কাছে_আসার_গল্প পার্ট ১১

0
3202

কাছে_আসার_গল্প পার্ট ১১

লেখা – আশিকা

আমি কি করবো এখন, এইভাবে হিমেলকে কষ্ট দিয়ে ফেললাম??
আমার এতো খারাপ লাগছে কেনো??
— হিমেল?? হিমেল শোনো
আসলে…
কোন উত্তর না দিয়ে হিমেল বাসা থেকে চলে যায়।
আমি সারারাত বসে ছিলাম হিমেলের আশায়।
অনুশোচনায় আমার ভিতরটা দগ্ধ হয়ে যাচ্ছিলো।
কিন্তু হিমেল আসলো না.
ফোনটাও অফ…
জানি না কোথায় গেছে..
সকালবেলা মা আর মিথি আমাকে হিমেলের কথা জিজ্ঞাস করছে।
কিন্তু আমি কোন উত্তর দিতে পারি নি।
ব্যাপারটা তারা ভালো ভাবে নেয় নাই।
সকাল বেলা হিমেল আসলো…

এখনই জয়েন করুন আমাদের গল্প পোকা ফেসবুক গ্রুপে।
আর নিজের লেখা গল্প- কবিতা -পোস্ট করে অথবা অন্যের লেখা পড়ে গঠনমূলক সমালোচনা করে প্রতি সাপ্তাহে জিতে নিন বই সামগ্রী উপহার।
আমাদের গল্পপোকা ফেসবুক গ্রুপের লিংক: https://www.facebook.com/groups/golpopoka/


বাবা তাকে জিজ্ঞাস করলো কোথায় ছিলো এতক্ষণ??
হিমেল বলেছিলো তার ফ্রেন্ড রাতুল অসুস্থ হয়ে পড়ছিলো তাই তাকে দেখতে গিয়েছিলো।
কিন্তু সবাই কিছু একটা আচ করতে পেরছিলো…
রুমে ঢুকেই হিমেল ওর ব্যাগ গুছাতে লাগলো।
আমার কাপড় সব বিছানায় ফেলে দিলো …
আমি রুমে ঢুকতেই হিমেল আমাকে ব্যাগ গুছাতে বলল।
আমি বুঝতে পারছিলাম না ও কি করতে চাচ্ছে।
ওকে কিচ্ছু জিজ্ঞাস করার সাহস
পাচ্ছি না।
তাই চুপ চাপ ব্যাগ গোছালাম।
নিজে তাড়াতাড়ি রেডি হয়ে আমাকে ৫ মিনিটের মধ্যে রেডি হতে বললো।
আমি রেডি হতেই হিমেল দরজায় নক করলো
— যদি রেডি থাকো তাহলে ব্যাগ নিয়াসো।
আমি বাইরে আসতেই শাশুড়ি মা ভ্রু কুচকে বললো
— হিয়া কোথায় যাচ্ছে??
নাহ কিছু বোঝলাম না তো।
— ওকে ওদের বাসায় দিয়া আসছি।
— মানে কি??
ও যাবে কিন্তু ওর বাবা মাতো কিছু বললো না।
আর আমরা কিছুই জানলাম না!
— মা ওনারা জানেন না।
আমার মনে হয় ওর ওইখানে থাকাটাই বেটার তাই দিয়া আসছি।
আমি হিমেলের কথা শুনে মার দিকে তাকাই।
এইসব কি হচ্ছে..

মা সোফায় বসে পড়ে…
বাবা এসে বলে…
— কিরে তোই কি আমাদের ভরসা করতে পাচ্ছিস না। আমরা কি তোর বউ এর অযত্ন করবো??
— দেখো বাবা ব্যাপারটা তা না।
— তাহলে কি??
তুই তো খুব বড় হয়ে গেছিস??
— হিমেলের বাবা, ওদের যেতে দিন, আমি আর কথা বাড়াতে চাই না।
বাবা আএকটা অশ্বস্তি নিয়ে চুপ করে গেলেন।
আমি বারবার মা র দিকে তাকাচ্ছি, মন বলছে মা আমাকে ফিরাও।

