কাছে_আসার_গল্প পার্ট ১০

0
3363

কাছে_আসার_গল্প পার্ট ১০
লেখা আশিকা

রুমে এসে হিমেল ল্যাপটপে কি যেন করতেছিলো।
আমার মাথায় শাশুড়ি মা এর কথাই ঘুরতেছিলো।
আমি বিছানায় শুয়ে ছিলাম, তখন হিমেল সোফা থেকে বিছানায় আসলো।
— কি ম্যাম কি ভাবতেছেন??
— কি আবার কিছুই নাহ।
— আমি জানি আপনি ছেলে মেয়ের নাম ঠিক করছেন।
তাই না..
এখনই জয়েন করুন আমাদের গল্প পোকা ফেসবুক গ্রুপে।
আর নিজের লেখা গল্প- কবিতা -পোস্ট করে অথবা অন্যের লেখা পড়ে গঠনমূলক সমালোচনা করে প্রতি সাপ্তাহে জিতে নিন বই সামগ্রী উপহার।
আমাদের গল্পপোকা ফেসবুক গ্রুপের লিংক: https://www.facebook.com/groups/golpopoka/



কিন্তু হিমেলের ভাবনা আর আমার ভাবনা পুরাই আলাদা।
আমার কথা বলতে ইচ্ছা করছে না তাই চুপ…
করে গেলাম।
— কি হলো??
আমার বউ মনে হয় লজ্জা পেয়েছে…
আচ্ছা তুমি এতো লজ্জা পাও কেন??
আমিই তো…
প্লিজ আজকে অন্তত বাচ্চাদের মত ভ্যা ভ্যা করোনা।
— আমি ভ্যা ভ্যা কেনো করবো??
আজকে কি??
— তুমি রেগে যাচ্ছ কেনো??
আমি কালকে চলে যাবো, প্লিজ হিয়া আমি তোমাকে আমার নিজের করে পেতে চাই, অনেক গভীরে যেতে চাই। প্লিজ আজকে তুমি আমাকে ফিরিয়ে দিও না। আমি চাইলে জোর করতে পারতাম কিন্তু আমি তা করি নি।
শুধু তোমাকে ভালবাসি বলে।
খুব ভালোবাসি তোমায়। হিয়া প্লিজ আর না করো না, আমার দিকটা একটু বোঝ
আমি চুপ করে ছিলাম।

আর খাটের একদম কিনারে শুয়ে ছিলাম।
আমার গালে হিমেল তার দুই হাত ছুয়ে দিয়ে বলল
— তুমি চাওনা আমাদের একটা বেবি আসুক।
প্লিজ একটা বেবি র বাবা হওয়ার সুযোগ তুমি আমাকে দাও
আমার এই কথা শুনে মেজাজ খুব খারাপ হয়ে গেলো
হিমেল আমার উপর ধপ করে শুয়ে পড়ল।
আমি কিছু বোঝার আগেই সে আমাকে আদর করা শুরু করল।
আমার মেজাজ খারাপ থাকায় আমি ওকে ধাক্কা দিলাম সরানোর জন্য।
কিন্তু ও নিচে পড়ে যায়…
কিন্তু আমি এইভাবে ধাক্কা দিতে চাইনি…
এইরকম টাইমে মিস বিহেভ ছেলেরা সহ্য করতে পারে না
হিমেল ও পারে নি।
সে কিছুক্ষন টাইম নিলো ব্যাপারটা সামলে নিতে…
উঠেই এক ঝটকায় আমাকে হাত টেনে বিছানা থেকে নামালো।
–কি হইছে তোমার??
হুয়াট হেপেন্ড??
আমি ভয়ে কেদে চলেছি..
— আজকে মুখ না খুললে হবে না। সত্যি কথা বলো..
কি চাও…
হিমেলের দিকে তাকালাম ওর চোখ লাল আহত সৈনিকের মত…
পরাজিত হয়ে হিমেল চিৎকার করে উঠছে…
কি বলবো আমি??
এই মেয়ে বিছনা থেকে নামো বলেই আমাকে খাট থেকে এক ঝটকায় নিচে নামায়…
— বিয়ের পর থেকে এক্টার পর এক্টা নাটক করেই চলেছো…
আমি ফেড আপ, জাস্ট ফেড আপ..
যা মনে আসছে বলে ফেলো…
আমি এবারো চুপ…
— কথা বল মেজাজ খারাপ হয়ে যাচ্ছে…
আমি চাইলে তোর মত এইরকম ২ – ৪ টা মেয়ে বিছানায় এখনি আনতে পারি। কপাল যে আমার মত বর পেয়েছো।
আমি কাছে আসলে তোমার কি প্রবলেম??
বলেই আমকে ওয়াল এর সাথে জোড়ে ধাক্কা দেয়..
আমি মাথায় খুব ব্যাথা পাই..
— এতো সৎ সাহস উত্তর নাই কেনো?? হুয়াট..

— কি প্রব্লেম তুমি বোঝনা। আমি কি বাচ্চা তৈরির কারখানা। মা – ছেলে মিলে তো আমাকে পেয়ে বসেছো। আমি বাচ্চা চাই না। আমি আমার ক্যারিয়ার তোমার বাচ্চার জন্য নষ্ট করবোনা।

হিয়া বলে হিমেল চিৎকার করে উঠে আমাকে সজোরে একটা থাপ্পর দেয়।
আমি বিছানায় বসে কাদতে থাকি।
হিমেল কথা না বাড়িয়ে ব্যালকলিতে চলে যায়।
কিছুক্ষন পর আবার রুমে আসে।
আমি বিছানায় বসে তখনো কাদছিলাম, হিমেল এসে আমার হাত ধরে।
আমি সরিয়ে দেই..
আবার ধরে, আমি নিচের দিকে তাকাই থাকি।
— হিয়া আই এম সরি। আমি তোমার কাছে কখনো কিছু চাইবো না। শুধু একট সত্যি বলো…
তুমি আমাকে ভালবাসো??
আমি রাগে ফেটে পড়ি…
— ভালোবাস কি এতই সোজা।
কাউকে হুট করে বিয়ে করে, তার পর আবার স্বামিত্ব ফলানোটা বেশি বাড়াবাড়ি হয়ে যায় না??
— ইয়েস অর নো।
হিয়া আমি সোজাসুজি উত্তর চাই…
বলো হিয়া বলো..
আমি চুপ হয়ে গেলাম।
— ওই কোন উত্তর নাই কেনো??

হিমেল আমার হাত মুচড়াতে
লাগল।
— উফ লাগছে..
আই হেট ইউ…
একদম আমার কাছে আসবা না।
আমি তোমাকে মানি নাহ..
হিমাল সহসাই আমার হাত ছেড়ে দিয়ে ধপ করে বসে পড়লো।

প্রচণ্ড ঘৃনা আর রাগের মাথায় এই কথাটা বলে দিলাম…
আমি নিজেই চমকে উঠলাম এই কথা বলে। আমি এইটা কি করলাম…
চলবে।
এখনই জয়েন করুন আমাদের গল্প পোকা ফেসবুক গ্রুপে।
আর নিজের লেখা গল্প- কবিতা -পোস্ট করে অথবা অন্যের লেখা পড়ে গঠনমূলক সমালোচনা করে প্রতি সাপ্তাহে জিতে নিন বই সামগ্রী উপহার।
শুধুমাত্র আপনার লেখা মানসম্মত গল্প/কবিতাগুলোই আমাদের ওয়েবসাইটে প্রকাশিত হবে। এবং সেই সাথে আপনাদের জন্য থাকছে আকর্ষণীয় পুরষ্কার।

▶ লেখকদের জন্য পুরষ্কার-৪০০৳ থেকে ৫০০৳ মূল্যের একটি বই
▶ পাঠকদের জন্য পুরস্কার -২০০৳ থেকে ৩০০৳ মূল্যের একটি বই
আমাদের গল্পপোকা ফেসবুক গ্রুপের লিংক:
https://www.facebook.com/groups/golpopoka/

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে