কবিতার নাম: শূন্যতা

0
1087

কবিতার নাম: শূন্যতা
লেখা: সামিহা হোসেন শৈলী

কারো কারো কাছে শূন্যতা মানেই
একরাশ বিষণ্নতা আর একঝাঁক অপূর্ণতা,
শূন্যতা মানে শোকবার্তা,
বিষাদপূর্ণতা আর সুখের নিশ্চিহ্নতা,
শূন্যতা মানেই হাহাকার
আর বুকফাটা আর্তনাদ,
শূন্যতা মানে কারো বিচ্ছেদের রিক্ত স্বাদ,
শূন্যতা মানে হারিয়ে যাওয়া,
শূন্যতা মানে নিঃস্ব হওয়া,
শূন্যতা মানে একাকিত্ব,
শূন্যতা বেদনায় সিক্ত,
তবে আমার মতে শূন্যতা মানে আত্মার হৃদ্যতা,
শূন্যতা মানে সত্ত্বার একাত্মতা,
শূন্যতা মানে আপনাকে খুঁজে পাওয়া,
শূন্যতা মানে অসম্পূর্ণকে সম্পূর্ণরূপে পাওয়া,
শূন্যতা মানে স্বাধীনতা-পরাধীনতার দ্বন্দ্বহীনতা, শূন্যতা মানে সত্যের নিরবচ্ছিন্নতা,
আর তিক্ত বাস্তবতার অভিজ্ঞতা,
শূন্যতা মানে শূন্যতেই নিজেকে নতুন করে চেনা,
শূন্যতা মানে নতুন আমি’র সৃষ্টির নবঃসূচনা।

এখনই জয়েন করুন আমাদের গল্প পোকা ফেসবুক গ্রুপে।
আর নিজের লেখা গল্প- কবিতা -পোস্ট করে অথবা অন্যের লেখা পড়ে গঠনমূলক সমালোচনা করে প্রতি সাপ্তাহে জিতে নিন বই সামগ্রী উপহার।
শুধুমাত্র আপনার লেখা মানসম্মত গল্প/কবিতাগুলোই আমাদের ওয়েবসাইটে প্রকাশিত হবে। এবং সেই সাথে আপনাদের জন্য থাকছে আকর্ষণীয় পুরষ্কার।

▶ লেখকদের জন্য পুরষ্কার-৪০০৳ থেকে ৫০০৳ মূল্যের একটি বই
▶ পাঠকদের জন্য পুরস্কার -২০০৳ থেকে ৩০০৳ মূল্যের একটি বই
আমাদের গল্পপোকা ফেসবুক গ্রুপের লিংক:
https://www.facebook.com/groups/golpopoka/

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে