কবিতার নাম: অনুভূতি
লেখা: সামিহা হোসেন শৈলী
…
এ এক কেমন যেন অনুভূতি,
মন কেমনের বিজ্ঞপ্তি,
যার রেশ রবে আরো হাজারটা দিন,
আড়ম্বরহীন মনের মাঝে,
গোপন সাজে অজানা কারুকাজে,
হয়তো কাঠের বাক্সে বন্দী হয়ে,
হয়তো বা ডায়রির ছেঁড়া পাতা হয়ে,
হয়তো একটা আমি হয়ে,
কিংবা এই আমি’র
একটা তুমি নামক অসুখ হয়ে,
হয়তো একটা চিঠি হয়ে,
যার মাঝে রাখব লুকায়ে
সব সুখ-অসুখের মিলনমেলা,
ঠিক যেমন ভরা বরষায় চায়ের কাপের
টুংটাং শব্দের গোপন খেলা।
এখনই জয়েন করুন আমাদের গল্প পোকা ফেসবুক গ্রুপে।
আর নিজের লেখা গল্প- কবিতা -পোস্ট করে অথবা অন্যের লেখা পড়ে গঠনমূলক সমালোচনা করে প্রতি সাপ্তাহে জিতে নিন বই সামগ্রী উপহার।
শুধুমাত্র আপনার লেখা মানসম্মত গল্প/কবিতাগুলোই আমাদের ওয়েবসাইটে প্রকাশিত হবে। এবং সেই সাথে আপনাদের জন্য থাকছে আকর্ষণীয় পুরষ্কার।
▶ লেখকদের জন্য পুরষ্কার-৪০০৳ থেকে ৫০০৳ মূল্যের একটি বই
▶ পাঠকদের জন্য পুরস্কার -২০০৳ থেকে ৩০০৳ মূল্যের একটি বই
আমাদের গল্পপোকা ফেসবুক গ্রুপের লিংক:
https://www.facebook.com/groups/golpopoka/