কিন্তু না মা আমাকে ফেরালো না।
আমি হিমেলের পিছু পিছু নিচে আসলাম।
হিমেল আমার কথা শোনো..
হিমেল…
হিমেল.
কিন্তু না, সে শোনলো না।
গাড়িতে উঠে পড়লো।
বাম পাশের সিটটা খুলা রেখে ড্রাইভিং সিটে বসে পড়ল।
আমি গাড়িতে উঠলাম।
— হিমেল তুমি কি কাজটা ঠিক করলা??
আমি কি তোমাকে একবারো বলেছি যে আমি আমাদের বাসায় যেতে চাই।
— একদম নাটক করবানা।
আমি নাটক প্রছন্দ করি না।
আজকে তোমার জন্য আমার বাবা মার কে কষ্ট পেতে হলো।
হিমল চোখ গরম করে আমার দিকে তাকালো।
— এখানে আমার কি দোষ বলতো??
— একদম চুপ।
হিমেল ড্রাইভ করতে লাগলো।
আর একটা কথাও বললো না।
কিছুক্ষনের মধ্যেই আমাদের বাসায় এসে পড়লাম।
হিমেল আগে আগে আমি পিছু পিছু যাই।
আমাকে ড্রয়িংরুমে রেখে হিমেল বলে আমি এখন আসি।
মা আর বাবা হিমেলকে আমাকে এইভাবে দিয়ে যাওয়ার কারন জিজ্ঞাস করলে হিমেল বলে সে চলে যাচ্ছে তাই আমাকে দিয়ে গেলো।
মা বাবা ওকে অনেক করে বসতে বললো কিন্তু বসলো না।
যাওয়ার আগে ভাবি কে বলে গেলো আপনার ননদ কে যেভাবে নিয়েগিয়েছিলাম সেইভাবেই দিয়ে গেলাম। খেয়াল রাইখেন…
বাচ্চা মানুষ তো…

ভাবি হিমেলের কথা শুনে বসে পড়লো, এইটা কি বলে গেলো??
আমি দৌড়িয়ে ব্যালকনিতে গেলাম…
হিমেল আমার দিকে এক্টুকুও ফিরে তাকালো না।
ওর যাওয়া শেষ হলে আমি রুমে চলে আসলাম।
আমার কলিজাটা যেন ছিড়ে যাচ্ছে।

রুমে এসে অনেক্ষন কান্না করেছি।
চোখে মুখে পানি দিয়ে আসতেই দেখি ভাবী রুমে বসে আছে।
— হিয়া হিমেল ওইগুলা কি বলে গেলোরে, ওর চোখ মুখ দেখে মনে হলো ওর খুব মন খারাপ।
সত্যি করে বলতো তোদের মধ্যে কিছু হইছে??
— নাহ ভাবী, কিছু হয় নাই তো।
— কিছু না হলেই ভালো।
আমি যাই হিয়া।
ভাবি কেমন করে যেন কথাটা বললো…
অনেক রাত হয়ে গেলো হিমেল আর ফোন করেনি।
আমি ফোন দিলাম সেটাও ধরলো না।
টেনশনে আমার মাথা ব্যাথা
করছে।
শাশুড়ি মা কে ফোন দিলাম…
— হ্যালো মা।
— হ্যা হিয়া বলো।
— মা আপনার ছেলে কুমিল্লা
পৌছে আপনাকে জানিয়েছিলো।
— হুম, অনেক আগে ৫ টার সময়ইতো চলে গেছে। তোমাকে জানায় নাই??
— না মা।
আচ্ছা মা ভালো থাকবেন রাখি।
আমার এতো খারাপ লাগছে কেনো??
সারা রাত আর ঘুমাতে পারলাম না।
হিমেল তুমি আমার সাথে এমনটা করতে পারলা?
চলবে।

এখনই জয়েন করুন আমাদের গল্প পোকা ফেসবুক গ্রুপে।
আর নিজের লেখা গল্প- কবিতা -পোস্ট করে অথবা অন্যের লেখা পড়ে গঠনমূলক সমালোচনা করে প্রতি সাপ্তাহে জিতে নিন বই সামগ্রী উপহার।
শুধুমাত্র আপনার লেখা মানসম্মত গল্প/কবিতাগুলোই আমাদের ওয়েবসাইটে প্রকাশিত হবে। এবং সেই সাথে আপনাদের জন্য থাকছে আকর্ষণীয় পুরষ্কার।

▶ লেখকদের জন্য পুরষ্কার-৪০০৳ থেকে ৫০০৳ মূল্যের একটি বই
▶ পাঠকদের জন্য পুরস্কার -২০০৳ থেকে ৩০০৳ মূল্যের একটি বই
আমাদের গল্পপোকা ফেসবুক গ্রুপের লিংক:
https://www.facebook.com/groups/golpopoka/

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে