজে কথা বলে দিলো। তুই নাকি ওর ভালোবাসার যোগ্য না। আরে অসভ্য ছেলে, তুই আমার বান্ধবীর ভালোবাসা পাওয়ার যোগ্য না। মেয়েটাকে এত পরিমাণ কষ্ট দিয়েও শান্তি হয়নি। তাই এই চিঠি পাঠিয়েছে।”

আদ্রিতার কথায় কর্ণপাত না করে পার্সেলে থাকা আরো একটা খাম হাতে নেয় সে। খামের ভেতরে থাকা ছবিটা দেখে কুয়াশা নিজের অশ্রুসিক্ত দুই নয়ন বন্ধ করে ফেলে। আর কিছু দেখার ইচ্ছে তার নেই। ছবিটা রায়াদ আর তার নব্য বিবাহিতা স্ত্রীর। একে-অপরকে আলিঙ্গন করে গভীর চুম্বনে লিপ্ত তারা দু’জন। ছবির অপর পাশে লেখা,

“যা তুমি কখনো দিতে পারোনি আমায়, সেটা প্রমি দিয়েছে আমাকে। প্রেমিকারা কখনো প্রেমিকের থেকে দূরে থাকতে পারে না। যে দূরে থাকে সে ভালোবাসে কি আদৌও?”

লম্বা শ্বাস ছেড়ে কুয়াশা আপনমনে বলে,

“আমি আজও চুপ করে আছি রায়াদ। কেন জানো? কারণ আমি মুখ খুললে তোমার নতুন সংসার শুরু হওয়ার আগেই শেষ হয়ে যাবে। অনুতাপের অনলে জ্বলতে জ্বলতে নিঃশেষ হয়ে যাবে তুমি। তুমি আমাকে এখন ঘৃণা করো। আমি তোমাকে সেটাও করব না। কারণ ঘৃণা করতে হলেও মনে জায়গা দিতে হয়। তুমি আমার মনের এককোণে থাকার যোগ্যতা পর্যন্ত আজ হারিয়ে ফেললে। তোমার মত পুরুষ না তো প্রেমিক হওয়ার যোগ্য। আর না তো স্বামী হওয়ার যোগ্য। আমার মনের মধ্যে লুকিয়ে রাখা কথাগুলো আমি কখনো কাউকে জানতে দিব না। দুনিয়ার সামনে তোমাকে খারাপ প্রমাণ করতে চাই না যে। দিনশেষে কষ্টগুলো আমার মনেও ব্যাথার সৃষ্টি করে রায়াদ। কিন্তু তুমি সেটা আজও বুঝলে না! তোমাকে ছেড়ে আসার কারণ যদি তুমি কোনোদিন জানতে পারো তাহলে আর কখনো আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখ দেখার সাহস হবে না তোমার। তাই অজানা কথাগুলো অজান্তেই থাকুক কারোর মনের গহীনে!”

কুয়াশা সবকিছু বিছানায় ফেলে দৌড়ে ওয়াশরুমে চলে যায়। আদ্রিতা পিছু ডাকে না তাকে। এই সময় তার একা থাকা প্রয়োজন। নতুবা নিজেকে সামলাতে পারবে না মেয়েটা।

রাতের আঁধার ফুরিয়ে ভোরের আলো চারিদিকে ছড়িয়ে পড়ার সাথে সাথে কুয়াশা চোখে মেলে তাকায়। সারারাত ঘুম না হলেও শেষ রাতের দিকে চোখ দু’টো বন্ধ হয়ে এসেছিল তার। ঘড়ির কাঁটায় এখন সাতটা বেজে নয় মিনিট। কুয়াশা বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে নেয় চটজলদি। আজ তার প্র্যাকটিসের শেষ দিন। সেই সাথে পরিপূর্ণ উকিল হওয়ার দিন। এবং সবশেষে জীবনের প্রথম কেস হাতে নেওয়ার দিন। সবকিছু মিলিয়ে কুয়াশা আজ ভীষণ খুশি। গতরাতের ঘটনা ভোলার জন্য এটুকু যথেষ্ট নয়। তবুও কুয়াশা নিজেকে যথাসম্ভব শান্ত রেখে তৈরি হয়ে নেয় রাজিব স্যারের কাছে যাওয়ার উদ্দেশ্যে। তৈরি হওয়ার পর হালকা নাস্তা করে আদ্রিতাকে বিদায় জানিয়ে বের হয়ে যায় কুয়াশা। পথিমধ্যে সাফওয়ানকে কল করে দ্রুত আসার জন্য বলে সে।

“স্যার আসতে পারি?”

কুয়াশা এবং সাফওয়ানকে দরজার বাইরে দাঁড়িয়ে থাকতে দেখে মিস্টার রাজিব হাসান দু’জনকে ভেতরে আসতে বলে।

“আরে এসো। আমি তো তোমাদের জন্যই অপেক্ষা করছি। বসো তোমরা।”

দু’জন চেয়ারে বসতেই রাজিব স্যার বলতে আরম্ভ করেন,

“আজ তোমাদের প্র্যাকটিসের শেষ দিন। এতদিন তোমরা আমার সাথে থেকে কি কি শিখলে সেটা পরিক্ষা করার দিন আজ। ইতিমধ্যেই তোমাদের উকিল হওয়ার সমস্ত কাগজ চলে এসেছে। তোমরা দ্বিতীয় ইন্টিমিশন ফর্ম জমা দিয়ে রেজিস্ট্রেশন করে পরীক্ষায় অংশগ্রহণ করে সম্মানের সহিত উত্তীর্ণ হয়েছ। আমি নিজে তোমাদের এসবকিছুতে সাথে ছিলাম। তাই তোমাদের প্রথম কেস লড়ার পথচলায় আমি তোমাদের সাথে থাকতে চাই। তোমরা এখন থেকে ঢাকা শহরে থাকবে। এবং এখানেই উকিল হিসেবে নিজেদের পরিচয় তৈরি করবে। তোমরা প্রস্তুত?”

“জি স্যার আমরা প্রস্তুত।”

“আচ্ছা প্রথমেই কুয়াশার কাছে আসি। তোমাকে আমি যে কেসের দায়িত্ব দিব এটা বেশ জটিল একটা কেস। তোমাকে আসামীর হয়ে লড়তে হবে।”

“আসামীর হয়ে?”

“হ্যা। কারণ যার নামে কেস করা হয়েছে তার ভাস্যমতে তাকে ফাঁসানো হচ্ছে। মেয়েটা টাকার জন্য তাকে ফাঁসাচ্ছে। এবং তার কাছে এই বিষয়ে প্রমাণ আছে। তোমাকে এটার তদন্ত করতে হবে। এবং যে আসল দোষী তাকে খুঁজে বের করতে হবে। পারবে তো?”

“ইনশাআল্লাহ স্যার নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব আমি।”

“স্যার আমি কী করব?”

“তোমাকে অন্য একটা কেস দিব আমি। আগে কুয়াশার কেসের ব্যাপারটা নিয়ে কথা বলি। এরপর তোমার কাছে আসছি সাফওয়ান।”

“ঠিক আছে স্যার।”

“কুয়াশা, তুমি যার হয়ে কেস লড়বে তার সাথে তোমার কথা বলা দরকার।”

“জি স্যার। তাকে ডাকুন এখানে।”

“সে বাইরে বসে আছে। আমি তাকে ডেকে আনার ব্যবস্থা করছি।”

এরপর একজনকে ডেকে বাইরে বসে থাকা ছেলেকে ভেতরে নিয়ে আসতে বলেন তিনি। ছেলেটা ভেতরে এসে সালাম দিতেই আৎকে ওঠে কুয়াশা। দু’জন একে-অপরের চেহারা দেখার সাথে সাথে কুয়াশা চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। অস্পষ্ট স্বরে সে যে নাম উচ্চারণ করে তা শুনে সাফওয়ানও চকিত দৃষ্টিতে তাকায় সেই ছেলের দিকে।

চলবে??

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে