কবিতার নাম: আর্তনাদ
লেখা: সামিহা হোসেন শৈলী
…
ওরা আমার হাত বেঁধে রেখেছে,
পদযুগল শেকলাবদ্ধ,
মুখটাও বেঁধে রাখা।
একটা চাপা গোঙানোর শব্দ
থেকে থেকে বেড়ে উঠছে,
কন্ঠে কান্নারা সব দলা পাঁকিয়ে আছে,
মৃদু কাঁপনে কম্পিত হচ্ছে আমার দেহ,
একটা তীব্র ঘৃণাবোধ
জ্বালিয়ে দিচ্ছে আমার ভেতরটাকে,
চোখের পানিরা ধোঁয়ার কুন্ডলী হয়ে
আমার নিঃশ্বাস বন্ধ করে দিচ্ছে,
দম বদ্ধ হয়ে আসছে আমার
এই রূদ্ধ দ্বারে,
ভেতরে জাগছে চিৎকারেরা ত্বারস্বরে,
গুমোট একটা গন্ধ,
গন্ধটা রক্তের,
আঁষটে বিদঘুটে গন্ধ।
আমি প্রাণপণে চাইছি
মুক্তির স্বাদ নিতে,
ভেতরে জমাটবাঁধা আর্তনাদদের
মুক্ত করে দিতে,
কিন্তু পারছি না।
দূরে কোথাও কারো মিহিসুরে
গোঙানীর শব্দ শোনা যায়,
পায়ের আওয়াজ পাওয়া যায়,
হয়তো আরো হাজারো আর্তনাদ
হয়ে আছে বন্দী
আঁধারের সাথে করে সন্ধি,
কেবল শোনা যায়
মৃত আত্মার বোবা আর্তনাদ!
এখনই জয়েন করুন আমাদের গল্প পোকা ফেসবুক গ্রুপে।
আর নিজের লেখা গল্প- কবিতা -পোস্ট করে অথবা অন্যের লেখা পড়ে গঠনমূলক সমালোচনা করে প্রতি সাপ্তাহে জিতে নিন বই সামগ্রী উপহার।
শুধুমাত্র আপনার লেখা মানসম্মত গল্প/কবিতাগুলোই আমাদের ওয়েবসাইটে প্রকাশিত হবে। এবং সেই সাথে আপনাদের জন্য থাকছে আকর্ষণীয় পুরষ্কার।
▶ লেখকদের জন্য পুরষ্কার-৪০০৳ থেকে ৫০০৳ মূল্যের একটি বই
▶ পাঠকদের জন্য পুরস্কার -২০০৳ থেকে ৩০০৳ মূল্যের একটি বই
আমাদের গল্পপোকা ফেসবুক গ্রুপের লিংক:
https://www.facebook.com/groups/golpopoka/