কবিতার নাম: আমার দিবস

0
1003

#গল্পপোকা_প্রতিযোগিতা_এপ্রিল_২০২০
কবিতার নাম: আমার দিবস
লেখা: সামিহা হোসেন শৈলী

আজকের দিনটা
আমার জন্য স্বাধীনতা দিবস,
সম্পূর্ণ বাঁধাহীন ভীতিহীন
কাটলো একটি দিন।
.
আমার কাছে স্বাধীনতার মানেটা
গতানুগতিক স্বাধীনতা নয়,
যা খুশি তা করা নয়,
আমার কাছে স্বাধীনতা দিবসটি
রঙিন স্বপ্নময়।
.
আজ বহুদিন পর
পড়ালেখার শেকল ভেঙে বেড়িয়েছি,
নিয়েছি মুক্তির স্বাদ,
আর অপার আত্মতৃপ্তি।
.
না! না!! বাইরে যাই নি আজ,
ঘরেই পেয়েছি মুক্তির স্বাদ,
রং-তুলি আর ক্যানভাসটা যে
উন্মুক্ত ছিলো আজ,
গতকালকের বাসনাটা পূর্ণ হলো যে।
.
বহুদিন পর আজ ছবি এঁকেছি,
লিখেছি প্রিয় দুটি পঙক্তি—
“সেই অমোঘ অস্ত্র– ভালোবাসা
পৃথিবীতে ব্যাপ্ত করো…”
রং-তুলি তোমরা আমায় গ্রাস করো!!!
.
.
.
[বি. দ্র: আজ সত্যিই
বহুদিন পর রং-তুলি হাতে পেয়ে
ভাবনারা যে হলো বাঁধনহারা, ছন্নছাড়া,
আমায় করলো আনন্দে আত্মহারা…]

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে